Dr. Maruf

Dr. Maruf Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Maruf, Veterinarian, Narayounpur Bajar, (Lolitnogor road) Godagari, Rajshahi.

10/12/2024

#শিক্ষামূলক

একটা হাতি আর একটা কুকুর একই সাথে
প্রেগনেন্ট হলো। ৩ মাসের ব্যবধানে কুকুরটি ৩টি ছানা প্রসব করলো। ৬ মাস পরে কুকুরটি আবার প্রেগনেন্ট হলো আর নয় মাস পরে এক ডজন বাচ্চা প্রসব করলো। এই ভাবে পালাক্রমে চলতেই থাকলো। ১৮ তম মাসে, কুকুরটি হাতিটিকে বললো, "বন্ধু তুমি কি নিশ্চিত যে তুমি প্রেগনেন্ট? আমরা একই সাথে প্রেগনেন্ট হয়ে ছিলাম,আমি এর মাঝে আমি ৩ বারে ডজন খানেক বাচ্চা প্রসব করেছি,আর সেগুলো এখন প্রাপ্ত বয়স্কও হয়ে গেছে, 😕 , কিন্তু তুমি এখনও প্রেগন্যান্ট"
মা হাতিটি উত্তর দিলো, আমার পেটে কুকুর ছানা না, হাতি ছানা বেড়ে উঠছে, আমি দুই বছর পর পর বাচ্চা প্রসব করি, যখন বাচ্চাটা পৃথিবীর মাটি স্পর্শ করে, পৃথিবীর মাটি বুঝতে পারে, যখন বাচ্চাটা বড় হয়ে রাস্তা পার হয়, লোকজন দাঁড়িয়ে অবাক হয়ে দেখে, যে বাচ্চাটা আমি পেটে ধারন করি, সেটা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায়।
গল্পটা এইজন্য বলা, যখন আসে পাশের মানুষের আশা পূরণ হতে দেখবেন, তাদের সফলতা দেখবেন, হতাশ হবেন না। নিশ্চয় সৃষ্টিকর্তা আপনার জন্য উপযুক্ত সময়ে উপযুক্ত সফলতা নির্ধারণ করে রেখেছেন, যখন আপনার জন্য বরাদ্দ সেই মুহূর্ত আসবে, পৃথিবী আপনার কাজের দিকে মুগ্ধ হয়ে থাকবে। অপেক্ষা করুন, লেগে থাকুন, পরিশ্রম করুন আর প্রার্থনা করুন। সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ।।।।

এসিআই ডিসিপি গোল্ড (ACI DCP GOLD) পাউডার একটি মিনারেল সমৃদ্ধ পুষ্টি প্রিমিক্স। ডিসিপি গোল্ডপা উডারের প্রধান উপাদান হলো ড...
27/11/2024

এসিআই ডিসিপি গোল্ড (ACI DCP GOLD) পাউডার একটি মিনারেল সমৃদ্ধ পুষ্টি প্রিমিক্স। ডিসিপি গোল্ডপা উডারের প্রধান উপাদান হলো ডাই ক্যালসিয়াম ফসফেট। এই ডাই ক্যালসিয়াম ফসফেটের সাথে অন্যান্য

দরকারি মিনারেল যুক্ত করে ঔষধ টি তৈরী হয়েছে।
Dicalcium Phosphate এ ২২% ক্যালসিয়াম ও ১৮% ফসফরাস থাকে।

ঔষধের নাম এসিআই ডিসিপি গোল্ড (ACI DCP GOLD) পাউডার
ঔষধের গ্রুপ মিনারেল সাপ্লিমেন্টস
ঔষধের ধরন পাউডার
মুল উপাদান ও পরিমান ডাই ক্যালসিয়াম ফসফেট- ৯০%
ম্যাগনেসিয়াম সালফেট- ২%
সোডিয়াম ক্লোরাইড- ৬%
ন্যানো জিংক অক্সাইড- ০.০২%
আয়োডিন, ক্যাসিন ও ফ্রুক্টো অলিগস্যাকারাইড- ০.০২%
ট্রেস ইলিমেন্ট – ১.৯৬%
উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই এনিমেল হেল্থ্য
বাজারজাতকারী প্রতিষ্ঠান ACI Animal Health
প্যাক সাইজ ১ কেজি ও ৫ কেজি
কাজ বা ব্যবহার নির্দেশনা গবাদিপশু:
ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব পুরন করে।
মিনারেল বা খনিজ উপাদানের অভাব পুরন করে।
গাভি গরুর দুধের উৎপাদন বৃদ্ধি করে।
প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে।
পোল্ট্রি:
ক্যালসিয়াম ও ফসফরাস ও মিনারেল বা খনিজ উপাদানের অভাব পুরন করে।
পিকা ও ঠোকরা ঠুকরি ক্যানাবলিজম রোগ দৃর করে।
ব্রয়লারের ওজন বৃদ্ধিতে সহায়তা করে।
মাছ:
মাছের মিনারেলের ঘাটতি পুরন করে।
ওজন বৃদ্ধি করে
ডোজ/প্রয়োগ মাত্রা/
ব্যবহারের নিয়ম পোল্ট্রি: ১-৫ কেজি প্রতি ১০০০ কেজি খাদ্যের সাথে।
ষাঁড় ও গাভী: ১৫ গ্রাম প্রতি ১০০ কেজি খাদ্যের সাথে।
ছাগল ও ভেড়া: ১ গ্রাম প্রতি ৫ কেজি দৈহিক ওজনের জন্য, খাদ্যের সাথে।
মাছ: ১-৫ কেজি প্রতি টন খাদ্যে।
১ কেজি প্যাকেট-
গবাদিপশিু, হাঁস মুরগি ও মাছের খাদ্যে ক্যালসিয়াম, ফসফরাস ও অন্যান্য মিনারেলের চাহিদা পুরনে প্রচুর ব্যবহার করা হয়।

