সুমন পল্লী

সুমন পল্লী এ যেন গ্রাম্য বৈচিত্র্যর এক মিলনমেলা আর সবুজের বিশাল সমারহ। কৃষি সমৃদ্ধির এই দেশ আমার সোনার বাংলাদেশ।

শীতকালের এক লোভনীয় খাবার খেজুরের গুড়। বিভিন্ন প্রকার ১০০% খাঁটি খেজুরের গুড় নিতে এখনি যোগাযোগ করুন সুমন পল্লীর এই পেজ...
29/11/2025

শীতকালের এক লোভনীয় খাবার খেজুরের গুড়। বিভিন্ন প্রকার ১০০% খাঁটি খেজুরের গুড় নিতে এখনি যোগাযোগ করুন সুমন পল্লীর এই পেজে অথবা কল করুন।

22/11/2025

"শীতের মিষ্টি রোদ"
শী-ত-কা-লে-র এই স-কা-ল-টা,
কে-ম-ন যেন অন্য-রকম,
কু-য়া-শা-র ঘন আঁচল সরায়ে,
আ-সে রোদ স-ব-চে-য়ে নরম।
গা-ছ-পা-লা আর ঘাসের ডগায়,
শিশির কণার মুক্তো জ্বলে,
ধীরে ধীরে সে-ই মুক্তোরা সব,
মিশে যায় রোদের কো-লে।
উ-ষ্ণ-তা মা-খা স্নি-গ্ধ আ-লো,
পিঠে এসে আলতো ছোঁয়,
লেপ কম্বলের আদর ভুলে,
মনটা কেমন ব্যাকুল হয়।
বুড়ো মানুষ উঠোনে বসে,
রো-দে-র দিকে মুখটি তোলে,
আলস্য মাখা দুপুরে, সে-ই রোদ
হেমন্তের স্মৃতি ভোলে।
মিষ্টি রোদ, মিষ্টি হাসি,
মিষ্টি এক-টা দিনের শুরু,
শীতের সকাল, সব-চেয়ে ভালো,
মন ভালো করার গুরু।

21/11/2025

নির্ঘুম রাত
নির্ঘুম রাত, এ কেমন মায়া?
আঁধার ফুঁড়ে, জ্বলে জোনাকীর ছায়া।
তারাদের ভীড়ে চাঁদ একা জেগে রয়,
কিসের খোঁজে মন এমন বিভোর হয়?
জানালা জুড়ে রাত জাগা বাতাস বয়,
ফিসফিস করে কিছু কথা যেন কয়।
ঘুমেরা পালায়, তারা নিয়েছে ছুটি,
হৃদয়ের ভাঁজে জমছে অব্যক্ত খুঁটি।
পুরাতন স্মৃতি এসে ভিড় করে পাশে,
হারানো দিনের সুর কানে মৃদু হাসে।
দেয়ালের ছায়া যেন কঙ্কাল সাজায়,
নিঃশব্দে সময় শুধু বয়ে চলে যায়।
একা চাঁদ, একা আমি, দু'জনের পথ চলা,
নিঝুম প্রহরে শুধু নীরবতার পালা।
আলো ফোটা ভোরে এই অপেক্ষার হবে শেষ,
তবুও নির্ঘুম রাত যেন এক ভালোবেসা আবেশ।

21/11/2025

কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মারাত্মক রকমের 5.2 মাত্রার ভূমিকম্প থেকে আল্লাহ আমাদেরকে যে রক্ষা করেছেন এজন্য আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ।

15/11/2025

ঘুম হোক একটু পরিপূর্ণ এবং স্বপ্ন হোক একটা মনের মতন এই কামনাই রইল সবাইকে শুভ রাত্রি

15/11/2025

"ঘুম"

যখন আকাশ ঢাকে নীলিম কালো চাদরে,
ক্লান্ত পৃথিবী ঘুমায় স্নিগ্ধ মৃদু আদরে।
দিনের শেষে সুর্য যখন রথে ফেরে,
নিঃশব্দের বাঁশি বাজে মনের অন্দরে।
চোখের পাতায় নেমে আসে এক নরম আবেশ,
জেগে থাকা সব চিন্তা তখন খুঁজে পায় শেষ।
নীরবে মুক্তি মেলে সকল কোলাহল থেকে,
নিঝুম রাতের কোলে মনটি শান্তি লেখে।
ঘুমের রেশে ভেসে যায় মন দূর অজানা দেশে,
সেথায় ফোটে কত স্বপ্ন, মৃদু মৃদু হেসে।
আলো-ছায়ার খেলা চলে, মায়ার জাল বোনা,
ভবিষ্যতের বীজ সেথায় হয় যে গোনা।
দেহ-মনে লাগে যেন শীতল স্পর্শ কার,
নতুন করে বাঁচে আবার যত অঙ্গীকার।
ক্লান্তি ঘুচে, প্রাণ ভরে, আসে নতুন আশা,
সকালের জন্য প্রস্তুত হয় জীবন-ভাষা।

15/11/2025

মোমো ইন এ পুল এবং ভার্টিক্যাল গার্ডেন এর সন্ধ্যার দৃশ্য,,,

মেঘাই ঘাটের এক মন মুগ্ধকর পরিবেশ #মেঘাইঘাট  #নদী #বাংলারূপ
15/11/2025

মেঘাই ঘাটের এক মন মুগ্ধকর পরিবেশ
#মেঘাইঘাট
#নদী
#বাংলারূপ

14/11/2025

"শীতের রাত"
রাত নেমেছে, হেমন্তেরই শেষে,
শীতের ছোঁয়া লেগেছে বুঝি এসে।
আলো-আঁধারি চাঁদ ডোবে আর ভাসে,
একলা প্রহর মৃদু হাওয়ায় হাসে।
কুয়াশার এক পাতলা আস্তরণ,
রাস্তা জুড়ে ফেলেছে আবরণ।
শিরীষ ডালে পাতা ঝরার শব্দ,
নিস্তব্ধতা ভাঙছে অবরুদ্ধ।
আলতো কাঁপুনি, মিষ্টি এক আদর,
গায়ে জড়ানো পাতলা কোনো চাদর।
জানালা দিয়ে আসে মৃদু শীতলতা,
মনে জাগে পুরোনো দিনের কথা।
দূরে শোনা যায় ঝিঁঝিদের এক সুর,
গ্রামের দিকে বাঁশির আওয়াজ সুমধুর।
শহরের আলো মিটিমিটি জ্বলে,
ঘুম নেমে আসে চোখে ছলছলে।
*হৃদয় খোঁজে একটুখানি উষ্ণতা,
হালকা শীতে কাটে নীরবতা।
জমে থাকা শিশির কণা ঘাসে,
এ রাত শুধু স্বপ্ন এঁকে হাসে।
#কবিতা #শীতেররাত #শীতকাল
#কবিতালাভার

Address

চৌধুরী বাড়ি, পশ্চিম গোসাইপুর, মহাদেবপুর
Patnitala
6540

Alerts

Be the first to know and let us send you an email when সুমন পল্লী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share