
07/06/2025
🌙✨ ঈদুল আযহার পবিত্র শুভক্ষণে Shada Bird Feed পরিবারের পক্ষ থেকে হৃদয়ভরা শুভেচ্ছা ও ভালোবাসা ✨🌙
প্রিয় পাখিপ্রেমী বন্ধু ও সম্মানিত গ্রাহকবৃন্দ,
ঈদ মানেই আত্মত্যাগ, ভালবাসা, কৃতজ্ঞতা ও পরস্পরের পাশে দাঁড়ানোর এক অপার আনন্দের সময়।
পবিত্র ঈদুল আযহার এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি আপনাদের —
আপনারা যাঁরা আমাদের প্রতি আস্থা রেখেছেন,
যাঁরা নিরবিচারে আমাদের সঙ্গে ছিলেন,
যাঁরা নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন নিজের প্রিয় পাখিদের জন্য।
আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া Shada Bird Feed আজকের এই অবস্থানে পৌঁছাতে পারত না।
আপনাদের চাহিদা ও পাখিদের সুস্থতা আমাদের অনুপ্রেরণা।
আমরা বিশ্বাস করি —
প্রাণীর যত্ন মানেই প্রকৃতির প্রতি দায়িত্ব, আর পাখির যত্ন মানেই ভালোবাসার পরিপূর্ণতা।
এই ঈদের মাহাত্ম্যে আমরা চাই –
আপনার পরিবারে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
আপনার প্রিয় পাখিদের জীবন হোক আনন্দে ভরপুর, সুস্থ ও সক্রিয়।
আপনার প্রতিটি দিন হোক পাখিদের কলতানে মুখরিত।
আমরা আছি সবসময় আপনার এবং আপনার প্রিয় পাখির পাশে –
সুস্থ খাদ্য, যত্ন, পরামর্শ ও বিশ্বস্ততার প্রতিশ্রুতি নিয়ে।
আপনাদের এই ভালোবাসার পথ চলায় আমাদের পাশে থাকার জন্য
Shada Bird Feed পরিবারের পক্ষ থেকে জানাই অন্তরের গভীর থেকে অসীম কৃতজ্ঞতা।
💖 ঈদ মোবারক!
🕊️ আপনার প্রিয় পাখির সুস্থতায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
🫶 ভালোবাসা ও দোয়া রইল – Shada Bird Feed পরিবার থেকে।