Vet-World Diagnostic & Pet Clinic, Bogura

Vet-World Diagnostic & Pet Clinic, Bogura 1. Vaccination
2. De worming
3. Health Check Up & Treatment
3. Surgery
4. Diagnostic
5. Pet Parlor
6. Pet Shop
6. Poultry Service
7. Dairy Service

Super Star
28/07/2025

Super Star

ভালো সেবা পেতে অবশ্যই আসবেন আমাদের ক্লিনিকে। আমরা সর্বদাই চেষ্টা করি আমাদের সর্বোচ্চ সেবা দিতে।
27/07/2025

ভালো সেবা পেতে অবশ্যই আসবেন আমাদের ক্লিনিকে। আমরা সর্বদাই চেষ্টা করি আমাদের সর্বোচ্চ সেবা দিতে।

27/07/2025

একটি অপব্যাখ্যার ব্যাখ্যা!
যে মুমূর্ষু মা বিড়ালের ভিডিও টি এখানে শেয়ার করেছি।
বিড়ালটি ২ জন স্বনামধন্য চিকিৎসকের (ডা. আকাশ এবং ডা. সাইদুল ইসলাম স্যার) শরনপন্ন হবার পরে ডা. সাইদুল ইসলাম স্যারের বিশেষ রেফারেন্সে শুধুমাত্র নামমাত্র খরচের বিনিময়ে চিকিৎসা করতে রাজি হই।
বিড়ালটি ১ টি বাচ্চা প্রসবের ৪দিন পরে আর কোনও লেবার পেইন ছিলনা। শারীরিক ভাবে অত্যন্ত দূর্বল হয়ে গিয়েছিল। আমরা দ্রুত তাকে ICU তে নিয়ে Patient monitor দিয়ে চেক করি। সেখানে Patient monitor এ দেখা যায়, bp, pulse, SPO2, temperature সব অস্বাভাবিক ভাবে নেমে গেছে।সেটা তাদের বলি, এবং আমারা প্রায় দেড় ঘন্টা ICU তে রেখে Patient Conditions মোটামুটি Stable করে অপারেশনের প্রস্তুতি নেই।
অবস্থা খারাপ দেখে আমরা স্বনামধন্য পেট সার্জন ডা. বুলবুল কে ডেকে নিয়ে একটা মেডিকেল টিম গঠন করে অপারেশন শুরু করি।
এই অপারেশনের সমস্ত বিষয় (Khushi Shurovi Alam) প্যাসেন্টের সাথে যারা ছিলেন, স্বচক্ষে দেখেছেন।
অপারেশনের পরে আবারও তাকে ICU তে নিয়ে
অবজারভেশনে রাখি ১ ঘন্টা।
অবস্থার উন্নতি হলে ওনারের হাতে তুলে দেই।
bp, pulse, SpO2 নর্মাল হলেও টেম্পারেচার বারবার ফল করছিল। ওনারকে বারবার বুঝিয়ে দেই, কোনভাবেই যাতে টেম্পারেচার ফল না করে। ফল করলে একে বাচানো সম্ভব হবে না।
পরেরদিন আমরা নিজেই ফোন দিয়ে খোজ নিয়ে জানতে পারি, বিড়ালটি মারা গেছে। তারা বললেন, আপনাদের কোন চেষ্টাই বিড়ালটি কে বাচাতে পারল না। তাদের কোন অভিযোগ ছিল না। তাহলে ৭ দিন পরে কাদের প্ররোচনায় সোস্যাল মিডিয়ায় আমাদের এত প্রচেষ্টা কে হেয় প্রতিপন্ন করলেন।
আমরা মানুষ, প্রত্যেক প্রানিইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ কর‍্তে হবে।
ঐদিনের টাকার হিসাব টা বলি
১। সিজারিয়ান ফি- ৬০০০/-
২। স্পে ফি ( যেহেতু টোটাল ইউটেরাস পচে গিয়েছিল) - ৪৫০০/-
৩। ICU Bill অক্সিজেন সাপোর্ট সহ - প্রতি ঘন্টা = ২০০০/-= ২*২০০০= ৪০০০/-
৪। অতিরিক্ত সার্জন ফি= ২০০০/- এটা ক্লিনিক থেকেই দেয়া হয়েছে। তাই বাদ দিলাম
৫। সমস্ত মেডিসিন = ১৪০০/-
মোট = ১৫৯০০/-
আপনি অসহায়, টাকা নেই, সেই জন্য সব মিলিয়ে ৫০০০/- দিলেন।
তারপরও যদি ব্লেম করেন, আমরা ব্যবসা করেছি, তাহলে পরবর্তীতে কোন ক্লিনিক /ডাক্তার পাশে দাঁড়ানোর আগে আপনাদের এই অকৃতজ্ঞতার কথা স্মরণ করে পিছপা হটতে দ্বিধা করবেনা।
আমি ৫০ লক্ষ টাকা (নিজের বাড়ি করার জন্য জমানো টাকা) দিয়ে এই অত্যাধুনিক ক্লিনিক গড়েছি, শুধু ব্যবসার জন্য না, প্রানির প্রতি ভালবাসা থেকেই।
অনেক ক্লিনিক শুধু সিজার করে ১৫০০০/- বিল নিয়েছেন।
সুতরাং পেট ওনার্সদের প্রতি অনুরোধ, কারো দ্বারা প্ররোচিত হয়ে অন্য কারো ক্ষতি করবেন না।

