SEA Pegion Loft BD

SEA Pegion Loft BD কবুতর পালন ও চিকিৎসা। কবুতর পালন ও চিকিৎসা

1 pair adult for sell
31/05/2021

1 pair adult for sell

09/05/2021

কবুতরের রক্ত আমাশয়-রোগ (COCCIDIOSIS / COCCID.

কবুতরকে ৩ ধরনের খাবার দিতে হবে। (১)কার্বোহাইড্রেট জাতীয় খাবার : গম,ধান,চিনা,বাজরা,মিলেট,চাল, ভুট্টা,কাউন ইত্যাদি(২)আমিষ ...
02/05/2021

কবুতরকে ৩ ধরনের খাবার দিতে হবে।

(১)কার্বোহাইড্রেট জাতীয় খাবার : গম,ধান,চিনা,বাজরা,মিলেট,চাল, ভুট্টা,কাউন ইত্যাদি

(২)আমিষ জাতীয় খাবার:ডাবলি, রেজা,মুগডাল,মসুরডাল,সয়াবিন, ছোলা ইত্যাদি বিভিন্ন ধরনের ডাল।

(৩)তেল জাতীয় খাবার: সরিষা,সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ,তিসি ইত্যাদি।
এর মধ্যে সামর্থ অনুযায়ী খাওয়াবেন। কোনোটিকে বাদ দিলে চলবেনা। তবে তেল জাতীয় খাবারগুলা গরমের সময় খুব কম পরিমাণে দেয়া উচিত।

নতুন কবুতর জোরা। নাম জাত দাম অভিজ্ঞ ভাই দের কাছে জানতে চাই
02/05/2021

নতুন কবুতর জোরা। নাম জাত দাম অভিজ্ঞ ভাই দের কাছে জানতে চাই

28/04/2021

বাংলাদেশের কবুতরের জাত ও দাম

28/04/2021

Haziganj. Hajigong. Hajigonz.chandpur.hazigong upozila. Hajigong থানা. Chandpur ডিস্ট্রিক্ট. Chandpur district.

28/04/2021

জেনে নিন লাভজনক কবুতর পালনের আধুনিক কলাকৌশল

28/04/2021

কবুতর সংক্রান্ত যে ধরনের অসম্পন্ন প্রশ্ন দেখা যায়, যেমনঃ

১) আমার কবুতর লোম ফুলিয়ে বসে থাকে বা লোম ফুলিয়ে থাকে,কি করবো?

ব্যাখ্যাঃ কোন বিস্তারিত তথ্য নাই,বুঝার কোন উপাই নাই কি উপদেশ দিয়া যাবে! আর অনেককে প্রশ্ন করে অপেক্ষা করতে হয়,কারন তিনি ঠিকমত খেয়াল করেননি।!

২) আমার কবুতরের খাওয়া দাওয়া কমে গেছে, কি করবো?

ব্যাখ্যাঃ কোন বিস্তারিত তথ্য নাই,কারও সাধ্য নাই,কি বলবে!

৩) আমার কবুতর পানি পায়খানা করছে, কি করবো?

ব্যাখ্যাঃ কি ধরনের কোন নির্দেশনা নাই!

৪) আমার কবুতর গোসল দিবার পর ঝিমাচ্ছে, কি করবো?

ব্যাখ্যাঃ খুবই স্বাভাবিক, তারপরও মানুষ ঔষধ দিয়ে বসে!

৫) আমার কবুতর পাতলা পায়খানা করছে/ঠাণ্ডা লাগেছে অ্যান্টিবায়টিক দিচ্ছে কিন্তু কোন কাজ হচ্ছে না, কি করবো?

ব্যাখ্যাঃ যদিও অ্যান্টিবায়টিক এই ধরনের রোগে কোন কাজ করে না তারপরও দেয়া হয়!
এছাড়াও অ্যান্টিসেপ্তিক ঔষধ কোথায় পাওয়া যায়, হোমিও কোথাই পাওয়া যায়।
এই ধরনের নানা অনর্থক নানা প্রশ্ন দেখা যায়। আমরা ছোট বেলাই পরেছিলাম “গ্রন্থগত বিদ্যা আর পরহস্থে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।”

যেকোনো রোগের প্রশ্ন জিজ্ঞাস করলে। যে ব্যাপারে সজাগ থাকতে হবে, বা যেকোনো প্রশ্ন জিজ্ঞাস করার আগে কিছু তথ্য দিলে ভাল হয়,কি সেগুলোঃ

১) সমস্যা কয়দিনের?
২) পায়খানা কেমন রঙ এর?
৩) কিছু প্রাসঙ্গিক তথ্য… রোগ সম্পর্কিত, কোন ভিতামিন,বা ঔষধ দিয়া হইছিল কিনা?
৪) মুখে ঘা আছে কিনা, কোন গন্ধ আছে কিনা? খাওয়া দাওয়া করে কিনা? ইত্যাদি

