Vet point

Vet point This page is a media to contact with us. we are veterinarian, we are here to help your animals and yo

For Mymensingh Programme : mass vaccination and Medical camp for Animals Place: Shilpacharya Zainul Abedin park, Mymensi...
04/12/2025

For Mymensingh

Programme : mass vaccination and Medical camp for Animals

Place: Shilpacharya Zainul Abedin park, Mymensingh.
Time: 10 am to 4 pm ( 6 dec 2025)

Organized by: Humane paws Initiative
Technical support : Vet point

বেশ উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিছু যায়গায় প্রাণির প্রতি বর্বর আচরণ করা হচ্ছে। আমরা এখন আগের চেয়ে অনেক সচেতন এবং সংঘবদ্ধ ...
05/11/2025

বেশ উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিছু যায়গায় প্রাণির প্রতি বর্বর আচরণ করা হচ্ছে। আমরা এখন আগের চেয়ে অনেক সচেতন এবং সংঘবদ্ধ এই ব্যাপারে৷ যদি কেউ হাতেনাতে ধরা পরেন তবে উপযুক্ত শাস্তির জন্য প্রস্তুত থাকবেন। প্রাণির প্রতি জুলুম করবেন এবং ধরা পরলে মানসিক রোগী সাজবেন সেটা হবে না৷

সম্প্রতি বগুরা এবং ধানমন্ডি র ঘটনা আমাদের অবাক করে দিয়েছে ২০২৫ এ আছি নাকি ১০২৫ এ আছি বুঝতে পারছি না। মানুষের সাথে যে প্রাণির সবচেয়ে ভালো বন্ধুত্ব তার প্রতি বার বার কেনো এরকম নিষ্ঠুরতম আচরণ!!

এবার আমরা আইনের প্রয়োগ চাই। পুলিশ তদন্তে নেমেছে যারা এর সাথে জড়িত দ্রুত তাদের বিচার দাবী করছি

 বিড়ালের যে Haert attack হতে পারে এটা হয়ত অনেকেই বিশ্বাস করবে না। তবে এটা তাদের ক্ষেত্রেও সম ঝুকিপূর্ণ যেমন টা মানুষে।He...
26/10/2025



বিড়ালের যে Haert attack হতে পারে এটা হয়ত অনেকেই বিশ্বাস করবে না। তবে এটা তাদের ক্ষেত্রেও সম ঝুকিপূর্ণ যেমন টা মানুষে।

Heart Attack যেকোন সময় একটা সুস্থ্য স্বাভাবিক ক্যাট এর জীবন কেড়ে নিতে পারে। তাই এই বিষয়ে সচেতন থাকা জরুরি।

কিভাবে বোঝা যাবে যে আপনার পোষ্য বিড়ালের Heart ঝুকিতে আছে

দেখুন বিড়াল রোগ লুকিয়ে রাখতে পছন্দ করে। তার কিছু প্রাথমিক লক্ষণ দেখে এটা আন্দাজ করা যায়

যেমন : অবসাদ গ্রস্ত, শ্বাস প্রশ্বাস দ্রুত নেয়া, খাদ্য গ্রহণে অনীহা, ওজন কমে যাওয়া ইত্যাদি ।

আরো বিশেষ কিছু ল্যাব পরীক্ষা আছে।

Heart ভালো রাখার জন্য করণিয় কি: ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন ক্যাট এর Heart health এর জন্য ঝুকিপূর্ণ। তাই খাবার এ সঠিক ক্যালরি মেইনটেইন করা এবং পোষ্য কে বিভিন্ন খেলনা দিয়ে খেলাতে ব্যস্ত রাখা।

এবং খাদ্যের সাথে সাথে Taurine এর সরবরাহ। এই এমাইনো এসিড ক্যাট এর চোখ এবং হেয়ারত এর জন্য অনেক উপকারী।

যবনিকা তে বলতে চাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিকল্প নাই। ভেট এর কাছে নিয়মিত চেক আপ করাবেন সমস্যা ধরা পরলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। Heart এমন একটা অংগ যা সব সময় কাজ করে দেহে প্রাণের সঞ্চারণ ঠিক রাখে।

ভালো থাকুক সকল পোষ্য।

লেখাস্বত্ব



The best place for animal's care

13/10/2025

কৌতুহলবশত বিড়াল অনেক কিছু তে মুখ দেয়। এবং দুর্ঘটনাবশত অনেক বিপদজনক কিছু গিলে ফেলতে পারে। সাবধান তা অবলম্বন করলে বিপদ এড়ানো সম্ভব।

