 
                                                                                                    23/08/2025
                                            "বিসমিল্লাহির রহমানির রাহিম "আলহামদুলিল্লাহ, অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে,   রাজশাহী  ব্রাদার্স  হাই ফ্লাইয়ার পিজন ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৯ /০৮/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার  "নিজ ক্লাবে" হাজরা পুকুর ডাবতলার মোরে  অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে সকল প্রতিযোগী ব্রাদার্স  ক্লাবে এন্টি গ্রহণ করেছিলেন, তাদের সকলকে উক্ত অনুষ্ঠানে  রাত্রি (৮:০০) ঘটিকার সময় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
রাজশাহী ব্রাদার্স  হাইফ্লায়ার পিজন ক্লাব এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  