গাভী বীজ না রাখার(কনসিভ না করার) কারনঃ_____________________________________  আমাদের দেশের বেশিরভাগ খামারি ভাইদের গাভীর ঋ...
22/11/2024

গাভী বীজ না রাখার(কনসিভ না করার) কারনঃ

_____________________________________
আমাদের দেশের বেশিরভাগ খামারি ভাইদের গাভীর ঋতু চক্র সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা সময়মতো গাভিকে বিজ দিতে ব্যর্থ হয় ফলে গাভী কনসিভ করে না। যদি খামারী ভাইয়েরা গাভির ঋতু চক্র সম্পর্কে ধারনা নিতে পারে তাহলে অনেকাংশে সফল হবে।

ঋতু চক্রের চারটি ধাপ রয়েছে
প্রথম টি Pro_ Estrous বা প্রস্তুতি পর্ব
দ্বিতীয় টি Estrous বা উত্তেজনা পর্ব
তৃতীয়টি - Meta_ Estrous কাম উত্তেজনা পর্ব
৪র্থ টি Di-Estrus নিষ্ক্রিয় পর্ব.

১.প্রস্তুতিপর্ব( pro-Estrous)ঃ

গাভী হিটে আসার তিন দিন পূর্ব থেকে খাওয়া-দাওয়া কম খাবে ঝিমানি ভাব থাকবে।গাভীর যোনি মুখ দিয়ে স্বচ্ছ পাতলা ঝিল্লি বের হবে।

২.যৌন উত্তেজনা পর্ব ( Estrous):

এই পর্ব ১ দিন স্থায়ী থাকে। আর আমাদের খামারি ভাইয়েরা বেশির ভাগ ক্ষেত্রে এই পর্বেই বিজ দিয়ে থাকেন যার ফলে সমস্যাটার জন্ম নেয় এখান থেকেই। এই পর্বে বিজ দিলে কন্সেপ্ট না করার হার ৯৮%.

লক্ষনঃ
* গাভি ঘন ঘন প্রসাব করবে
* অন্য গাভির উপর লাফিয়ে উঠবে
*অন্য গাভীর যৌনাঙ্গ শুকতে থাকবে।
* দুধ উৎপাদন কমে যাবে

৩. কামত্তোর পর্ব( Meta _ Estrous)ঃ
এটি খামারি ভাইদের জন্য স্বর্ন যুগ বা সঠিক সময়। এই পর্বের স্থায়িত্ব কাল ১থেকে ২দিন।এই পর্বেই বিজ দেয়ার সঠিক সময়। এই সময় বিজ দিলে কন্সেপ্ট করার হার ৯৯%. এই পর্বের প্রধান লক্ষন গাভীর যোনি পথ দিয়ে অনেক সময় রক্ত মিশ্রিত ঝিল্লি বের হয়। আপনি মনে রাখবেন আপনার গাভীর Estrous পর্ব দেখা দেয়ার ১২ ঘন্টা পর বিজ দিবেন।অর্থাৎ সকালে হিট আসলে বিকালে( ৫/৬) টায় বিজ দিবেন। যদি গাভিটি পুর্বে হিট মিছ করে থাকে তাহলে সেই গাভিকে অবশ্যই পরের দিন সকালে আবার বিজ দিবেন।

শেষ পর্ব( Diestrous) ঃ
এটি থাকে ১৫ দিন। যদি আপনার গাভিকে বিজ না দেন তাহলে গাভির জরায়ু থেকে বের হওয়া ডিম্বানু মারা যাবে এবং গাভির সমস্ত জনন অঙ্গ স্বাভাবিক হবে। এর পর কয়েক দিনের মধ্যে আবার সাইকেল বা চক্র শুরু হবে।
আপনার খামার সফল হোক, বিনিয়োগ নিরাপদ হোক !

যাদের ছাগল-ভেড়া কিংবা গরুর বাচ্চা পর্যাপ্ত মায়ের দুধ পায়না কিংবা কোন কারণে মা পশুটি মারা গেছে তারা এই Ekolac ( পাউডার...
17/11/2024

যাদের ছাগল-ভেড়া কিংবা গরুর বাচ্চা পর্যাপ্ত মায়ের দুধ পায়না কিংবা কোন কারণে মা পশুটি মারা গেছে তারা এই Ekolac ( পাউডার মিল্ক) নিতে পারেন।

খাওয়ানোর নিয়ম:- ৯৬০ml হালকা কুসুম গরম পানিতে 40 g Ekolac ভালো ভাবে মিশিয়ে খাওয়াতে হবে।

#যোগাযোগ :- মারুফ ভেটেরিনারি কর্নার
#মোবা:- ০১৭৫৩-৭৩০১৫১
নারায়ণ পুর বাজার, গোদাগাড়ী রাজশাহী।

Address

Narayounpur Bajar, (Lolitnogor Road) Godagari
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category