ভিডিও তে এক্সরে তে দেখা যাচ্ছে নিডল টি ক্যট এর পাকস্থলী তে লম্বালম্বি ভাবে অবস্থান করছে।

এবং এই সিচুয়েশন অনেক মারাত্মক দিকে মোড় নিতে পারে।

এরকম অবজেক্ট যত্রতত্র ফেলে রাখবেন না। ওরাও অবুঝ শিশুর মতই।

Corneal opacity.  এই কন্ডিশন টা অনেক সময় স্থায়ী হয় এবং অন্ধত্ব তৈরি করে। তবে চিকিৎসার পরে একটা আলো দেখা যাচ্ছে যে এই চোখ...
10/10/2025

Corneal opacity.

এই কন্ডিশন টা অনেক সময় স্থায়ী হয় এবং অন্ধত্ব তৈরি করে। তবে চিকিৎসার পরে একটা আলো দেখা যাচ্ছে যে এই চোখ টা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আলহামদুলিল্লাহ।

এই অপাসিটি হবার বেশ কিছু কারণ আছে, যেমন ড়ক্তে গ্লুকোজ এর পরিমাণ বেশি, আঘাত পেয়ে, বা চোকের প্রেশার বেড়ে গিয়ে।

এইরকম হলে একদম সূচনালগ্ন থেকে চিকিৎসা শুরু করতে হবে।

তাই দ্রুত ভেট এর সাথে যোগাযোগ করবেন।

Vet point

The best place for animal's care

Left pic: before treatment

Right pic : After treatment.

07/09/2025

আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। এই ক্যাট এর তখন কার ভিডিও আর আজকের ভিডিও টা কমেন্টে দেয়া আছে।

ডাক্তার হিসেবে প্রত্যেক টা প্রাণি কে আমি সুস্থ্য করার আপ্রাণ চেষ্টা করি মাত্র কিন্তু দয়া করুণা সব মহান রবের।

বাংলাদেশে পোষা প্রাণি পালা সহজ বিষয় নয়। অনেক প্রতিকূলতা পেরিয়ে যারা এই কাজ টা করে যাচ্ছেন সবাইকে সম্মান। মানুষের হাজারো ...
23/08/2025

বাংলাদেশে পোষা প্রাণি পালা সহজ বিষয় নয়। অনেক প্রতিকূলতা পেরিয়ে যারা এই কাজ টা করে যাচ্ছেন সবাইকে সম্মান। মানুষের হাজারো অভিযোগ সমাজ এর কটু কথা এবং পরিবারের অনেক বাধা উপেক্ষা করে নিজের পকেট মানি থেকে এদের জন্য খরচ করা অথবা মায়ার বাধনে জড়িয়ে আত্মার সাথে বেধে রাখার বিষয়টা মন থেকে আসে। লোক দেখানো বিষয় এটা না। অনেক অনেক স্মৃতি আর অনেক একাকিত্ব এর সাথী এই পোষা প্রাণি গুলি। তারাও দিব্যি তাদের জীবনের অংশ বানিয়ে ফেলে আপনাকে। কিন্তু বিপত্তি দেখা দেয় যখন অচেনা রাস্তার গলির ফাকে হাড়িয়ে যায় এই সন্তানতুল্য পরম বন্ধু পোষা প্রাণি টি।

এক নিমিষেই যেনো চারপাশ অন্ধকার হয়ে আসে। অনেকেই পোস্টার ছেপে মাইকিং ও করেন আবার অনেকেই দোয়া করেন মন থেকে আল্লাহ কে ডাকেন। গ্রুপে গ্রুপে মিসিং পোস্টে সকলের সমবেদনায় ভভারী হয়ে উঠে কমেন্ট বক্স৷

এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য সহজ একটা ডিভাইস আছে জিপিএস ট্র‍্যাকার। দেখেন অনেকেই পোষা প্রাণির নাম বা সিম্বল যুক্ত গলার লোকেট পরিয়ে থাকেন।

কিন্তু এইগুলি এস্থেটিক বিষয়। এর পাশা পাশি যদি এইরকম জিপিএস ট্র‍্যাকার যুক্ত করেন তাহলে কিন্তু একদম নিশ্চিন্তে থাকা যাবে। হাড়িয়ে গেলেও খুজে পাওয়া সহজ হবে।