আমি বিভিন্ন সময়ে পোস্ট/কেস স্টাডি এর সাথে PMV(প্যারামক্সি ভাইরাস) ও ডিপথেরিয়া রোগ নির্ণয় ও তার প্রতিকার সম্পর্কে বলেছিলাম। যদিও সবাই প্যারামক্সি ভাইরাস কেউ বেশী গুরুত্ত দেন, আর সে ব্যাপারে যত তোড়জোড় করেন, কিন্তু দুর্ভাগ্য জনক হলেও সত্য যে ডিপথেরিয়া কে নিয়ে এমন কোন ব্যাবস্থা দেখা যায় না। যদিও আমাদের দেশে PMV(প্যারামক্সি ভাইরাস) যত কবুতর মারা যায় তার থেকেও বেশী কবুতর মারা যায় ডিপথেরিয়া নামক রোগে যদিও কিছু লোক এগুলো কে PMV(প্যারামক্সি ভাইরাস)বলে চালিয়ে দেন। কিন্তু সেগুলো আসলে প্যারামক্সি ভাইরাস না। এই দুইটা রোগের বাইরেও আরেকটি নিরব ঘাতক আছে কবুতরের সেটা হল ম্যালেরিয়া। আর এই সকল রোগের পোস্ট পর্যায় ক্রমে দিবার খুবই ইচ্ছে ছিল, কিন্তু নকল বাজ লকদফের কারনে বন্ধ করে দিয়েছি। আর এই সকল রোগের বর্ণনা আমার বইয়ে থাকবে (ইন শা আল্লাহ)। আসুন এই রোগ নির্ণয়ে বা রোগ জিজ্ঞাসার আগে নিজেকে তৈরি করে নিই।

১) আপানর কবুতরের কি ঘাড় বা অন্য কোন অঙ্গ অবস ?
২) আপানর কবুতরের কি মুখে গন্ধ আছে?
৩) খাবার বা পানি খেলে কি মুখ নাক দিয়ে বের হয়ে আসে?
৪) গা বা শরীর গরম বা ঠাণ্ডা?
৫) পায়খানা কি সবুজ সাদা?
৬) নাক দিয়ে সরদি ঝরে?
৭) মুখ দিয়ে কি ঘড় ঘড় শব্দ হয়?
৮) মুখে কি সাদা বা হলুদ ঘাআ আছে?
৯) চোখ কি ফুলে ও পানি ঝরে?
১০) নাক দিয়ে রক্ত পড়ে মাঝে মাঝে?

যদি এই সব প্রশ্ন মিলে যায় তাহলে, আপনার কবুতরের ডিপথেরিয়া হয়েছে, কোন সন্দেহ বা ভুল নাই। আর অনতিবিলম্বে চিকিৎসা শুরু করেন। আর ভাল হলেও চিকিৎসা বন্ধ করবেন না কারন এই রোগের চিকিৎসা ও রোগ পরবর্তী পথ্য অনেক বেশী জরুরি। আর এর আনুমানিক সময় ৩-৪ মাস লাগে। আপনার যদি আরও কিছু প্রশ্নের উত্তর খুজার চেষ্টা করুন, যেমনঃ

১) আপনার কবুতরের কি খাবার জমে থাকে পাকস্থলীতে?
২) আপনার কবুতরের কি মুখ দিয়ে গরম পানি বের হয় চাপ দিলে বা এমনিতে?
৩) আপনার কবুতরের কি গা গরম থাকে আর বসে থাকে চুপ করে?
৪) আপনার কবুতর কি কাঁপে?
৫) বুকের হাড্ডির নিচে কি প্রচুর খুস্কি?
৬) লোম ফুলিয়ে বসে থাকে?
৭) উরতে গেলে কি হাপিয়ে যাই বা বেশী উড়ে না?
৮) কবুতরের ঠোঁট কি ফ্যাঁকাসে সাদা যা গলাপি ভাব নাই বা সুকন সাদা সাদা ভাব লেগে থাকে?
৯) কবুতরের গায়ে কি মাছি আছে?

