
08/01/2024
আসুন আমরা আমাদের পাখির খাদ্যাভ্যাস পাল্টাই।
পাখির সিডমিক্স এর দাম এখন সাধারন পাখালদের সাধ্যের বাহিরে চলে গেছে। সাধারন পাখি পালক তো দূরে থাক, অবস্থা সম্পন্ন পাখালদের ও দশ বার ভাবতে হচ্ছে বাজারে সিড/ সিডমিক্স কিনতে গেলে।তার উপর একটা পাচ্ছে তো আরেকটা নাই।সবই ভাউতাবাজি ব্যাবসায়ীদের। দেশের সার্বিক পরিস্থিতিতে যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাবসায়িরা মজুদ ব্যাবসায় পিছিয়ে নেই সেখানে পাখির খাবারের পাইকারেরা পিছিয়ে থাকবে কেনো? তার উপর নাই এলসি / আমদানি।একেবারে সোনায় সোহাগা।এজন্য আমাদেরই আমাদের পাখির খাদ্যাভ্যাস পরিবর্তন এর কোনো বিকল্প নেই।পাখির খাদ্যাভ্যাস থেকে আমরা সিড/ সিডমিক্স কে ৯০ ভাগ বয়কট করবো। সিড/ সিডমিক্স কে আমরা পাখির ট্রিট হিসেবে ব্যাবহার করবো।৯০ বাগ ব্যাবহার করবো সেদ্ধ/ভেজানো খাবার,শাকসবজি।ফলের কথা বল্লাম না কারন মানুষই এখন ফল খেতে পাড়ে না পাখি কে খাওয়াবে কিভাবে? তাছাড়া ফলে অতিরিক্ত প্রিজার্ভেটিভ/ কেমিক্যাল থাকার কারনে তা পাখির জন্য বিপদজনক হতে পাড়ে।
একটা পাখির জন্য দিনে ৩ বেলা হিসেবে কতোটুকু খাবার সারাদিন যথেষ্ট জানেন?
যদি বক্স এ বেবি না থাকে তবে।সাইজ অনুযায়ী -
বাজরিগার /ফিঞ্চ- প্রতি বেলায় ১ চা চামচ।
লাভবার্ডস /ককাটিয়েল /কুনুর/রিংনেক - প্রতি বেলায় ১ টেবিল চামচ।
মেকাও/ ককাটু ও অন্যান্য লার্জ প্যারট - প্রতি বেলায় ২ টেবিল চামচ।
বলতে পাড়েন একি ফইন্নি খাবার চার্ট!!!😆😆😆😜😜
এটা আমার নিজ অভিজ্ঞতা ও এর পেছনে প্রেকটিক্যাল কারন বলি।বন্য পাখি খোলা যায়গায় প্রচুর ফিজিক্যাল একটিভিটি করে খাবার পায় সিমিত ও বছরে ১/২ বারের বেশি ব্রিড করে না। বিপরিতে আমাদের খাচার এক্সোটিক পাখি ফিজিক্যাল একটিভিটির যায়গা পায় কম, গামলা ভরে সিডমিক্স পায়। খায় বেছে বেছে তেল যুক্ত সিড ফলে সহজেই অসুস্থ হয়।উপরন্তু আমরা এক্সোটিক পাখি দিয়ে বছরে ২/৩/৪ বার বেবি নেই।আমার অতীত অভিজ্ঞতায় ব্রিডিং ও রেস্টিং সিজনে পাখিকে পরিমিত ও সুসম খাবার দিয়ে পাখিকে ফিট/সুস্থ ও বেস্ট ব্রিডিং রেজাল্ট পেয়েছি।
আবারও বলছি, পাখি পালন অব্যাহত রাখতে চাইলে এখন থেকেই আপনার পাখিদের সেদ্ধ/ ভেজানো খাবার,শাক- সবজি খাওয়ানোর অভ্যাস করুন নতুবা সিড মিক্সের যে ডাকাতি শুরু হয়েছে তাতে আপনার পাখি পালার শখের The End হয়ে যাবে শিগ্রই।ইনশাআল্লাহ পরবর্তী পোস্টে সিড/ সিডমিক্স এর চেয়ে কম খরচে কি কি সাস্থ সম্মত ও সহজপাচ্য খাবার পাখিকে দিতে পাড়েন তার একটা বিস্তারিত ধারনা আমার অভিজ্ঞতা থেকে দেয়ার চেষ্টা করবো। আমার জন্য দোয়া কামনা করছি।