Naogaon pejion accociatiom

Naogaon pejion accociatiom we love pejion so easy to can buy sell or exchange,,,

02/08/2024
02/08/2024

আপডেট: আতিকের জামিন হয়েছে।
ছবির এই ছেলেটা আমার ক্যাম্পাসের জুনিয়র। ওর নাম মো: আতিকুর রহমান। আতিকের মায়ের ভাষ্যমতে গত ২৫ জুলাই বিকাল চারটা নাগাদ প্রায় দেড় ঘণ্টা ধরে ওর ফোন চেক করার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত কোনো এক পোস্টকে কেন্দ্র করে পুলিশ ওকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে ওর নামে কেরানীগঞ্জ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মিথ্যে মামলা দিয়ে দেয়া হয়।

আতিক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপলাইড কেমেস্ট্রি এন্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তেরতম (ACCE-13) ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে থিসিসের কাজে ঢাকায় অবস্থিত BCSIR-এ গবেষণারত থাকায় ও ঢাকাতেই অবস্থান করছিল।

আমি আতিককে ব্যক্তিগতভাবে চিনি না। ওর সহপাঠী এবং পরিবারের সাথে কথা বলে বুঝলাম আতিক অত্যন্ত বিনয়ী এবং পরোপকারী একজন মানুষ। ভাঙ্গচুর এবং অগ্নিসংযোগের যে মামলা ওর নামে ওর নামে দেয়া হয়েছে সেগুলোর সাথে কখনোই ওর কোনো সম্পর্ক ছিল না। অবশ্য এগুলো বলার আর অপেক্ষাও রাখে না। পুরো দেশব্যাপীই এখন বিনা অপরাধে ধরপাকড় চলছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগামী রবিবার (০৪.০৮.২৪) আতিককে কোর্টে তোলা হবে। বিনা অপরাধে আটক এবং মিথ্যে মামলার নাটকের দিন শেষ হোক। আতিকসহ দেশব্যাপী আটককৃত নিরপরাধ সকল শিক্ষার্থীদেরকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক।


02/08/2024

Address

Naogaon
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naogaon pejion accociatiom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category