যদি এই সকল প্রশ্নের উত্তর পান তাহলে আপনার কবুতরের মাল্যারিয়া হয়েছে। আর এটা ৭-৮ সপ্তাহ আপনাকে সময় দিতে হবে সুস্থ হতে। আর এগুলো শুধু তখনি সম্ভব যখন আপনি আপনার কবুতরের খামারে সময় দিবেন। তাদের আচার আচরন লক্ষ্য করবেন। এখানে আমি রোগের কোন চিকিৎসা ব্যাবস্থা দিলাম না, কারন এগুলো খুবই স্পর্শ কাতর ঔষধ তাই এগুলর যেমন ইচ্ছে ব্যাবহার ঠিক না। একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, এই সব রোগের চিকিৎসা ৫-৭ দিনে সম্ভব না, তাই ২ দিনে এর ফলাফল আশা করবেন না। কারন কিছু লোক অল্পতেই তাদের আশা হারিয়ে ফেলেন, তারা ২-৩ দিনেই ফলাফল চান। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আপনার কবুতর গুলো কে কি ঔষধ দিচ্ছেন আর কার উপদেশে দিচ্ছেন সেটা একটা বিবেচনার বিষয়। আপনি যদি সাল্মনেল্লা জন্য ercot or cosmix plus দেন তাহলে আর বলার কিছুই নাই। তাই এখনি আপনার সঠিক সময় আপনার কবুতরের সঠিক চিকিৎসা করার। একটু ঠাণ্ডা মাথাই চিন্তা করুন ও তারপর চিকিৎসা শুরু করুন। একটু চিন্তা করুন আপনার এটা হলে আপনি কি ঔষধ খেতেন। তাহলেই আপনার সঠিক সমাধান পেয়ে যাবেন। আল্লাহ্‌ আমাদের সবাই কে সঠিক জ্ঞান দান করুন। (আমীন)

28/04/2021

Information post

Yellow tail English fantail
18/04/2021

Yellow tail English fantail

মলের মাধ্যমে কবুতর অসুস্থতা শনাক্তকরণ পদ্ধতি:পাখি অসুস্থতা গোপন করার চমৎকার ঊপায় জানে, কিন্তু আপনার কাছে তা এড়াবে না ক...
17/04/2021

মলের মাধ্যমে কবুতর অসুস্থতা শনাক্তকরণ পদ্ধতি:

পাখি অসুস্থতা গোপন করার চমৎকার ঊপায় জানে, কিন্তু আপনার কাছে তা এড়াবে না কারণ আপনার পাখির ড্রপ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি অসুস্থ যা গোড়ার দিকে সূচক এক হতে পারে। আপনার পাখি এর মল-কম্পোনেন্ট বা উপাদান, মূত্র কম্পোনেন্ট বা উপাদান এবং ইউরিক অ্যাসিড কম্পোনেন্ট উপাদান আছে। তিনটি উপাদানের যে কোন পরিবর্তনের গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত এবং যা আপনার পাখি অসুস্থ ইঙ্গিত হতে পারে।

আপনার p**p ট্রে এর একটি অংশ হিসাবে , আপনি আপনার পাখি এর খামাড় এলাকা এবং cloaca(পেছন পাশ) , বা পেশী উপর নজর রাখতে পারেন। যদি খামাড় এলাকা সবসময় পরিষ্কার ও শুকনো থাকতে হবে এবং cloaca কোন বিজোড় growths সঙ্গে মোটামুটি অভেদ্য থাকে । এক্ষেত্রে যদি আর্দ্রতা এলাকায় জট পাকানো stools বা অতিরিক্ত টিস্যু থাকে তাহলে অবিলম্বে চিকিত্সা করাতে হবে।

অস্বাভাবিক কবুতর মল :

১) বর্ধিত আকার।(যদিও ডিমে তাআ দিয়া মাদী কবুতর ডিম থেকে উঠে বেশী পরিমান মল করতে পারে।)
২) ভারী , তৈলাক্ত মল বা আমাশা ভাব।
৩) সবুজ আভা বা Discolored বা ঘন সবুজ, খাকীi থেকে যে কোনো রঙ হতে পারে।
৪) প্রায়ই ভিজা হয়।
৫) সাধারণত গন্ধ বহন করে।
৬) আলগা মল ( মানসিক চাপ, রোগ, অথবা নির্দিষ্ট খাবার কারণেও হতে পারে।), অথবা undigested বীজ ধারণ করে ফোঁটা ফোঁটা করে রোগের চিহ্ন হতে পারে। এছাড়াও মল এর রং পরিবর্তন হতে পারে।

স্বাস্থ্যকর বার্ড মল :

১. অল্প ও সংগে সাদা সাদা অংশ।
২. সাধারণত এটি সংযুক্ত একটি ডাউন পালক আছে.
৩. এটি পার্শ্ববর্তী অংশে কোন ভিজা কোন চিহ্ন থাকবে না।
৪. কোন গন্ধ থাকবে না।

আপনার পাখি এর মল এ ১) মল উপাদানঃ ২) প্রস্রাব উপাদানঃ ও ৩) ইউরিক অ্যাসিড উপাদানঃ এই তিনটি উপাদান থাকবে। তিনটি উপাদানের যে কোন একটির পরিবর্তনের আভাস গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত যা আপনার পাখির অসুস্থ হবার ইঙ্গিত হতে পারে।

সবচেয়ে মল তিনটি উপাদান.

