Oreo Foster Home

Oreo Foster Home Budget Friendly Cat foster home in Narayanganj .. Safe Place for your Cat Babies ..
(2)

Budget Friendly Deal for my Lovely Customers 🎀🦋Kitten to Adult (all available)  🐾 Not for Adoption ❌‼️Starts from 4*** 😍...
08/07/2025

Budget Friendly Deal for my Lovely Customers 🎀
🦋Kitten to Adult (all available)
🐾 Not for Adoption ❌

‼️Starts from 4*** 😍
Breed & Age (Details in pictures)
🌸Personality: Curious & Loves Cuddles, Clingy Cats are here..💯

✅If you're interested in providing a caring home, please reach out. Let's ensure those cats find a safe and loving Family & environment .
🌸Don't forget to say Masha Allah 🌸
📌Preferable Location: Narayanganj, Munshiganj, Dhaka or nearby...

"𝓟𝓲𝓴𝓪"🦋𝟤𝟨 𝒥𝓊𝓃𝑒, 𝟤𝟢𝟤𝟧𝟤:𝟢𝟫 𝒶𝓂...🥀𝕋𝕙𝕚𝕤 𝕚𝕤 𝕥𝕣𝕚𝕓𝕦𝕥𝕖 𝕗𝕠𝕣 𝕄𝕪 𝟙𝕤𝕥 𝔽𝕠𝕤𝕥𝕖𝕣 ℂ𝕙𝕚𝕝𝕕🌸🎀আমার ব্যবসায়িক ফস্টার জীবনের শুরু হয় পিকাকে দি...
28/06/2025

"𝓟𝓲𝓴𝓪"🦋
𝟤𝟨 𝒥𝓊𝓃𝑒, 𝟤𝟢𝟤𝟧
𝟤:𝟢𝟫 𝒶𝓂...🥀
𝕋𝕙𝕚𝕤 𝕚𝕤 𝕥𝕣𝕚𝕓𝕦𝕥𝕖 𝕗𝕠𝕣 𝕄𝕪 𝟙𝕤𝕥 𝔽𝕠𝕤𝕥𝕖𝕣 ℂ𝕙𝕚𝕝𝕕🌸

🎀আমার ব্যবসায়িক ফস্টার জীবনের শুরু হয় পিকাকে দিয়ে, এর আগে আমি ফ্রি ফষ্টারিং করতাম আমার সাধ্যমতো, তখন আমার ওরিও ছিলো। এখন আর করিনা, করবোও না।
ওরিও চলে যাবার পর ওরিও'র স্মৃতিতেই মূলত আমার এই পদক্ষেপ, নারায়নগঞ্জ এ বেস্ট ফস্টার আম্মু হবার ইচ্ছা (যদিও জানিনা কতদূর পারবো, কতটুকু পারবো, আমার সামর্থানুযায়ী কোয়ালিটি বজায় রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্)।
ব্যবসায়িক জীবনে একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে দায়বদ্ধতা এবং ফস্টারের জন্য cat parents দের অসম্ভব সুন্দর ভালোবাসা। যেটা দায়দায়িত্বহীন cat owner-রা কোনোদিন বুঝবেনা।

🐾পিকা আমার এমন এক ফস্টার বাচ্চা ছিলো যার মায়া কাটিয়ে উঠা কখনোই সম্ভব না।😭 পিকার মাধ্যমে ওর পরিবারের সাথে এক অদ্ভুত পারিবারিক বন্ধনে আবদ্ধ হই। পিকার ডেলিভারির সময়টাতেও আমি যোগাযোগে ছিলাম আর পিকার শেষ নিঃশ্বাসেও। মনের টান বোধ হয় একেই বলে। এত চঞ্চল আর এত সুন্দর ছিলো আমাদের পিকা🥹💝। মানুষের বদন*জরে বাচ্চা হবার পর পর মাস দু'এর মধ্যেই শুকিয়ে যায়। তারপর থেকে পিকার আম্মু পিকার পিছনে অক্লান্ত পরিশ্রম দিতে শুরু করে। সময় অসময় ভেট দেখানো কিংবা আমার সাথে যোগাযোগ থাকে। পিকার বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিলো কিন্তু ওদের ওর মায়ের মতই সর্দির সমস্যা হয়। এত পরিশ্রম, এত চিকিৎসার পর পিকা জন্ডিস এবং লিভার রোগে আক্রান্ত হয়ে এক অচেনা দেশে পারি জমায়। পিকার সমস্যা ছিলো ওর লক্ষণগুলো শেষ সময় প্রকাশিত হয় আর মানুষের নজরে ওর immunity দুর্বল হয়ে পড়ে, খাওয়াদাওয়া কমে যায়।
একটা বিষয়-ই লক্ষণীয় যে, বাইরে গেলে বা বাসায় লোক এসে কোনো প্রসংশা করার পর ই ওদের অসুখ বাড়তে থাকে, সুস্বাস্থ্য কমতে থাকে।

