Dr Akash Pet Consultancy

Dr Akash Pet Consultancy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Akash Pet Consultancy, Pet service, Puran Bogra, Rajshahi.

🔆Get appointment for 🐈🐈🐈

✅Health check-up
✅Vaccination
✅Surgery
✅Tests
✅Deworming
✅Grooming

📍 Location:
Mohila Club, Jail Bagan Road, Jaleshwarytola, Bogura

📲 Contact:
01540-147070

15/08/2025

✅পরিবেশে আপনার আমার যতটুকু গুরুত্ব ঠিক ততটুকু গুরুত্ব এই প্রাণী গুলোরও, আল্লাহ তো আর ওদের এমনই এমনি দুনিয়ায় পাঠাননি , ওদের নির্দিষ্ট কাজ দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন । পরিবেশকে সুস্থ রাখতে আপনার আমার যতটুকু গুরুত্ব আছে তাদের গুরুত্ব ও কোনও অংশে কম নয় ।

15/08/2025

✅ এই আবহাওয়ায় বিড়ালকে গোসল করানো নিয়ে অনেকেই শঙ্কিত ।
👌🏻 সমাধান নিয়ে যান ☺️

13/08/2025

✅ আপনাদের বিড়াল গুলোও কি এমন ঘাস খেতে পছন্দ করে ?????
🔶 তবে সব ধরনের ঘাস কিন্তু ওদের জন্য নিরাপদ নয় ।
🔶 বড় ঘাস পাতা গুলো অনেক ধারালো হওয়ায় তা খেয়ে ফেললে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির ও কিন্তু সম্ভাবনা থাকে ।

✅ Visit us at Dr. Akash Pet Consultancy for expert advice .

📍 Location:
Mohila Club, Jail Bagan Road, Jaleshwarytola, Bogura

📞 Contact:
01540-147070

#

12/08/2025

✅ উনারা এসেছিলেন বিড়াল নেয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আগে থেকেই জেনে নিতে। ঠিক যেরকম আমাদের মানুষের ক্ষেত্রে ঘটে, একজন সচেতন দম্পতি গর্ভধারণের পূর্বে ডক্টরের মতমত গ্রহণ করেন।

✅ বিড়াল কিংবা যেকোন পোষাপ্রাণি কিন্তু বাচ্চার চেয়ে কম নয়। তাকে নেয়ার পূর্বে কিকি জানা জরুরি সে বিষয়েই তারা আলোচনা করতে এসেছিলেন।

❇️ এটাই সচেতনতা, যার অভাবে একটি প্রাণ ঝরে পড়তে পারে।

--- আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সচেতনতা গড়ে তুলি ---

📍 Location:
Mohila Club, Jail Bagan Road, Jaleshwarytola, Bogura

📞 Contact:
01540-147070

11/08/2025

✅স্বভাবতই বাচ্চাগুলো ক্লিনিকে আসলে তারা ভয় পেয়ে যায়। এর একটি অন্যতম কারন হলো,
বিড়ালের গন্ধ নেয়ার শক্তি আমাদের চেয়ে ১৩-১৪ গুন বেশি।

🔶এজন্য অন্যান্য বিড়াল বা কুকুরের গন্ধ তারা প্রকট ভাবেই পায়। এতে করে তারা ভয় পায় এবং অনেক ক্ষেত্রে স্ট্রেস হরমোন রিলিজ হবার কারনে স্ট্রেস ফিল করে বা থ্রেট ফিল করলে আক্রমনাত্মক হয়ে যায় ৷
🔶এজন্য তাদেরকে কমফোর্টেবল বা স্টেবল করে নিয়ে চেক আপ করতে হয়। তা না হলে বিভিন্ন প্যারামিটার ভুল আসতে পারে।
🔶তাদের কমফোর্ট জোন না দিলে তারা সহজে কোওপারেট করতে পারেনা

📍 Location: Mohila Club, Jail Bagan Road, Jaleshwarytola, Bogura

📞 Contact: 01540-147070

11/08/2025

✅ বাচ্চাটির নাম "ব্রাউন"। বাচ্চাটি এসেছিল এসপাইরেশান নিউমোনিয়া এবং জন্ডিস সিম্পটম নিয়ে। এখন বাচ্চাটির এসপাইরেশান নিউমোনিয়া সমাধান হয়েছে। কিন্তু জন্ডিসের সিম্পটম এখনো রয়েছে৷

♦️অসুস্থ বাচ্চাকে ওরালি মেডিসিন বা ফ্লুইড খাওয়াতে গেলে সেটি ফুসফুসে চলে গেলে এসপাইরেশান নিউমোনিয়া হয়। বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন

📍 Location: Mohila Club, Jail Bagan Road, Jaleshwarytola, Bogura

📞 Contact: 01540-147070

10/08/2025

আঙ্কেল আদর করে ওর নাম দিয়েছে বুড়ি এবং ও একটি স্ট্রে (রাস্তার বিড়াল) বাচ্চা ।

বিড়ালটির বাচ্চা গুলোকে রাস্তার একটি কুকুর এটাক করতে নেয় ঠিক তখনই মা বিড়ালটি বাচ্চাদের বাঁচাতে কুকুরের মুখে পড়ে যায় । খুব বাজে ভাবে আহত হইসে বিড়ালটি ।
৫ দিন যাবৎ ওর ট্রিটমেন্ট চলতেছে এবং অবস্থা খুব একটা ভালো না । শুধুমাত্র আঙ্কেল এর এই অবলা জন্তুর প্রতি অপরিসিম ভালোবাসা এবং দায়িত্ববোধ বিড়ালটিকে আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে ।আমরাও চেষ্টা করে যাচ্ছি , আপনার দোয়া করবেন বাচ্চাটির জন্য , ওর ৩ টি দুধের বাচ্চা আছে 😿 ।

আপনারা আপনাদের অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করবেন এই অসহায় প্রাণীদের জন্য । আমরা আছি আপনাদের পাশে

📍 Location: Mohila Club, Jail Bagan Road, Jaleshwarytola, Bogura

📞 Contact: 01540-147070

09/08/2025

✅ বাচ্চাটি এসেছিল আমাদের কাছে প্রেগন্যান্সি কেয়ারের জন্য। প্রেগন্যান্সির সময় বিড়ালের শরীরে অনেক কিছু পরিবর্তন হয়৷ এই সময়টি বেশ ক্রুশিয়াল ওদের জন্য৷

🔶 এই সময়ে পেসেন্ট এবং প্যারেন্ট উভয়েই বেশ কিছু জটিলতার সম্মুখীন হন। প্রেগন্যান্সি পিরিয়ডের জটিলতা এড়াতে এবং ডেলিভারি সহজ করতে প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট খুবই জরূরী।

♦️মায়ের শরীর বাচ্চাকে পর্যাপ্ত নিউট্রিশনাল সাপোর্ট দিতে পারছে কিনা ?
♦️মায়ের শরীর নিজে যথেষ্ট নিউট্রিশন পাচ্ছে কিনা ?
♦️ভেতরে বাচ্চাগুলোর পজিশন ঠিক আছে কিনা ??
♦️মা বিড়াল কোনো রকম স্ট্রেসের মধ্যে আছে কিনা ??
♦️হরমোনাল ইমব্যালান্স হচ্ছে কিনা ??

এই বিষয়গুলি মনিটর করা এবং সে অনুযায়ী মা বিড়ালকে সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে পর্যাপ্ত সাপোর্ট ( ফিজিক্যালি এবং মেন্টালি) দেয়া খুবই গুরুত্বপূর্ণ।

✅ প্রেগন্যান্সি পিরিয়ডের জটিলতা এড়াতে আপনার নিকটস্থ রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের সাথে আলোচনা করে পদক্ষেপ নেবেন ৷ এতে করে আপনার জন্য ম্যানেজমেন্ট সহজ হবে এবং বাচ্চাটিও সুস্থ থাকবে 😊

📍 Location: Mohila Club, Jail Bagan Road, Jaleshwarytola, Bogura

📞 Contact: 01540-147070

আজ ৮ আগস্ট, ২০২৫, আর আজই হলো আন্তর্জাতিক বিড়াল দিবস (World Cat Day)। এই বিশেষ দিনটি প্রতি বছর ৮ ই আগস্ট উদযাপন করা হয় ...
08/08/2025

আজ ৮ আগস্ট, ২০২৫, আর আজই হলো আন্তর্জাতিক বিড়াল দিবস (World Cat Day)।
এই বিশেষ দিনটি প্রতি বছর ৮ ই আগস্ট উদযাপন করা হয় আমাদের প্রিয় বিড়াল বন্ধুদের সম্মান জানাতে এবং তাদের কল্যাণ সম্পর্কে সচেতনতা বাড়াতে।

✅ এই দিনটি প্রথম শুরু হয় ২০০২ সালে International Fund for Animal Welfare-এর মাধ্যমে, আর ২০২০ সাল থেকে এটি পরিচালনা করছে International Cat Care সংস্থা।

🎈আজকের দিনটি হল:

✅ বিড়ালের প্রতি ভালোবাসা প্রকাশ করার সময়
✅ গৃহপালিত বিড়ালের সঠিক যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরার সুযোগ
✅ আশ্রয়কেন্দ্রে থাকা বিড়ালদের দত্তক নেওয়ার প্রেরণা দেওয়ার সময়
✅ রাস্তার ও অবহেলিত বিড়ালদের সাহায্য করার অঙ্গীকার করার দিন

🔶 তাই হ্যাঁ—আজই সেই বিশেষ দিন, যখন আমরা আমাদের পছন্দের পুচকে বন্ধুদের জন্য ভালোবাসা জানাতে পারি! 🐾🐱

05/08/2025

দেখেন কিভাবে শাসাচ্ছে 😳।

05/08/2025

বিলুই মর্নিং 😳

04/08/2025

🔶 আপনার পোষা বিড়ালটার বিশেষ এই গুণাবলী গুলো সম্পর্কে জানেন কি ?

Address

Puran Bogra
Rājshāhi

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801540147070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Akash Pet Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr Akash Pet Consultancy:

Share

Category