১) মল উপাদানঃ

মল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল নালীর থেকে আসে এবং সাধারণত একটি সবুজাভ দড়ি বা blob বা ক্ষুদ্র বড়ির মত হয়। পাখি এর ফোঁটা ফোঁটা এই অংশ এর খাদ্য দ্বারা প্রভাবিত হয় এবং আমূল খাদ্যাভ্যাসে পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে । শাকসবজি stools সবুজবর্ণ হতে পারে যখন উদাহরণস্বরূপ, গ্রিত stools লাল করতে পারে। কিছু বাণিজ্যিক খাদ্য মধ্যে Colorants এছাড়াও stools রং পরিবর্তন করতে পারে। রঙ পরিবর্তন প্রায়ই অপ্রাসঙ্গিক, কিন্তু stools কালো হয়ে বা একটি শক্তিশালী বা অস্বাভাবিক গন্ধ থাকে তাহলে পাখি মালিকদের উদ্বিগ্ন হওয়া উচিত।

মল মধ্যে বা F***s ( কঠিন নলাকার অংশ)
• ব্ল্যাক/ কালো অথবা Tar মত: পুরাতন রক্ত নির্দেশ করে থাকে। অভ্যন্তরীণ রক্তপাত বা অভ্যন্তরীণ আঘাত যার ফলে যে সম্ভাব্য পাকস্থলিতে কিছু গ্রহণ করার পর।

• বর্ধিত Urates বা বেশী পরিমান সাদা অংশঃ Bacillary diseases, Dehydration বা সম্ভব কিডনি সমস্যা ( dehydration ভুগছেন এমন পাখি তাদের চোখের চারপাশে crinkly চামড়া থাকতে পারে dehydration নির্ণয় আরেকটি উপায় হল । তাদের চামড়া চিম্টি হয় নিরূদ চামড়া অর্থাৎ চামড়া চিমটি দিলে কয়েক সেকেন্ডের জন্য tented থাকবে। )

• মটর সবুজ: যকৃতের ক্ষতি করা বা শাল্মনিল্লা রোগ।
• সাদা বা ক্লে রঙ: অগ্ন্যাশয় বা পরিপাক সমস্যা।
• সবুজাভ বা Greyish Watery মল বা হলুদ :ককসিডিওসিস , আমাশা ইত্যাদি সম্ভাবনা ।
• ডেলা-পাকানো বা হজম করা হয় নাই এমন Undigested খাদ্য: অসম্পূর্ণ হজম, Giardia , hypermotile intestine ইত্যাদি রোগ সভাবনা।

মনে রাখতে হবে অনেক সময় কিছু খাবার আছে, যার কারনেও মল এর রং বিভিন্ন হতে পারে। যেমনঃ রেজা, গ্রীন পিস, মাস কলায় ইত্যাদি আবার গ্রিত এর কারনে লাল হতে পারে এবং এই অবস্থায় কখনও অ্যান্টিবায়টিক বা অন্য কোন ঔষধ দিয়া ঠিক না।

13/04/2021
Eye drop.mosquito bites.
31/03/2021

Eye drop.mosquito bites.

কিছু রোগ সম্পর্কে কিছু সতর্কতাযেমনঃ১) আমার কবুতর লোম ফুলিয়ে বসে থাকে বা লোম ফুলিয়ে থাকে,কি করবো?ব্যাখ্যাঃ কোন বিস্তারিত ...
30/03/2021

কিছু রোগ সম্পর্কে কিছু সতর্কতা

যেমনঃ
১) আমার কবুতর লোম ফুলিয়ে বসে থাকে বা লোম ফুলিয়ে থাকে,কি করবো?

ব্যাখ্যাঃ কোন বিস্তারিত তথ্য নাই,বুঝার কোন উপাই নাই কি উপদেশ দিয়া যাবে! আর অনেককে প্রশ্ন করে অপেক্ষা করতে হয়,কারন তিনি ঠিকমত খেয়াল করেননি।!

২) আমার কবুতরের খাওয়া দাওয়া কমে গেছে, কি করবো?

ব্যাখ্যাঃ কোন বিস্তারিত তথ্য নাই,কারও সাধ্য নাই,কি বলবে!

৩) আমার কবুতর পানি পায়খানা করছে, কি করবো?

ব্যাখ্যাঃ কি ধরনের কোন নির্দেশনা নাই!

৪) আমার কবুতর গোসল দিবার পর ঝিমাচ্ছে, কি করবো?

ব্যাখ্যাঃ খুবই স্বাভাবিক, তারপরও মানুষ ঔষধ দিয়ে বসে!

৫) আমার কবুতর পাতলা পায়খানা করছে/ঠাণ্ডা লাগেছে অ্যান্টিবায়টিক দিচ্ছে কিন্তু কোন কাজ হচ্ছে না, কি করবো?