📌📌আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেকোনো ভালো লাগার মতো কিছু দেখলে "মাশাআল্লাহ/বারাকাল্লাহু ফি হায়াতি" বলবেন অবশ্যই।💯

_আপনি যতই শুভাকাঙ্ক্ষী হন কারো, আপনি যদি আল্লাহর কাছে তার হেফাজত এবং বরকতের দোয়া না করেন আপনার সুনজরও বদনজর হয়ে কারো জীবন শে*ষ করে দিতে সক্ষম। ❌
পিকার চলে যাওয়ার ঠিক ২দিন আগে আমার ঘরেও এমনকিছু দুঃখজনক হয়, যেটা আমি পরে শেয়ার করবো। আমরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছি, শুধুমাত্র Cat owner রাই বুঝবেন।
আমাদের আপনাদের সবার আদরের পোষা প্রাণীগুলাসহ ঘরের সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এই দোয়া করি। ❤️

❗ঈদের বিশাল ব্যস্ততার পর এখন একটু বিশ্রামের সময়😅 তবুও ফস্টার এর চাপ কমছেনা। আপাতত 30 জুন অব্দি আর কোনো বুকিং নিবোনা। আম...
20/06/2025

❗ঈদের বিশাল ব্যস্ততার পর এখন একটু বিশ্রামের সময়😅 তবুও ফস্টার এর চাপ কমছেনা। আপাতত 30 জুন অব্দি আর কোনো বুকিং নিবোনা। আমি খুব ক্লান্ত আর অসুস্থ বোধ করছি আর আমার বাচ্চারাও একটু একান্তে থাকতে চায়।
📌জুলাই মাস থেকে পুনরায় বুকিং নিবো। ইনশাআল্লাহ্ 💕
📌জুলাই মাসের বুকিং এখন দিয়ে রাখতে পারবেন।
📌ইমারজেন্সি ফস্টার নেইনা। নিম্নে ২-১ দিন আগে ইনফর্ম করা বাধ্যতামূলক। কারণ আমরা স্বল্প পরিসরে সুস্থ বিড়াল ফস্টারে রাখি। সবসময় জায়গা খালি থাকেনা। খালি থাকলে বা মিশুক বিড়াল হলে ইমারজেন্সি রাখা যায়।
📌ছোঁয়াচে রোগ (ফ্লু বা সর্দি - জ্বর or others) এমন বিড়াল রাখিনা। ❌
📌After care (neuter / spay) service নিতে নিম্নে ১০-১৫দিন আগে বুকিং দিয়ে রাখবেন।

Most important ‼️
❌ Don't compare anyone with others..
সবার ক্যাপাসিটি, সবার সার্ভিস, সবার খরচ আর সবার পরিবেশ একরকম নয়। 🐾
Foster Owner's সবাই সবার জায়গা থেকে Best 💕
তাই কখনো অহেতুক nagotiation কিংবা তর্কে জড়ানো থেকে বিরত থাকবেন।
💯আপনার বাজেট আপনার কমফোর্ট আমাদের শেয়ার করতে পারেন। আমরা আমাদের Best Deal টাই দেয়ার চেষ্টা করবো।
📌আপনার আদরের পোষা প্রাণীটি আপনি কোথায় রাখবেন সেটা আপনার সিদ্ধান্ত💯
আপনি ১০ জায়গা দেখে , পরখ করে রাখবেন। নির্দ্বিধায়, নিশ্চিন্তে , বন্ধুসুলভ ভাবে আমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারবেন।
🎀কাস্টমার ছাড়াও বিড়াল সম্পর্কিত যেকোনো বিষয়ে যেকেও আমাদের মেসেজ দিতে পারেন, আমরা গাইড করার চেষ্টা করবো আমাদের সাধ্যমত আপনার সমস্যা সমাধানে। (ফ্রি সময়ে)