যারা পেট শপ মালিক আছেন আমি অনুরোধ করব আপনারা এই রকম জিপিএস ট্র‍্যাকার ডিভাইস আনুন এবং এইগুলির প্রাইসিং এ বিশেষ ছাড় দিন যেনো সবাই নিতে পারে।

নিরাপদ থাকুক সকলের প্রিয় পোষ্য আজীবন৷

বিড়াল বা কুকুর দের সাধারণ খাদ্য তালিকা তে মুরগি র হাড় বা মাছের কাটা সাধারণ বিষয়। অনেক মানুষ ত ভাবে যে তাদের খাদ্য ই এসব।...
03/08/2025

বিড়াল বা কুকুর দের সাধারণ খাদ্য তালিকা তে মুরগি র হাড় বা মাছের কাটা সাধারণ বিষয়। অনেক মানুষ ত ভাবে যে তাদের খাদ্য ই এসব। কিন্তু এটা ভুল ধারণা।

প্রচন্ড খুদা থাকায় হয়ত আপনার দেয়া হাড় বা মাছের কাটা তে তারা মুখ দিচ্ছে কিন্তু এসব খেতে গিয়ে হঠাৎ দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে।

এরকম দুর্ঘটনা ঘটলে সাথে সাথে উচিত ডাক্তার এর শরণাপন্ন হওয়া। কিন্তু তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিস্থিতি সামাল দেয়া যায় এবং মৃত্যুর ঝুঁকি এড়ানো যায়।

যদি বিড়ালটি শ্বাস নিতে ব্যর্থ হয় (নীলচে মাড়ি, অজ্ঞান হয়ে যাওয়া), হেইমলিক ম্যানুভার প্রয়োগ করুন:

1. বিড়ালকে পেটের দিকে ঝুঁকিয়ে ধরুন, মাথা নিচু করে।

2. হাতের তালু দিয়ে আলতো করে কয়েকবার পিঠের মাঝামাঝি অংশে চাপ দিন (কাঁধের ব্লেডের নিচে)।

3. ছোট বিড়ালের ক্ষেত্রে আঙুল দিয়ে সতর্কভাবে চাপ দিন।

এরপর দ্রুত ভেট এর শরণাপন্ন হবেন। আর চেষ্টা করবেন কাটা বেছে দিতে এবং গলায় বাধ তে পারে এমন হাড় না দিতে।

লেখাস্বত্ব

Vet point

The best place for animal's care

পোড়া ক্ষত চিকিৎসা করেছি বেশ অনেক। বেশির ভাগ ক্ষেত্রে দেখেছি খামারে কয়েল থেকে আগুন লেগে প্রাণি পুড়ে গেছে এরকম।  আবার কিছু...
22/07/2025

পোড়া ক্ষত চিকিৎসা করেছি বেশ অনেক। বেশির ভাগ ক্ষেত্রে দেখেছি খামারে কয়েল থেকে আগুন লেগে প্রাণি পুড়ে গেছে এরকম।

আবার কিছু ক্ষেত্রে ইলেকটিক শক এ হওয়া পোড়া ক্ষত। আল্লাহ র রহমতে প্রায় প্রাণি সুস্থ্য। আজকে এই পোড়া ক্ষত নিয়ে কিছু লিখব

আগুন, উত্তপ্ত ম্যাটালিক কিছুর সংস্পর্শ অথবা কারেন্ট শক থেকে সাধারণত এই ক্ষত হয়ে থাকে।

গভীরতার উপর ভিত্তি করে পোড়া ক্ষত কে ৩ ভাগে ভাগ করা যায়।

১) First degree burn --

ত্বকের বাহিরের অংশ আক্রান্ত হয়। লাল ভাব থাকে ফোলা ভাব থাকে আর ব্যাথা হয় যত্ন নিলে দ্রুত ভালো হয়

২) second degree burn : Epidermis and dermis লেয়ার আক্রান্ত হয়। ক্ষত টা আরো গভীর এবং ব্যাথা অনেক তীব্র হয়। নিবীড় যত্ন এবং চিকিৎসা প্রয়োজন।

৩) 3rd degree burn : পুরো ত্বক সহ নিচের ফ্যাট, স্নায়ু এবং মাংশ আক্রান্ত হয়। স্নায়ু পুড়ে যাওয়াতে এই ক্ষেত্রে কোন ব্যাথা থাকে না। এত গভীর ক্ষত কিন্তু কোন ব্যাথা নাই। এই জন্য অনেক দীর্ঘ দিন লেগে যেতে পারে ভালো হতে এবং অনেক সময় রুগী মারাও যায়।