ব্যাখ্যাঃ যদিও অ্যান্টিবায়টিক এই ধরনের রোগে কোন কাজ করে না তারপরও দেয়া হয়!
এছাড়াও অ্যান্টিসেপ্তিক ঔষধ কোথায় পাওয়া যায়, হোমিও কোথাই পাওয়া যায়।
এই ধরনের নানা অনর্থক নানা প্রশ্ন দেখা যায়। আমরা ছোট বেলাই পরেছিলাম “গ্রন্থগত বিদ্যা আর পরহস্থে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।”

যেকোনো রোগের প্রশ্ন জিজ্ঞাস করলে। যে ব্যাপারে সজাগ থাকতে হবে, বা যেকোনো প্রশ্ন জিজ্ঞাস করার আগে কিছু তথ্য দিলে ভাল হয়,কি সেগুলোঃ

১) সমস্যা কয়দিনের?
২) পায়খানা কেমন রঙ এর?
৩) কিছু প্রাসঙ্গিক তথ্য… রোগ সম্পর্কিত, কোন ভিতামিন,বা ঔষধ দিয়া হইছিল কিনা?
৪) মুখে ঘা আছে কিনা, কোন গন্ধ আছে কিনা? খাওয়া দাওয়া করে কিনা? ইত্যাদি

আমি বিভিন্ন সময়ে পোস্ট/কেস স্টাডি এর সাথে PMV(প্যারামক্সি ভাইরাস) ও ডিপথেরিয়া রোগ নির্ণয় ও তার প্রতিকার সম্পর্কে বলেছিলাম। যদিও সবাই প্যারামক্সি ভাইরাস কেউ বেশী গুরুত্ত দেন, আর সে ব্যাপারে যত তোড়জোড় করেন, কিন্তু দুর্ভাগ্য জনক হলেও সত্য যে ডিপথেরিয়া কে নিয়ে এমন কোন ব্যাবস্থা দেখা যায় না। যদিও আমাদের দেশে PMV(প্যারামক্সি ভাইরাস) যত কবুতর মারা যায় তার থেকেও বেশী কবুতর মারা যায় ডিপথেরিয়া নামক রোগে যদিও কিছু লোক এগুলো কে PMV(প্যারামক্সি ভাইরাস)বলে চালিয়ে দেন। কিন্তু সেগুলো আসলে প্যারামক্সি ভাইরাস না। এই দুইটা রোগের বাইরেও আরেকটি নিরব ঘাতক আছে কবুতরের সেটা হল ম্যালেরিয়া। আর এই সকল রোগের পোস্ট পর্যায় ক্রমে দিবার খুবই ইচ্ছে ছিল, কিন্তু নকল বাজ লকদফের কারনে বন্ধ করে দিয়েছি। আর এই সকল রোগের বর্ণনা আমার বইয়ে থাকবে (ইন শা আল্লাহ)। আসুন এই রোগ নির্ণয়ে বা রোগ জিজ্ঞাসার আগে নিজেকে তৈরি করে নিই।

১) আপানর কবুতরের কি ঘাড় বা অন্য কোন অঙ্গ অবস ?
২) আপানর কবুতরের কি মুখে গন্ধ আছে?
৩) খাবার বা পানি খেলে কি মুখ নাক দিয়ে বের হয়ে আসে?
৪) গা বা শরীর গরম বা ঠাণ্ডা?
৫) পায়খানা কি সবুজ সাদা?
৬) নাক দিয়ে সরদি ঝরে?
৭) মুখ দিয়ে কি ঘড় ঘড় শব্দ হয়?
৮) মুখে কি সাদা বা হলুদ ঘাআ আছে?
৯) চোখ কি ফুলে ও পানি ঝরে?
১০) নাক দিয়ে রক্ত পড়ে মাঝে মাঝে?

যদি এই সব প্রশ্ন মিলে যায় তাহলে, আপনার কবুতরের ডিপথেরিয়া হয়েছে, কোন সন্দেহ বা ভুল নাই। আর অনতিবিলম্বে চিকিৎসা শুরু করেন। আর ভাল হলেও চিকিৎসা বন্ধ করবেন না কারন এই রোগের চিকিৎসা ও রোগ পরবর্তী পথ্য অনেক বেশী জরুরি। আর এর আনুমানিক সময় ৩-৪ মাস লাগে। আপনার যদি আরও কিছু প্রশ্নের উত্তর খুজার চেষ্টা করুন, যেমনঃ

১) আপনার কবুতরের কি খাবার জমে থাকে পাকস্থলীতে?
২) আপনার কবুতরের কি মুখ দিয়ে গরম পানি বের হয় চাপ দিলে বা এমনিতে?
৩) আপনার কবুতরের কি গা গরম থাকে আর বসে থাকে চুপ করে?
৪) আপনার কবুতর কি কাঁপে?
৫) বুকের হাড্ডির নিচে কি প্রচুর খুস্কি?
৬) লোম ফুলিয়ে বসে থাকে?
৭) উরতে গেলে কি হাপিয়ে যাই বা বেশী উড়ে না?
৮) কবুতরের ঠোঁট কি ফ্যাঁকাসে সাদা যা গলাপি ভাব নাই বা সুকন সাদা সাদা ভাব লেগে থাকে?
৯) কবুতরের গায়ে কি মাছি আছে?

