28/06/2025
"𝓟𝓲𝓴𝓪"🦋
𝟤𝟨 𝒥𝓊𝓃𝑒, 𝟤𝟢𝟤𝟧
𝟤:𝟢𝟫 𝒶𝓂...🥀
𝕋𝕙𝕚𝕤 𝕚𝕤 𝕥𝕣𝕚𝕓𝕦𝕥𝕖 𝕗𝕠𝕣 𝕄𝕪 𝟙𝕤𝕥 𝔽𝕠𝕤𝕥𝕖𝕣 ℂ𝕙𝕚𝕝𝕕🌸
🎀আমার ব্যবসায়িক ফস্টার জীবনের শুরু হয় পিকাকে দিয়ে, এর আগে আমি ফ্রি ফষ্টারিং করতাম আমার সাধ্যমতো, তখন আমার ওরিও ছিলো। এখন আর করিনা, করবোও না।
ওরিও চলে যাবার পর ওরিও'র স্মৃতিতেই মূলত আমার এই পদক্ষেপ, নারায়নগঞ্জ এ বেস্ট ফস্টার আম্মু হবার ইচ্ছা (যদিও জানিনা কতদূর পারবো, কতটুকু পারবো, আমার সামর্থানুযায়ী কোয়ালিটি বজায় রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্)।
ব্যবসায়িক জীবনে একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে দায়বদ্ধতা এবং ফস্টারের জন্য cat parents দের অসম্ভব সুন্দর ভালোবাসা। যেটা দায়দায়িত্বহীন cat owner-রা কোনোদিন বুঝবেনা।
🐾পিকা আমার এমন এক ফস্টার বাচ্চা ছিলো যার মায়া কাটিয়ে উঠা কখনোই সম্ভব না।😭 পিকার মাধ্যমে ওর পরিবারের সাথে এক অদ্ভুত পারিবারিক বন্ধনে আবদ্ধ হই। পিকার ডেলিভারির সময়টাতেও আমি যোগাযোগে ছিলাম আর পিকার শেষ নিঃশ্বাসেও। মনের টান বোধ হয় একেই বলে। এত চঞ্চল আর এত সুন্দর ছিলো আমাদের পিকা🥹💝। মানুষের বদন*জরে বাচ্চা হবার পর পর মাস দু'এর মধ্যেই শুকিয়ে যায়। তারপর থেকে পিকার আম্মু পিকার পিছনে অক্লান্ত পরিশ্রম দিতে শুরু করে। সময় অসময় ভেট দেখানো কিংবা আমার সাথে যোগাযোগ থাকে। পিকার বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিলো কিন্তু ওদের ওর মায়ের মতই সর্দির সমস্যা হয়। এত পরিশ্রম, এত চিকিৎসার পর পিকা জন্ডিস এবং লিভার রোগে আক্রান্ত হয়ে এক অচেনা দেশে পারি জমায়। পিকার সমস্যা ছিলো ওর লক্ষণগুলো শেষ সময় প্রকাশিত হয় আর মানুষের নজরে ওর immunity দুর্বল হয়ে পড়ে, খাওয়াদাওয়া কমে যায়।
একটা বিষয়-ই লক্ষণীয় যে, বাইরে গেলে বা বাসায় লোক এসে কোনো প্রসংশা করার পর ই ওদের অসুখ বাড়তে থাকে, সুস্বাস্থ্য কমতে থাকে।
📌📌আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেকোনো ভালো লাগার মতো কিছু দেখলে "মাশাআল্লাহ/বারাকাল্লাহু ফি হায়াতি" বলবেন অবশ্যই।💯
_আপনি যতই শুভাকাঙ্ক্ষী হন কারো, আপনি যদি আল্লাহর কাছে তার হেফাজত এবং বরকতের দোয়া না করেন আপনার সুনজরও বদনজর হয়ে কারো জীবন শে*ষ করে দিতে সক্ষম। ❌
পিকার চলে যাওয়ার ঠিক ২দিন আগে আমার ঘরেও এমনকিছু দুঃখজনক হয়, যেটা আমি পরে শেয়ার করবো। আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছি, শুধুমাত্র Cat owner রাই বুঝবেন।
আমাদের আপনাদের সবার আদরের পোষা প্রাণীগুলাসহ ঘরের সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এই দোয়া করি। ❤️