Rules of nine : এইটা দ্বারা আমরা কত শতাংশ পুড়ে গেছে সেটা দেখে থাকি।

১০% এর নীচে হলে কম ঝুঁকি থাকে

১০-২০% হলে জটিলতা বাড়ে

২০-৪০% হলে জীবনঘাতী

৪০% এর বেশি হলে অতিগুরুতর।

পোড়া ক্ষত শরীরে পানি শুন্যতা এবং ইলেকট্রোলাইড ইমব্যালান্স করে এছাড়া শ্বাস নালী সহ ভাইটাল অংগ ক্ষতিগ্রস্ত করে সাথে ইনফেকশন এর অনেক বড় ঝুকি থাকে। তাই এই অবস্থায় রুগীর চিকিৎসা দ্রুত শুরু করা অতীব জরুরি।

ঠান্ডা পানি ক্ষত স্থানে ঢালা এবং স্যালাইন খাওয়ানো প্রাথমিক অবস্থায় অনেক উপকারী।

ওরাল পেস্ট বা ডিম এর সাদা অংশ ব্যবহার না করা উচিত। এরকম ক্ষত হলে আপনার পোষা প্রাণির চিকিৎসায় আমরা সব সময় প্রস্তত।

লেখাসত্ব

point

the best place for animal's care

একটা প্রশিক্ষণ বিমান আজকে উত্তরায় মাইলস্টোন স্কুল এবং  কলেজে বিধ্বস্ত হয়। উক্ত  দুর্ঘটনায় একজন পাইলট শেষ খবর পাওয়া প...
21/07/2025

একটা প্রশিক্ষণ বিমান আজকে উত্তরায় মাইলস্টোন স্কুল এবং কলেজে বিধ্বস্ত হয়। উক্ত দুর্ঘটনায় একজন পাইলট শেষ খবর পাওয়া পর্যন্ত ইজেক্ট না করে বিমানের ভেতরে থেকে আত্মহুতি দিয়েছেন। এছাড়া অনেক মাসুম স্কুল কলেজের বাচ্চা আহত হয়েছেন। আল্লাহ সকল কে দ্রুত সুস্থ্যতা দান করুন এবং শহীদ দের উত্তম বদলা দিন।

প্রাণীর কামড় ছাড়াও যেভাবে হতে পারে র‌্যাবিস এই রোগটি  শুধুমাত্র কামড়ের মাধ্যমেই হতে পা‌রে এমনটি নয় এ‌টি আ‌রো ক‌য়েক‌টি উ...
29/06/2025

প্রাণীর কামড় ছাড়াও যেভাবে হতে পারে র‌্যাবিস

এই রোগটি শুধুমাত্র কামড়ের মাধ্যমেই হতে পা‌রে এমনটি নয় এ‌টি আ‌রো ক‌য়েক‌টি উপ‌ায়ে সংক্রা‌মিত হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

কামড় ছাড়াও বিভিন্নভাবে এই ভাইরাস একজন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে।” যেমন

১. ক্ষতস্থান দি‌য়ে জীবাণু প্রবেশ

র‌্যাবিস ভাইরাস সাধারণত সংক্রামিত প্রাণীর লালায় থাকে। যদি কোনো সুস্থ ব্যক্তির শরীরের খোলা ক্ষত র‌্যাবিস আক্রান্ত প্রাণীর লালার সংস্পর্শে আসে, তবে সেই ব্যক্তি জলতাঙ্কে আক্রান্ত হতে পারে। লালা থেকে জীবাণুটি প্রান্তীয় স্নায়ু হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রবেশ করে। পরবর্তী এই রো‌গের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে।

২. আচঁড়ের মাধ্যমে

কুকুর বা বিড়ালের নখ বারবার লালার সংস্পর্শে আসার ফলে সেখানে র‌্যাবিস জীবাণু থেকে যেতে পারে। সংক্রামিত প্রাণী যদি আচঁড় দেয় এবং রক্তক্ষরণ হয়। তাহলে ওই ব‌্যক্তি এই ভাইরা‌সে সংক্রমিত করতে পারে।

৩. অঙ্গপ্রতিস্থাপনের মাধ্যমে

র‌্যাবিস আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর ফুসফুস, কিডনি এবং চোখ যদি একজন সুস্থ ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়, তবে তার মধ্যেও র‌্যাবিস সংক্রমণের ঝুঁকি থাকে।

