23/04/2025
#ওলান_পাকা (Mastitis):
ব্যাকটেরিয়া,ভাইরাস,ছত্রাক,ক্ল্যামাইডিয়া,রিকেটশিয়া ইত্যাদির জীবানু ওলানে সংক্রমনের মাধ্যমে এ রোগ সৃষ্টি হয়,অপরিচ্ছন্ন মেঝে,গাভীর অপরিচ্ছন্নতা, অপরিচ্ছন্ন দুগ্ধদোহনকারী,অপরিচ্ছন্ন দুগ্ধদোহন যন্ত্র, শালদুধ পুরোপুরি দোহন না করা,ওলানের ছিদ্রপথে শক্ত কাঠি দ্বারা প্রবেশ করানো ইত্যাদি কারনে ওলান পাকা রোগ হয়।
➡️ওলান পাকা রোগের লক্ষণ সমূহঃ
☑️ ওলান ফুলে যায়।
☑️ ওলান লাল ও গরম হয়।
☑️ রক্ত মিশ্রিত দুধ আসে।
☑️ হলুদাভ দুধ,পুঁজ মিশ্রিত দুধ আসে।
☑️ দুধে দুর্গন্ধ হয়।
☑️ দুধ শক্ত হয়ে যায়।
☑️ বাটের ছিদ্রপথে দুধ আসা বন্ধ হয়ে যায়।
☑️ গাভী দুগ্ধ দোহন করতে দেয় না।
✅ওলান পাকা রোগের প্রতিরোধ সমূহঃ
✔️ দুগ্ধদোহনের পূর্বে ও পরে গাভীর ওলান পরিষ্কার করতে হবে।
✔️ গাভীর বাসস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
✔️ দুগ্ধদোহনকারীর হাত পরিষ্কার রাখতে হবে।
✔️ দুগ্ধদোহন যন্ত্র পরিচ্ছন্ন রাখতে হবে।
✔️ শালদুধ পরিপূর্ণভাবে দোহন করতে হবে।
✔️ বাচ্চা প্রসবের পরে শালদুধ না আসলে,বাটের ছিদ্রপথে শক্ত কোনো কিছু প্রবেশ করানো যাবে না।
উপরে উল্লেখিত লক্ষণগুলো কোন গাভীর প্রকাশ পেলে, অবশ্যই প্রতিরোধসমূহ মেনে চলতে হবে।এবং অভিজ্ঞ একজন (রেজিস্টার্ড)ভেটেরিনারি ডক্টরকে বিষয়টি তাৎক্ষনিক জানাতে হবে,ডক্টরের নির্দেশনা মোতাবেক মেডিসিন প্রয়োগ করতে হবে।
ধন্যবাদ 🙏
শুভংকর দাস শুভ