আর সর্বশেষে একটা কথাই বলবো,
"𝗜 𝗹𝗼𝘃𝗲 𝘆𝗼𝘂 𝗠𝘆 𝗦𝘄𝗲𝗲𝘁 𝗖𝘂𝘀𝘁𝗼𝗺𝗲𝗿'𝘀"🥹🥀
তোমাদের ছাড়া আমি অচল। এত ক্লান্তি এত ব্যস্ততার মাঝে তোমাদের দেয়া মেসেজ, তোমাদের ভালোবাসা আমাকে অনেক মানসিক শান্তি দেয়। নিমিষেই সব অস্থিরতা কাটিয়ে উঠি।🦋 আমার মনে হয় বিড়াল পালা মানুষ গুলার মন আসলেই অনেক ভালো হয়।💯

𝙏𝙤𝙤 𝙢𝙪𝙘𝙝 𝙛𝙧𝙪𝙨𝙩𝙧𝙖𝙩𝙚𝙙 & 𝙎𝙩𝙧𝙚𝙨𝙨𝙚𝙙..এই প্রথম হয়তো আমার ব্যবসায়িক পেজে আমি 𝙞𝙧𝙧𝙞𝙩𝙖𝙩𝙚 হয়ে এমন পোস্ট করতে বাধ্য হচ্ছি। 📌আমরা ...
07/06/2025

𝙏𝙤𝙤 𝙢𝙪𝙘𝙝 𝙛𝙧𝙪𝙨𝙩𝙧𝙖𝙩𝙚𝙙 & 𝙎𝙩𝙧𝙚𝙨𝙨𝙚𝙙..
এই প্রথম হয়তো আমার ব্যবসায়িক পেজে আমি 𝙞𝙧𝙧𝙞𝙩𝙖𝙩𝙚 হয়ে এমন পোস্ট করতে বাধ্য হচ্ছি।
📌আমরা ঈদের এমন ব্যস্ত সময়ে আমাদের ফস্টার খোলা রাখতে পেরেছি কারণ আমরা কুরবানী দেইনাই। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ্। কিন্তু আজকে ঈদের ১টা দিন, সবাই ব্যস্ত। রাতদিন পার হয়ে যাচ্ছে কাজের চাপে ঘুমাতে পারছিনা। বুয়া ছুটিতে, আমি গত প্রায় ৬-৭ দিন যাবত নিরলস পরিশ্রম করছি। জ্বর এসে পড়েছে, আজ সকাল ১১টা বাজে কোনোভাবে চোখ বন্ধ করেছি এত ক্লান্তি তবুও ঘুমানোর সময় নেই...
✅এখন আসি মূল কথায়, আমি আমার ফস্টার কাস্টমারদের সাথে যোগাযোগ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। যাদের বিড়াল এখন আমার কাছে আছে তারাও নিশ্চিন্তে ঈদ পালন করছে। আমি নিজের দায়িত্ববোধ থেকে তাদের আপডেট দিয়ে যাচ্ছি এবং আমার কাস্টমার কেউই আমাকে অহেতুক ডিস্টার্ব করেনা আলহামদুলিল্লাহ্, মাশাআল্লাহ। তাদের কাছে আমার বিশ্রাম এবং সুস্থ থাকা বেশি জরুরি। আমার প্রিয় কাস্টমার এরা 💕🥹
কিন্তু আজ ঈদের দিন মানুষ ফস্টারে বিড়াল আর খরগোশ রাখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। সকাল থেকে ফোনের উপর ফোন, মেসেজে আমার মোবাইল হ্যাং হয়ে গেছে। যে কারণে আমি প্রায় কয়েক ঘণ্টা আমার কাস্টমারদের সাথেও কথা বলতে পারিনি। না পারলাম ঘুমাতে। এই ঈদের দিন প্রফেশনাল কেও ফস্টার নেয়না ❌
📌তবুও চেষ্টা করেছি মেসেজ দেয়া প্রত্যেকটা মানুষকে রেসপন্স করতে। কিন্তু তারা বিড়ালের বিবরণ দিতে নারাজ, খালি আল্লাহর ওয়াস্তে ধরায় দিয়ে যেতে চায়। যেটা আমার পক্ষে অসম্ভব। আমার আলহামদুলিল্লাহ সব স্লট ফুল। তবে মিশুক কীটেন ২-১ টা রাখা যাবে। মেসেজ সিন করে ফালায় রাখে সব।
এটার জন্য আমাকে ঘুম থেকে উঠাইসেন❓ তাও ঈদের দিনে❗