৪. র‌্যাবিসে আক্রান্ত প্রাণীর মাংস খেলে

র‌্যাবিসে আক্রান্ত প্রাণীর মাংস যদি আধা সেদ্ধ বা অপরিপক্বভাবে রান্না করা অবস্থায় খাওয়া হয়, তবে সেই মাংসের মাধ্যমে র‌্যাবিস ভাইরাস একজন সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করতে পারে। ফলে জলতাঙ্ক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

৫. বাতাসের মাধ্যমে

ল্যাবরেটরির মতো বদ্ধ ঘরে যদি র‌্যাবিস আক্রান্ত প্রাণী নিয়ে গবেষণা করা হয় এবং সেই ঘরে কোনো সুস্থ ব্যক্তি প্রবেশ করেন। তাহলে সেখানে উপস্থিত ভাইরাসযুক্ত কণার মাধ্যমে বাতাস থেকেও সংক্রমণ ঘটতে পারে। এভাবেও কেউ জলতাঙ্ক রোগে আক্রান্ত হতে পারেন। ত‌বে এই রো‌গে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বিরল।

৬. নখ কাটার সময়

কুকুর ও বিড়া‌লের নখ কাটার সময় য‌দি ন‌খের খোচার কোন ব‌্যক্তির রক্ত বের হয়। তাহ‌লে এই রোগের জীবাণু দ্বারা সংক্রা‌মিত হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে ।

অধ্যাপক রফিকুল আলম এই রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে জানান,

১. র‌্যাবিসে আক্রান্ত প্রাণী যদি কামড়ায় বা আচঁড় দেয়, তবে ক্ষতস্থান ১৫ মিনিট ধরে সাবান ও পানি দিয়ে ধুতে হবে।
২. এরপর যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলতাঙ্কের টিকা নিতে হবে।
৩. র‌্যাবিস আক্রান্ত প্রাণী স্পর্শ করার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে এবং ক্ষত স্থানের সংস্পর্শ যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
৪. কুকুর ও বিড়ালকে নিয়মিত র‌্যাবিস ভ্যাকসিনের আওতায় আনতে হবে।

লেখক
প্রফেসর ড. মো: রফিকুল আলম

ডিপার্টমেন্ট অফ সার্জারী এন্ড অবসটেট্রিকস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

গবেষণায় দেখা গেছে, পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর ফলে মানসিক চাপ কমে, হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি...
19/06/2025

গবেষণায় দেখা গেছে, পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর ফলে মানসিক চাপ কমে, হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধিসহ নানা উপকার পাওয়া যায়। তবে অসর্তকতার কারণে পোষা প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে বাসা বাঁধতে পারে বিভিন্ন ধরনের জীবাণু, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
তবে পোষা প্রাণি পালনে যেমন ভালো দিক রয়েছে, তেমনি কিছু খারাপ দিকও রয়েছে। বর্তমান পৃথিবীতে উদ্ভাবিত অধিকাংশ নতুন রোগই জুনোটিক, অর্থাৎ প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়। পোষা প্রাণীর মাধ্যমেও নানা ধরনের রোগ সৃষ্টিকারী জীবাণু মানুষের দেহে প্রবেশ করতে পারে। যেমন:

১. চর্মরোগ

সাধারণত মাইকোস্পোরাম গণের ছত্রাকের কারণে পোষা প্রাণীর দেহে চর্মরোগ দেখা যায়, যা ‘দাদ’ বা ‘রিংওয়ার্ম’ নামেও পরিচিত। যদি কোনো ব্যক্তি এই রোগে আক্রান্ত প্রাণীর সরাসরি সংস্পর্শে আসে অথবা ওই প্রাণী ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের সংস্পর্শে আসে, তাহলে এ রোগটি মানুষের দেহে ছড়াতে পারে। রোগটি অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, যেমন শিশু ও বয়স্কদের দেহে সহজেই সংক্রমিত হতে পারে।

২. ডায়রিয়া

ক্যাম্পাইলোব্যাক্টর এবং ক্রিপ্টোস্পোরিডিয়াম গণের জীবাণু দ্বারা আক্রান্ত পোষা প্রাণী মাধ্যমে মানুষের মধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে। সাধারণত আক্রান্ত প্রাণীর মলের সরাসরি সংস্পর্শে অথবা সেই মলের মাধ্যমে খাদ্যের উৎস দূষিত হলে রোগটি ছড়াতে পারে।

