Doras Paws

Doras Paws cat's lovely vedio and important tips��

এমন আত্মা'কে কষ্ট দিও না, যে তার বেদনা প্রকাশ করতে পারে না
08/07/2025

এমন আত্মা'কে কষ্ট দিও না, যে তার বেদনা প্রকাশ করতে পারে না

এই সুন্দর খুদে হাতিটি তখন আখ চিবিয়ে একেবারে মগ্ন! আহা, কী মজা করে কচি আখ চিবুচ্ছিলো… ঠিক তখনই হঠাৎ ধরা পড়ে গেলো কারও নজ...
08/07/2025

এই সুন্দর খুদে হাতিটি তখন আখ চিবিয়ে একেবারে মগ্ন! আহা, কী মজা করে কচি আখ চিবুচ্ছিলো… ঠিক তখনই হঠাৎ ধরা পড়ে গেলো কারও নজরে!
তড়িঘড়ি করে চারপাশে তাকিয়ে একটা সরু খুঁটি দেখে ওর বুদ্ধিতে খেলে গেলো এক দুষ্টু বুদ্ধি—খুঁটির পিছনে গিয়েই দাঁড়িয়ে পড়লো, যেন নিজেকে লুকিয়ে ফেলেছে পুরোপুরি!

ভাবটা এমন,
"আমি তো আর নেই… আমি তো একেবারেই অদৃশ্য!
কেউ-ই আমাকে দেখতে পাচ্ছে না!"

ছোট্ট এই অভিনয়ে মিশে আছে এক চিলতে শিশুসুলভ সরলতা আর একরাশ মজা।
পৃথিবীটা বড্ড সুন্দর, যখন এমন নিষ্পাপ প্রাণগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায়… 💚🐘

Courtesy: Rakib Hasan Rohan

মুরগির হাড্ডি চাইছি, ডাইনোসর এর না 🦖 😵‍💫
03/07/2025

মুরগির হাড্ডি চাইছি, ডাইনোসর এর না 🦖 😵‍💫

চিকিৎসা বিজ্ঞানের নতুন বিস্ময়! তেলাপিয়া মাছে স্কিন ব্যবহার করে সফলভাবে পোড়া রোগীদের স্কিন পুনর্গঠন করেছেন ব্রাজিলের চিকি...
30/06/2025

চিকিৎসা বিজ্ঞানের নতুন বিস্ময়!
তেলাপিয়া মাছে স্কিন ব্যবহার করে সফলভাবে পোড়া রোগীদের স্কিন পুনর্গঠন করেছেন ব্রাজিলের চিকিৎসকরা। মোট ৭০ জন রোগীর উপর এই চিকিৎসা প্রয়োগ করে চমকপ্রদ সাফল্য পেয়েছেন তারা।

ঝালকাঠিতে তাল গাছ কেটে বাবুই পাখি হত্যার দায়ে অভিযুক্ত পাষণ্ড ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বন অধিদপ্তরের ব...
30/06/2025

ঝালকাঠিতে তাল গাছ কেটে বাবুই পাখি হত্যার দায়ে অভিযুক্ত পাষণ্ড ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বন অধিদপ্তরের বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা, বন সংরক্ষক, কোস্টাল সার্কেল, বরিশাল, জেলা প্রশাসক, ঝালকাঠি জেলা, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, বরিশাল, মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ঝালকাঠি, উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি সদর সহ সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ। যে সব তাল ও নারিকেল গাছে বাবুই পাখির বাসা আছে তা যেনো কেউ কাটতে না পারে তার জন্য সকল নাগরিককে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সকলের সচেতনতাই পারে বাবুই পাখিকে রক্ষা করতে।

🥲
29/06/2025

🥲

এটি  ২২ কোটি বছরের পুরোনো গাছ! ছবিতে যা আপনি দেখছেন তা কোন ধরণের শিল্পকর্ম বা রত্ন নয়... বরং এই গাছ ডাইনোসরের যুগে পৃথি...
25/06/2025

এটি ২২ কোটি বছরের পুরোনো গাছ! ছবিতে যা আপনি দেখছেন তা কোন ধরণের শিল্পকর্ম বা রত্ন নয়... বরং এই গাছ ডাইনোসরের যুগে পৃথিবীতে বেড়ে উঠেছিল! এই প্রাচীন গাছটি কোটি কোটি বছরে জীবাশ্মে পরিণত হয়েছে, রংবেরঙের কোয়ার্টজ পাথরে রূপান্তরিত হয়েছে, এবং এর কিছু অংশ—অপাল কাঠে পরিণত হয়, যেখানে কাঠের কোষগুলি চকচকে অপাল উপাদান দিয়ে প্রতিস্থাপিত হয়! এই চমৎকার দৃশ্যটি অরিজোনার পেট্রিফায়েড ফরেস্ট ন্যাশনাল পার্কের, যা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও সুন্দর ভূতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে একটি। প্রকৃতি নিশ্চিহ্ন হয় না... এটি পাথরে তার তথ্য এবং স্মৃতি সংরক্ষণ করে!

কারো ফেলে দেওয়া জিনিস কারো কাছে জীবন বাঁচানোর তারনা 😌
23/06/2025

কারো ফেলে দেওয়া জিনিস কারো কাছে জীবন বাঁচানোর তারনা 😌

ট্রেন্ড অনুযায়ী কেমন হলো 🤣🤣🤣
21/06/2025

ট্রেন্ড অনুযায়ী কেমন হলো 🤣🤣🤣

19/06/2025

খালি গলায় গান 😃

মাছের কাটা যদি দিতেই হয়, অনেকক্ষন চিবিয়ে নরম করে দেবেন। অন্যথায় দেয়ার প্রয়োজন নাই....এতগুলো কাটা গলায় আটকে ছিলো।
18/06/2025

মাছের কাটা যদি দিতেই হয়, অনেকক্ষন চিবিয়ে নরম করে দেবেন। অন্যথায় দেয়ার প্রয়োজন নাই....

এতগুলো কাটা গলায় আটকে ছিলো।

🧓🏻beautiful work
15/06/2025

🧓🏻beautiful work

Address

Rajarbag
1216

Alerts

Be the first to know and let us send you an email when Doras Paws posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doras Paws:

Share