▪️নোট : রোজার ঈদের ১ মাস আগে থেকে ফস্টার বুকিং শুরু হয়। আর কুরবানীর ঈদের ১৫-২০ দিন আগে। তাই Most of Foster Full Booked হয়ে যায়, শেষ সময়ে কোথাও জায়গা পাবেন না।
কারো slot খালি থাকলে ভিন্ন বিষয়...
বিড়াল পালন করেন তাদের জন্য এই বিষয় টা জেনে রাখা অত্যাবশ্যক। 💯
আপনি সময় করে ১০টা ফস্টার খোজ নিয়ে ১টা বুক করবেন সে সময় হাতে নিয়ে সিদ্ধান্ত নিবেন। কখনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিবেন না কারণ আপনার আমানত , আপনার পোষা প্রাণী, দায়িত্বটাও আপনার বেশি, নিরাপদ আশ্রয় খোজার‼️

দুঃখিত এত কথা বলার জন্য কিন্তু আমাদেরও রেস্ট করার অধিকার আছে। আমরাও ক্লান্ত হই, আমাদের ও ঈদ আছে। আপনাদের ভালোবাসা প্রয়োজন সব ক্লান্তি দূর করতে।

োবারক 🌙

04/06/2025

পোলাটা আমার বড্ড লক্ষী ছিলো 🙂
জিঞ্জার ক্যাট এমন হাতে গোনা খুব কম ই হয়।🎀 ওরে বুকে নিয়া ধইরা রাখলেও অপরিচি কাওরে দেখলেও কামড় খামচি দিতোনা। শুধু চুপ করে ডেবডেব করে তাকায় থাকতো আর মা মা করতো। 😭
ওর ঘুমানোর জায়গা ছিলো আমার উপর নয়তো আমাদের 2জনের মাঝে। দরজা এসে নক করে ঘরে ঢুকতো।

ওর বাজে অভ্যাস ছিলো খাবার চুরি করা আর যেখানে সেখানে পটি করা। এটার জন্য সারাদিন পিটুনি দিতাম। কিন্তু ঘুরেফিরে এসে মা কে পামপট্টি দিয়ে মন গলায় ফেলতো।
ওর বাবা বাসায় ফিরার সময় ও নীচে গিয়ে পিক করতো। বাবার সাথে তার অন্যরকম খুনশুটি। 💕
দুনিয়ার যতই সুন্দর আর লক্ষী বাচ্চা আমার জীবনে আসুক। Oreo আমার ১ম আর শ্রেষ্ঠ ভালোবাসা🦋

ফস্টার এ ওরিও এর মতো দেখতে অনেক বিড়াল এসেছে , এরমধ্যে Simba আর Lucy er স্বভাব ওর 90% মিলে। কিন্তু বাকিসব রাগী আর হিংস্র ছিলো। আমি খুঁজে বেড়াই আমার Oreo কে সবার বাচ্চার মাঝে। 😭

💯𝗢𝘂𝗿 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗣𝗮𝗶𝗱 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀:📌𝐏𝐞𝐭 𝐓𝐫𝐚𝐧𝐬𝐩𝐨𝐫𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 (𝙲𝚊𝚝, 𝚁𝚊𝚋𝚋𝚒𝚝, 𝙳𝚘𝚐)📌𝐃𝐞𝐰𝐨𝐫𝐦𝐢𝐧𝐠 📌𝐒𝐩𝐚𝐲/𝐍𝐞𝐮𝐭𝐞𝐫 𝐀𝐟𝐭𝐞𝐫 𝐂𝐚𝐫𝐞📌𝙂𝙧𝙤𝙤𝙢𝙞𝙣𝙜 𝙎𝙚𝙧𝙫𝙞𝙘𝙚:▪️...
31/05/2025