৩. গর্ভপাত

টক্সোপ্লাজমা গণের ধরনের প্রোটোজোয়ার কারণে গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়। এই জীবাণু পোষা প্রাণীর পরিপাকতন্ত্রে বসবাস করে এবং মলের মাধ্যমে ছড়ায়। যদি কোনো গর্ভবতী মহিলা আক্রান্ত প্রাণীর মলের সরাসরি সংস্পর্শে আসে অথবা মলের মাধ্যমে খাদ্যদ্রব্য দূষিত হয়, তাহলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

৪. আচঁড় জ্বর

এই সংক্রামক রোগটি বার্টোনেলা হেনসেলে নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এটি পোষা প্রাণীর নখ ও লালায় থাকতে পারে। এই জীবাণু দ্বারা আক্রান্ত পোষা প্রাণী যদি মানুষকে আচঁড় বা কামড় দেয়, তবে এই রোগ হতে পারে। তবে আচঁড়ে যদি রক্তপাত না হয়, তাহলে সাধারণত সমস্যা হয় না। এই রোগে আক্রান্ত ব্যক্তির জ্বর হয় এবং লিম্ফ নোড ফুলে যায়।

৫. জলাতঙ্ক

এই রোগটি র্যাবিস ভাইরাসের মাধ্যমে হয়ে থাকে, যা মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং নিগরি বডি তৈরি করে। এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি শতভাগ। সাধারণত আক্রান্ত কুকুর বা বিড়ালের কামড়ের মাধ্যমে এ রোগ ছড়ায়। কামড়ে রক্তপাত হলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।

৬. গোলকৃমি

পোষাপ্রাণীর দেহে নানা ধরনের গোলকৃমিথাকতে পারে। যদি কোনো ব্যক্তি পোষা প্রাণীর মল বা বর্জ্যের সংস্পর্শে আসে, তাহলে ওই কৃমিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

৭. ব্রুসেলোসিস

ব্রুসেলা গণের ব্যাকটেরিয়ার কারণে পোষা প্রাণীর গর্ভপাত হয় । এই জীবাণু আক্রান্ত প্রাণীর দেহ থেকে কোনো ব্যক্তির প্রাকৃতিক রন্ধ্র বা কাটা জায়গা দিয়ে প্রবেশ করলে সংক্রমণ ঘটতে পারে। এই জীবাণুতে নারীরা আক্রান্ত হলে গর্ভপাত এবং পুরুষদের ক্ষেত্রে টেস্টিসের প্রদাহ ও প্রজনন ক্ষমতা হ্রাস পায়।

৮. টিউবারকুলোসিস

মাইকোব্যাকটেরিয়াম গণের জীবাণুর সংক্রমণে পোষা প্রাণী টিউবারকুলোসিস বা যক্ষ্মায় আক্রান্ত হয়। যদি কোনো ব্যক্তি আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসে বা শরীরের কাটা স্থানের মাধ্যমে জীবাণু প্রবেশ করে, তাহলে তার সংক্রমণ ঘটতে পারে। তবে প্রাণী থেকে মানুষে এই রোগ ছড়ানোর সম্ভাবনা বিরল।

৯. অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জীবাণু

পোষা প্রাণীর ক্ষেত্রে অপ্রয়োজনে ও অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে তাদের দেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স জীবাণু তৈরি হয়, যা পরে মানুষের দেহে প্রবেশ করে নানা ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

অধ্যাপক সিদ্দিকুর রহমান আরও বলেন, কিছু সচেতনতা মেনে চললেই পোষা প্রাণীর মাধ্যমে ছড়ানো রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন:

১. পোষা প্রাণীকে নিয়মিত ভ্যাকসিন ও কৃমিনাশক দিতে হবে।

২. চর্মরোগ (দাদ) দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

৩. ব্রুসেলোসিসে আক্রান্ত প্রাণীকে খালি হাতে স্পর্শ করা যাবে না।

৪. অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।

৫. পোষা প্রাণীর বর্জ্য ব্যবস্থাপনার সময় গ্লাভস ব্যবহার করতে হবে।

৬. প্রাণীর সংস্পর্শে আসার পর ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে।

৭. পোষা প্রাণীকে নিয়মিত বিরতিতে গোসল করাতে হবে এবং বাড়ি পরিষ্কার রাখতে হবে।

লেখাটি লিখেছেন

প্রফেসর সিদ্দিকুর রহমান
মেডিসিন বিভাগ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

Address

Rajpara, Rajshahi
Rajshahi

Telephone

+8801878047001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vet point:

Share