যদি এই সকল প্রশ্নের উত্তর পান তাহলে আপনার কবুতরের মাল্যারিয়া হয়েছে। আর এটা ৭-৮ সপ্তাহ আপনাকে সময় দিতে হবে সুস্থ হতে। আর এগুলো শুধু তখনি সম্ভব যখন আপনি আপনার কবুতরের খামারে সময় দিবেন। তাদের আচার আচরন লক্ষ্য করবেন। এখানে আমি রোগের কোন চিকিৎসা ব্যাবস্থা দিলাম না, কারন এগুলো খুবই স্পর্শ কাতর ঔষধ তাই এগুলর যেমন ইচ্ছে ব্যাবহার ঠিক না। একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, এই সব রোগের চিকিৎসা ৫-৭ দিনে সম্ভব না, তাই ২ দিনে এর ফলাফল আশা করবেন না। কারন কিছু লোক অল্পতেই তাদের আশা হারিয়ে ফেলেন, তারা ২-৩ দিনেই ফলাফল চান। আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আপনার কবুতর গুলো কে কি ঔষধ দিচ্ছেন আর কার উপদেশে দিচ্ছেন সেটা একটা বিবেচনার বিষয়। আপনি যদি সাল্মনেল্লা জন্য ercot or cosmix plus দেন তাহলে আর বলার কিছুই নাই। তাই এখনি আপনার সঠিক সময় আপনার কবুতরের সঠিক চিকিৎসা করার। একটু ঠাণ্ডা মাথাই চিন্তা করুন ও তারপর চিকিৎসা শুরু করুন। একটু চিন্তা করুন আপনার এটা হলে আপনি কি ঔষধ খেতেন। তাহলেই আপনার সঠিক সমাধান পেয়ে যাবেন। আল্লাহ্‌ আমাদের সবাই কে সঠিক জ্ঞান দান করুন। (আমীন)

কবুতরের ঔষধ যা মজুত রাখা জরুরি:আমাদের কবুতর সেক্টরে আমদানিকারকদের কে বেশী দায়ী করা হয়। এই সেক্টরের এই অবস্থার জন্য, কিন্...
25/03/2021

কবুতরের ঔষধ যা মজুত রাখা জরুরি:

আমাদের কবুতর সেক্টরে আমদানিকারকদের কে বেশী দায়ী করা হয়। এই সেক্টরের এই অবস্থার জন্য, কিন্তু প্রকৃত পক্ষে যদি বিচার করি তাহলে ঘটনাটা অন্য জায়গায়। আমরা লক্ষ টাকা দিয়ে কবুতর কিনি, কিন্তু কুড়ি টাকা দিয়ে ঔষধ কেনা হয় না। আমরা হাজার টাকা দিয়ে খাঁচা বানায়, কিন্তু ১০ টাকা দিয়ে ফিডার তৈরি করা হয় না! শত টাকা দিয়ে মিক্স খাবার কেনা হয় কিন্তু বিনা খরচে সামান্য বিশুদ্ধ পানির ব্যাবস্থা করা হয় না।

আমরা কোথা থেকে? কার কাছ থেকে কবুতর কিনব? আর কার কাছ থেকে কিনব না? সেটা নিয়ে হাজার বার চিন্তা করি ! কিন্তু কার কাছ থেকে চিকিৎসা বা ঔষধের উপদেশ নিতে হবে সেটা নিয়ে মাথা ঘামাই না। মনে করি একটা ঔষধ দিলেই তো হল। রিং ছাড়া ভাল কবুতর কিনতে মন সাই দেয় না আর রিং এর খারাপ কবুতর পেলে ছাড়তে মন চায় না। আমরা যে রকম মাথা ঘামায় কবুতর পালার জন্য তার ১০% মাথা যদি ঘামাতাম এর নিরাপত্তার জন্য তাহলে হয়ত, এই সেক্টরের ঘটনা প্রবাহ অন্য রকম হত।