💯𝗢𝘂𝗿 𝗢𝘁𝗵𝗲𝗿 𝗣𝗮𝗶𝗱 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀:
📌𝐏𝐞𝐭 𝐓𝐫𝐚𝐧𝐬𝐩𝐨𝐫𝐭 𝐒𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 (𝙲𝚊𝚝, 𝚁𝚊𝚋𝚋𝚒𝚝, 𝙳𝚘𝚐)
📌𝐃𝐞𝐰𝐨𝐫𝐦𝐢𝐧𝐠
📌𝐒𝐩𝐚𝐲/𝐍𝐞𝐮𝐭𝐞𝐫 𝐀𝐟𝐭𝐞𝐫 𝐂𝐚𝐫𝐞

📌𝙂𝙧𝙤𝙤𝙢𝙞𝙣𝙜 𝙎𝙚𝙧𝙫𝙞𝙘𝙚:
▪️𝐄𝐚𝐫 𝐂𝐥𝐞𝐚𝐧𝐢𝐧𝐠
▪️𝐄𝐲𝐞 𝐂𝐥𝐞𝐚𝐧𝐢𝐧𝐠
▪️𝐍𝐚𝐢𝐥 𝐂𝐮𝐭𝐭𝐢𝐧𝐠
▪️𝐑𝐞𝐠𝐮𝐥𝐚𝐫 𝐁𝐚𝐭𝐡
▪️𝐓𝐞𝐚𝐤 & 𝐅𝐥𝐞𝐚 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐁𝐚𝐭𝐡
▪️𝐅𝐮𝐧𝐠𝐚𝐥 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐁𝐚𝐭𝐡

✅𝙁𝙡𝙖𝙩 10% 𝘿𝙞𝙨𝙘𝙤𝙪𝙣𝙩 𝙤𝙣 𝘼𝙣𝙮 𝙁𝙊𝙐𝙍 𝙎𝙚𝙧𝙫𝙞𝙘𝙚𝙨 𝙤𝙧 𝙐𝙥𝙩𝙤 5000 𝙩𝙠 𝙋𝙪𝙧𝙘𝙝𝙖𝙨𝙚😍
❗𝚃𝚑𝚒𝚜 𝙾𝚏𝚏𝚎𝚛 𝚠𝚒𝚕𝚕 𝙴𝚡𝚙𝚒𝚛𝚎 𝚊𝚏𝚝𝚎𝚛 𝙽𝚎𝚡𝚝 𝚄𝚙𝚍𝚊𝚝𝚎..

ফস্টার নিয়ে ঘুমানোর মধ্যে এক অন্যরকম শান্তি।🥹তারা আসে মেহমান হয়ে কিন্তু এক গভীর দাগ কেটে যায় আমাদের জীবনে, আমাদের স্ম...
22/05/2025

ফস্টার নিয়ে ঘুমানোর মধ্যে এক অন্যরকম শান্তি।🥹
তারা আসে মেহমান হয়ে কিন্তু এক গভীর দাগ কেটে যায় আমাদের জীবনে, আমাদের স্মৃতিতে।♥️
ভালো থাকুক আমার প্রত্যেকটা বাচ্চা।
মাশাআল্লাহ✨
পোকো টুনাপাখি🎀
#ফস্টার

Vaccination & Teak Treatment Done From pet shop narayangonj  ♥️নারায়ণগঞ্জের বিশ্বস্ত এবং বাজেট ফ্রেন্ডলি ভেটিনারী এবং প...
18/05/2025

Vaccination & Teak Treatment Done From pet shop narayangonj ♥️
নারায়ণগঞ্জের বিশ্বস্ত এবং বাজেট ফ্রেন্ডলি ভেটিনারী এবং পেট শপ✨
ধন্যবাদ Ashad Alam ভাই🎀

#ভ্যাকসিন

16/05/2025

Eid Foster Booking Almost full Alhamdulillah..✨
আর শুধু ৭টা বুকিং নিবো♥️
Hurry up ‼️
Last time কোনো বুকিং নেয়া হবেনা।

𝙀𝙞𝙙 𝙎𝙥𝙖𝙘𝙞𝙖𝙡 𝙊𝙛𝙛𝙚𝙧‼️গত ঈদের মতো এবারও ঈদ উল আযহা উপলক্ষে Oreo Foster Home    এর পক্ষ থেকে আমরা বিশেষ কিছু অফার নিয়ে এসেছ...
16/05/2025