23/07/2025

একটি স্ট্রে ক্যাট কে মুমূর্ষু অবস্থায় অক্সিজেন সাপোর্ট সহ অন্যান্য চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হচ্ছে।
কারণ প্রতিটি প্রাণই অমূল্য!
Vet-World Diagnostic & Pet Clinic, Bogura সর্বদা স্ট্রে এনিমেলের পাশে আছে, থাকবে!!!ইনশা আল্লাহ।

আকর্ষণীয় এই ২৫% অফার থাকছে আর মাত্র ১০ দিন!!! অর্থাৎ ৩১ জুলাই,২৫ শেষ হবে এই অফার!!! 🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈এরই মাঝে আপনার পোষা ...
20/07/2025

আকর্ষণীয় এই ২৫% অফার থাকছে আর মাত্র ১০ দিন!!! অর্থাৎ ৩১ জুলাই,২৫ শেষ হবে এই অফার!!! 🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈
এরই মাঝে আপনার পোষা প্রাণির ভ্যাক্সিনেশন, নিউটার, স্পে, গ্রুমিং, মেডিকেটেট শাওয়ার, নন-মেডিকেটেড শাওয়ার, যেকোন টেস্ট করে লুফে নিন অবিশ্বাস্য ২৫% ছাড়!!!🧓🧓
"Happy Pet, Happy Owner "

🐾 বিশেষ অফার! এখনই সুযোগ আপনার প্রিয় পোষা প্রাণীর জন্য 💙

Vet World Diagnostic & Pet Clinic, Bogura নিয়ে এসেছে ২৫% ছাড় নির্দিষ্ট কিছু সেবায়!
আপনার পোষা প্রাণীর স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার – তাই আমরা দিচ্ছি বিশেষ ছাড়, যেন তারা পায় সেরা যত্ন।

✅ সার্জারি
✅ ভ্যাকসিনেশন
✅ ডায়াগনস্টিক

📍 লোকেশন: এ আর টাওয়ার, কালী মন্দির এর পেছনে, উদ্ভাস-উন্মেস এর বিপরীতে, জ্বলেশরীতলা, বগুড়া।
📅 সীমিত সময়ের অফার!
📞 এখনই যোগাযোগ করুন: 01722-60 75 22

👉 আপনার প্রিয় পোষা বন্ধুটিকে দিন পেশাদার চিকিৎসা ও যত্ন – কম খরচে, বেশি নিশ্চয়তায়।

Vet World Diagnostic & Pet Clinic
“Where Expertise Meets Empathy !”

20/07/2025

বাংলাদেশে আমরাই প্রথম!!! বিশ্বখ্যাত Mindray Z60 Vet 4D Colour Doppler   ভেট ডেডিকেটেড আল্ট্রাসাউন্ড এখন Vet-World Diagno...
19/07/2025

বাংলাদেশে আমরাই প্রথম!!!
বিশ্বখ্যাত Mindray Z60 Vet 4D Colour Doppler ভেট ডেডিকেটেড আল্ট্রাসাউন্ড এখন Vet-World Diagnostic & Pet Clinic, Bogura -তে।
ভালো চিকিৎসার পূর্ব শর্ত সঠিক ডায়াগনোসিস। উত্তরবঙ্গে "ভেট ডায়াগনোসিস " - এর একমাত্র আস্থার জায়গা ভেট-ওয়ার্ল্ড!
সুতরাং সঠিক ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসা নিতে চলে আসুন!!!🐈🐈🐈

17/07/2025

একটি মূমুর্ষ মা বিড়াল কে বাচানোর সর্বোচ্চ চেষ্টা। আলহামদুলিল্লাহ, এখন অনেকটা বিপদমুক্ত।
Vet-World Diagnostic & Pet Clinic, Bogura

বিল্লুর এই সানগ্লাস পাবেন Vet World diagnostic & pet clinic, Bogura তে। তাই দেরি না করে এখনি চলে আসুন আমাদের ক্লিনিকে।  ...
17/07/2025

বিল্লুর এই সানগ্লাস পাবেন Vet World diagnostic & pet clinic, Bogura তে। তাই দেরি না করে এখনি চলে আসুন আমাদের ক্লিনিকে।

সম্মানিত ডা: গোপাল চন্দ্র বিশ্বাস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল স্যার বগুড়ায় শুভাগমন এবং Vet-W...
14/07/2025

সম্মানিত ডা: গোপাল চন্দ্র বিশ্বাস, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল স্যার বগুড়ায় শুভাগমন এবং Vet-World Diagnostic & Pet Clinic, Bogura পরিদর্শন করেন। এ সময় সাথে ছিলেন ডা: সাইদুল ইসলাম ভিএস, জেলা প্রাণিসম্পদ অফিস, বগুড়া স্যার এবং অন্যান্য প্রাইভেট প্রাকটিশনারবৃন্দ।
পরিদর্শনকালে তিনি ক্লিনিকের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং পরামর্শ প্রদান করেন। পরিশেষে স্যারের শুভাগমন উপলক্ষে নিজ হাতে ফ্রি ভ্যাক্সিনেশন প্রগ্রামের মাধ্যমে ভিজিট সমাপ্ত করেন।

Address

Puran Bogra
Rājshāhi

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet-World Diagnostic & Pet Clinic, Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category