আল্লাহ্‌ আমাদের সকলকে এই লক্ষে কাজ করার তৌফীক দান করুন, আমীন।
কবুতর পালার আগে এর প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস ও অ্যান্টিবায়টিক এর ব্যাবস্থা করতে হয়। কারন আপনি জানেন না আপনি আজ যে কবুতর টাকে আপনার খামারে এই মাত্র প্রবেশ করালেন, কালকে সেটা সুস্থ থাকবে। আর আপনি যখন খেয়াল করলেন আপনার কবুতর টা অসুস্থ হচ্ছে তখন আপনার কাছে তার প্রয়োজনীয় ঔষধটির ব্যাবস্থা করতে আরও ১৬-১৭ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে। আমি এমন অনেক কবুতর খামারি কে দেখেছি যে, ঔষধ প্রয়োগ করতে ২-৩ দিন সময় নিচ্ছেন। এ রকম হওয়া কি আসলেই ঠিক? আমার মনে হয় না। আর এ জন্য আমাদের কিছু সঠিক পদক্ষেপ নিতে হবে আর সেটা এখনই না হলে কখনও নয়।
যে সকল ঔষধ ভিটামিন ও মিনারেলস আপনাকে সব সময় মজুত রাখা দরকার তার কিছু বর্ণনা নিন্মে দিয়া হলঃ
1) অ্যান্টিবায়টিকঃ(Antibiotic)
Doxivet (Doxicycilin Group), ESB3 30%, Cosumix Plus, Orasik K Suspension(Penicillin Group), Zimax Suspension(azithromycin Group) or Cemonid(Erithromycin +3 type antibiotic combination) or Erocot (Erithromycin +3 type antibiotic combination)or Erosen (Erithromycin +3 type antibiotic combination)or Micronid (Erithromycin +3 type antibiotic combination)or 4 in 1(Erithromycin +3 type antibiotic combination), Flagyl syrup(metronidazole),MP Coli(Korea), Sultrik Powder, Cotrim-Vet® Suspension etc

2) খাদ্যপ্রান ও খনিজ সম্পুরক উপাদান/ভিটামিন ও মিনারেলসঃ(Vitamins and minerals supplement)
All Vit MA(Germany), Maxi forte(Italy),Amino Vit(Vietnam),Power Vit(Netherland),Vitamino(France) Max grower(India) , Rena Cal P Suspension,Rena Ws, DB-Vitamin® Powder(Square)

3) খনিজ সম্পুরক উপাদান/মিনারেলস(ডিমের জন্য)(minerals supplement for Egg)
Bio Egg Formula(Vietnam), Hipra oxivet Egg Formula(Spain),Eggshell Tmo Powder(Renata), Alkosel Powder(Square),

4) সাল্মনিল্লা প্রতিরোধক ঔষধঃ (Salmonella prevention Medicine)
Shafi(Hamdard), Febnil(Hamdard) & Marbelus(Hamdard)

5) ভিটামিন বি মিক্সঃ (B Complex)
All Pressure B Complex(Spain), B Comvit, Becevit-Vet® Powder,Rena B+C, Biovit,Toxinil Etc

6) ক্যালসিয়ামঃ(Calcium Supliment)
Low Phos,Calcium Forte(Netherland & India), Calplex® Liquid (Germany), Cal-P® Powder (Square) Sancal P(Novartis)

7) অ্যামিনো অ্যাসিডঃ (Amino Acid)
Hiprachock (spain), chick tonic(Spain)

8) স্যালাইনঃ(Saline)
Electrolyte Plus(Singapore), Glucolite, Renalyte Powder, Electromin® Powder(Square)

9) লিভার টনিকঃ
Icturn(Hamdard), Karmina(Hamdard), Cinkara(Hamdard), Goliver(Vet made in Netherland)
10) প্রবায়টিকঃ (Probiotic)
Biolact® Bolus (probiotic from Square) , Guardizen -M(Korea), Allakuli(Hamdard)

11) হজমি ঔষধঃ(Digestive medicine)
All Enzyme(UK), Auto Anzyme, Stomaplex-Vet® Powder,

12) সিরকাঃ (Vinegar)
Bragg Organic(Unfiltered Made In USA ), Heinz(Filtered Made in USA)

13) জিবানুমুক্ত কারী ঔষধঃ (Antiseptic Medicine)
Povisep, Povisef Cream, Salvlon Cream, Callendulla cream(Homio), Brolin(India),Viola 2% Etc
14) কৃমির ঔষধঃ (Worm Medicine)
Wormazole, Avinex, Bio De wormer, Panacure ETC

15) জীবাণু মুক্ত করন স্প্রেঃ(Anti Germs Spray)
Temson, Virocid, Vircon S, Farm 30 ETC

16) পানি শোধন ঔষধঃ (Water Purifier)
Si Chlor T Tablet(Korea), Hello Tab

17) কবুতরের ভ্যাক্সিন বা টীকাঃ (Killed Vaccine For Pigeons)
A)chevivac-P200 Vaccine B) Colombovac PMV Vaccine C) Avian PMV vaccine (D)Nobilis Paramoxo Vaccine etc

18) হোমিওঃ (Homeopathy)
Original Germany BT
1)Belodona 30, (2) Borax 30, (3) Tiberculinum 30 (4) Ipicac 30 (5) hypericum 200 (6) Kali Mur 6x (7) kali Phos 6x (8) Arnica mont 30 (9) Calendulla mother (10) Palsetella mother (11) Nux Bhum 30 (12) EUPOTORIUM PERFO 30 (13) Calceria Curb 30 (14) Baptesia 30 (15) Baryta Curb 30 etc