𝙀𝙞𝙙 𝙎𝙥𝙖𝙘𝙞𝙖𝙡 𝙊𝙛𝙛𝙚𝙧‼️

গত ঈদের মতো এবারও ঈদ উল আযহা উপলক্ষে Oreo Foster Home এর পক্ষ থেকে আমরা বিশেষ কিছু অফার নিয়ে এসেছি আমাদের প্রিয় গ্রাহকদের জন্য🎀🥹

𝟐𝐧𝐝 𝐃𝐡𝐚𝐦𝐚𝐤𝐚 𝐎𝐟𝐟𝐞𝐫...
✨ ঈদ উপলক্ষে আমাদের কাছে ১টি বা ২টি বিড়াল অন্তত ৭দিন বা তার বেশিদিন রাখলে থাকছে 𝟓% 𝐃𝐢𝐬𝐜𝐨𝐮𝐧𝐭‼️

✨ ৩টি বা ততোধিক বিড়াল ৩ থেকে ৭দিন রাখলে থাকছে 𝟓% 𝐃𝐢𝐬𝐜𝐨𝐮𝐧𝐭‼️
(শর্ত প্রযোজ্য)

▪️Offer 1 জুন থেকে 20 জুন অব্দি। (কর্তৃপক্ষ অফারের তারিখ বা শর্ত পরিবর্তন করার ক্ষমতা রাখে)

▪️আপনারা জানেন, ইতোমধ্যে আমাদের ফস্টার বুকিং শুরু হয়ে গেছে। আমাদের Schedule এর সুবিধার্থে আমরা Admission Fee এবং Foster Charge এর ১০% অগ্রিম নিয়ে বুকিং নিচ্ছি।
Non-Refundable ❌
No Cancellation ❌
আসন সীমিত তাই দ্রুত বুকিং করুন।
▪️আমাদের পুরাতন গ্রাহকদের জন্য থাকবে ডিস্কাউন্ট অথবা উপহার♥️
বিস্তারিত জানতে ইনবক্স📥

▪️𝗙𝗼𝘀𝘁𝗲𝗿 𝗖𝗼𝗻𝗱𝗶𝘁𝗶𝗼𝗻𝘀:
Cats must be,
° Healthy & Vaccinated
° Dewarmed
° Teak & Flea Free
° Fungal Free
° P*e Potty Trained

🐾চমক কিন্তু আরো আছে,
To Be Continued . . .
pet shop narayangonj Raifun Khan Rakib Yeada Rahman Purbasha

𝗙𝗿𝗲𝗲 𝗦𝗽𝗮 ⁉️ 𝙊𝙛𝙛𝙚𝙧📣𝙀𝙞𝙙 𝙎𝙥𝙖𝙘𝙞𝙖𝙡 𝙊𝙛𝙛𝙚𝙧‼️এবার ঈদ উল আযহা উপলক্ষে Oreo Foster Home  এর পক্ষ থেকে আমরা বিশেষ কিছু অফার নিয়ে এ...
14/05/2025

𝗙𝗿𝗲𝗲 𝗦𝗽𝗮 ⁉️ 𝙊𝙛𝙛𝙚𝙧📣
𝙀𝙞𝙙 𝙎𝙥𝙖𝙘𝙞𝙖𝙡 𝙊𝙛𝙛𝙚𝙧‼️

এবার ঈদ উল আযহা উপলক্ষে Oreo Foster Home এর পক্ষ থেকে আমরা বিশেষ কিছু অফার নিয়ে এসেছি আমাদের প্রিয় গ্রাহকদের জন্য🎀🥹
𝟏𝐬𝐭 𝐃𝐡𝐚𝐦𝐚𝐤𝐚 𝐎𝐟𝐟𝐞𝐫...
✨ ঈদ উপলক্ষে আমাদের কাছে ৪টি বা তার বেশি বিড়াল বুকিং করলেই পাচ্ছেন ১টি বিড়ালের জন্য 𝗦𝗽𝗮
(Nail Cutting, Ear Cleaning & Bath) সম্পূর্ণ ফ্রি‼️
অর্থাৎ, আমাদের পক্ষ থেকে স্পা থাকবে উপহার হিসেবে আপনার ১জন সোনামনির জন্য🐾
(শর্ত প্রযোজ্য)

✨ ৩টি বা ততোধিক বিড়াল ৮ থেকে ১৫দিন রাখলে থাকছে 𝟏𝟎% 𝐃𝐢𝐬𝐜𝐨𝐮𝐧𝐭‼️
(শর্ত প্রযোজ্য)

▪️Offer 1 জুন থেকে 25 জুন অব্দি (কর্তৃপক্ষ অফারের তারিখ বা শর্ত পরিবর্তন করার ক্ষমতা রাখে)

▪️আপনারা জানেন, ইতোমধ্যে আমাদের ফস্টার বুকিং শুরু হয়ে গেছে। আমাদের Schedule এর সুবিধার্থে আমরা Admission Fee এবং Foster Charge এর ১০% অগ্রিম নিয়ে বুকিং নিচ্ছি।
Non-Refundable ❌
No Cancellation ❌
আসন সীমিত তাই দ্রুত বুকিং করুন।
▪️আমাদের পুরাতন গ্রাহকদের জন্য থাকবে ডিস্কাউন্ট♥️
বিস্তারিত জানতে ইনবক্স📥

▪️𝗙𝗼𝘀𝘁𝗲𝗿 𝗖𝗼𝗻𝗱𝗶𝘁𝗶𝗼𝗻𝘀:
Cats must be,
° Healthy & Vaccinated
° Dewarmed
° Teak & Flea Free
° Fungal Free
° P*e Potty Trained

🐾Offer কিন্তু আরো আছে,
To Be Continued . . .
pet shop narayangonj Raifun Khan Rakib

13/05/2025

🎀 নাম চটপটি 🎀


🐾মেয়ে বিড়াল, বয়স আনুমানিক ৩.৫ বা ৪ মাস, অনেক ছোট।🥹
💯লিটারে পি পটি করে।
💯মাছ মাংস সবই খায় খুব মজা করে।
♥️গা ঘেঁষা প্রকৃতির বিড়াল, সারাদিন বুকে কোলে, বা গা ঘেঁষে শুয়ে থাকে, মানুষের সাথে খেতে বসতে পছন্দ করে আর প্রচুর মিশুক আর শান্ত।

‼️কারো পালা বিড়াল ছিলো সে কিন্তু হারিয়ে যায় এবং আমি পাই, অনেকদিন খুজাখুজি করেও এর ফ্যামিলিকে পাইনা আর আমার পক্ষে আরেকটা বিড়াল পালা সামর্থের বাহিরে তাই দ্রুত দত্তক দিয়ে দিব।

🐾লোকেশন ২নং রেল গেইট নারায়ণগঞ্জ।

▪️বিড়াল নেয়ার পর যোগাযোগ রাখতে হবে।
▪️বাসায় অনুমতি নিয়ে নিতে হবে পরে ফেরত দেয়া বা অজুহাত দেখানো যাবেনা, ছোট বাবু তাই খেতে ভালোবাসে।
▪️ওর পরিপূর্ণ সুস্বাস্থ্য নিশ্চিত করতে সঠিক খাবার এবং লিটার/বালু খরচ আপনার বহন করার সাধ্য থাকতে হবে।
▪️হারিয়ে যেনো না যায় সেরকম পরিবেশ তৈরি করতে হবে।
▪️ Vaccination করিয়ে নিবেন, বছরে বছরে এবং dewarming ও সময় মত (৩মাস পর পর করতে হবে)।
▪️যেকোনো সমস্যায় আমার সাথে আলোচনা করতে পারবেন নির্দ্ধিধায়।
▪️অসুখ হলে ভেট দেখানোর মন মানসিকতা থাকতে হবে।
‼️মূল কথা নিজের সন্তানের মতো পালবেন, ভালোবাসবেন। যেহেতু ও কারো পালা বিড়াল ও মানুষের সান্নিধ্য চায়, আদর চায় শুধু। কখনো রাস্তায় ছেড়ে দিয়েন না, আমি অনেক কষ্ট করে রাখছি শুধু একটা ভালো পরিবারের সন্ধানে। কারণ ও বাইরের পরিবেশে টিকবে না।

Address

2no Rail Gate
Narayanganj
1400

Opening Hours

Monday 09:00 - 17:00
20:00 - 23:00
Tuesday 09:00 - 17:00
20:00 - 23:00
Wednesday 09:00 - 17:00
20:00 - 23:00
Thursday 09:00 - 17:00
Friday 15:00 - 21:00
Saturday 11:00 - 22:00
Sunday 09:00 - 17:00
20:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Oreo Foster Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category