এ করবুতরের ওষুধ গুলো সব আপনাকে কিনতে হবে এমন কোন কথা নাই। কিন্তু অ্যান্টিবায়টিক গুলো ঘরে রাখা ভাল, দ্বিতীয়ত আপনি ঔষধ বা ভিটামিন ও মিনারেলস যেটাই কেনেন, এর সংরক্ষণ এর দিকে খেয়াল রাখবেন। অনেকেই আছেন যারা প্যাকেট খুলে সাধারন ভাবে আটকে রেখে দেন এতে বাতাস প্রবেশ করে এর গুনাগুন নষ্ট করতে পারে। ঔষধ বা ভিটামিন সংরক্ষণ এর সবচেয়ে ভাল উপায় হল, রঙিন বা অস্বচ্ছ Air Tight বৈয়াম বা অধাতু পাত্রে রাখলে বেশী দিন টিকে, আর লোকাল ভিটামিন এর ও মিনারেলস এর প্রয়োগের দিকে খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় এগুলো ১৫ দিন বা ১ মাস পরে প্রয়োগ করলে কবুতর হলুদ বা পাতলা পায়খানা করতে থাকে। এ রকম অবস্থা হলে বা ভিটামিন জমাট বেধে গেলে বা ভিজে গেলে প্রয়োগ থেকে বিরত থাকবেন। এমন না হয় ১-২০০ টাকার জন্য আপনার পছন্দের জিনিষ টিকে হারাতে না হয়। সাধারণত ভিটামিন মিনারেলস ও স্যালাইন ১২ ঘণ্টা পর্যন্ত তৈরির পর প্রয়োগ করা যায় বা রাখা যায়। কবুতরে ক্রিমির ঔষধ বেশীক্ষণ রাখা যায় না কারন ডোজ এর মাত্রা বেড়ে যেতে পারে। হোমিও ঔষধ প্রয়োগ কালে সময় ২-৩ ঘণ্টার বেশী রাখলে এর গুনাগুন নষ্ট হয়ে যাবার সম্ভাবনা বেশী থাকে। যে কোন ভিটামিন ও মিনারেলস অবশ্যই ভাল পানিতে মিক্স করবেন, না হলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। অনেকেই মনে করেন বাচ্চা আছে যে সব কবুতর এর তাদের ভিটামিন ও মিনারেলস দিতে হয় না বা সাল্মনিল্লা কোর্স করান উচিত না আসলে এটা সঠিক না। এ সব ক্ষেত্রে আরও বেশী করে ভিটামিন ও মিনারেলস দিতে বা সাল্মনিল্লা কোর্স করাতে হয়। মনে রাখবেন ১০-১২ দিন পর্যন্ত কবুতর তাদের বাচ্চাদের সরাসরি কোন খাবার খাওয়াই না কর্প মিল্ক ছাড়া। আপনি যদি সত্যিকার কবুতর খামারি হন তাহলে কবুতরের ঔষধ সংগ্রহ এর ব্যাপারে অলসতা বা কৃপণতা করা উচিত না। অনেকেই আছেন যারা ভেট ঔষধ ও ভিটামিন এর বদলে মানুষেরটা দেবার চেষ্টা করেন। আপনি যদি ব্যাস্ত মানুষ হন, আপনার যদি ঔষধ সংগ্রহ করতে কষ্ট হয় তাহলে আপনি পার্সেল এর মাধ্যমে ঔষধ নিতে পারেন।

ভি ফার্মা মোবাইল ০১৭১৭৯২০৭১৮, আর তাও যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনাকে আমার অনুরোধ আপনার দু হাত জোড় করি বলি, আপনি এই সেক্টরের জন্য না। আর আপানাকে এই সেক্টরে দরকার নাই। অনুগ্রহ করে আপনি কবুতর পালতে চেষ্টা করবেন না। আমার খামারে অনেক বার এমন হয়েছে আমার ঔষধের মেয়াদ শেষ হয়ে গেছে আমি সেটা ফেলে দিয়েছি আবার সংগ্রহ করেছি। যাতে এমন না হয় যে, বিনা চিকিৎসাতে বা ঔষধ না পেয়ে বা ঔষধ দিতে দেরি করাতে আমার চোখের সামনে আমার ভালবাসার প্রাণীটা ছটফট করতে করতে মারা গেছে বা কোন সমস্যা হয়েছে। এই সেক্টরে যার যত বেশী সাধারন জ্ঞান আছে তিনি তত বেশী সফল খামারি। শুধু তাই নয় আপনি একবার ঠাণ্ডা মাথাতে চিন্তা করবেন যে, আপনি যার কাছ থেকে উপদেশ নিতেছেন সে কি আদৌ আপনাকে সঠিক বলতেছেন কিনা বা আপনি রোগ নির্ণয় করতেছে

Address

DC Road, Randhanimura Haziganj. Chandpur
Randhanimura

Alerts

Be the first to know and let us send you an email when SEA Pegion Loft BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SEA Pegion Loft BD:

Share