Mymensingh Bird Breeder's Association

Mymensingh Bird Breeder's Association Mymensingh Bird Breeder's Association has started his journey to create love for birds among people and to be more generous towards them.

If you are having any complications with the bird then definitely let us know. We will help you as much as we can.

Today marks the 6th anniversary of the Mymensingh Bird Breeders Association (MBBA), the first exotic bird group in the M...
25/07/2024

Today marks the 6th anniversary of the Mymensingh Bird Breeders Association (MBBA), the first exotic bird group in the Mymensingh Division. Over the past six years, MBBA has done an incredible job in promoting bird breeding and enhancing the quality of birds in our region.

From organizing the first-ever exotic bird exhibition in Mymensingh to hosting numerous fabulous events, MBBA has truly been a pioneer in fostering a vibrant and passionate bird-keeping community.

We extend our heartfelt thanks to all the dedicated bird keepers of Mymensingh. Your enthusiasm, hard work, and love for birds have made MBBA the success it is today. Here's to many more years of growth, friendship, and beautiful birds! 🐦❤️

শীতকালে পাখির যত্ন:পাখির খাঁচাটি এমন জায়গায় রাখা, যেখানে সরাসরি রোদ যেন না পড়ে, সরাসরি বাতাস এসে ধাক্কা যেন না দেয় এবং শ...
13/12/2023

শীতকালে পাখির যত্ন:

পাখির খাঁচাটি এমন জায়গায় রাখা, যেখানে সরাসরি রোদ যেন না পড়ে, সরাসরি বাতাস এসে ধাক্কা যেন না দেয় এবং শীতও যেন হানা না দেয়। বারান্দায় খাঁচা রাখলে তিন পাশে স্বচ্ছ প্ল্যাস্টিকের দেয়াল তৈরি করে দেয়া। খাবারের ব্যাপারে সতর্ক থাকা। পানি কুসুম গরম করে প্রতিদিন সকালে পাত্রে দিয়ে রাখা। পানি নোংরা হওয়ামাত্রই, বদলে দেয়া। এছাড়া পানির পাত্র পরিষ্কার রাখা। দুপুরের দিকে পাখিদের গোসলের জন্য আলাদা পাত্রে ঈষৎ গরম পানি দিয়ে রাখা। গোসল শেষে সরিয়ে ফেলা।’
যেসব খাবার খাদ্যতালিকায় নেই, তা না দেয়া। লক্ষ রাখা, খাদ্যের গুণগত মান যেন ঠিক থাকে। খনিজ উপাদানের যোগান দিতে মিনারেল ব্লক খাঁচায় রেখে দিতে হবে। ধান, গম বা ভুট্টা, শাক, বরবটি, ফলফলাদির রসের মতো খাবার দেয়াও জরুরি। বীজ মেশানো খাবার খুব বেশি পরিমাণে খেলে পাকস্থলিতে অস্বস্তি হয় এবং পালকের উজ্জলতা কমে যায়৷ তাই প্রতিদিনের খাবার তালিকায় কমপক্ষে ২৫-৫০ শতাংশ শাক-সবজি ও ফলজাত অংশ রাখা।
সপ্তাহে এক দিন সজনেপাতার রস বা ছোটো টুকরো করে সজনেডাটা কেটে দিলে উপকার পাওয়া যায়। খাঁচার ভেতর দোলনা, ঝুনঝুনি, প্ল্যাস্টিকের বল রেখে দিলে শরীরচর্চা হয়। এসব নিয়ে পাখিরা খেলাধুলা করে, যা শরীর ও মন দুটোই ঠিক রাখে। বিষণ্ন পাখি কিছু খায় না, অসুস্থ হয়ে পড়ে দ্রুত। এমনটা বেশি হয় পাখি কোনো অসুখে পড়লে কিংবা সঙ্গীর অভাবে। পাখি ভয়ে থাকলে কিছুই খাবে না, অসুস্থ হয়ে পড়বে। বরং পাখির সঙ্গে কথা বলা, আস্তে–ধীরে হাত দিয়ে খাবার দেয়া। এছাড়া উষ্ণতা প্রদানকারী গরম কাপড় দিয়ে পাখির খাঁচাটি ঢেকে একটি নির্দিষ্ট সময় অথবা ঘরের ভেতর কোনো এক কোণে রাখা যায়।’

কিভাবে বুঝবেন পাখির ঠাণ্ডা লেগেছে:

পাখিকে ঠাণ্ডা লাগলে পালক ফুলিয়ে বসে থাকবে।
এক খাঁচায় অনেক পাখি থাকলে তারা গা লাগিয়ে পাশাপাশি বসে থাকবে।
পাখির নাক দিয়ে হালকা পানি পড়তে দেখা যেতে পারে।
ঠাণ্ডার কারণে গলার আওয়াজ স্বাভাবিকের চেয়ে কিছুটা পরিবর্তন হতে পারে।

শীতকালে পাখি সুস্থ্য রাখার উপায়:

শীতকালে পাখির শরীর গরম রাখার জন্য খাবারের সাথে তেলজাতীয় বীজ দিতে হবে, যেমন সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, গুজিতিল, কালোজিরা ইত্যাদি।
পাখির ঘরের তাপমাত্রা পর্যবেক্ষণ করার জন্য সব সময় একটি থার্মোমিটার ঝুলিয়ে রাখতে হবে।
ঘরের তাপমাত্রা কোনভাবে ২০ ডিগ্রি ফারেনহাইট এর নিচে গেলে গরম বাতাস দেওয়ার ব্যবস্থা করতে হবে।
খুববেশী শীত পড়লে পাখিকে ব্রীড না দেওয়া থেকে বিরত থাকতে হবে।

শীতকালে পাখির খাবার:

শীতকালে পাখিকে এমন খাবার দিতে হবে যা পাখির শরীর গরম রাখবে এবং পাখিকে ঠাণ্ডার থেকে রক্ষা করবে।
শীতকালে অনেক ধরনের শাকসবজি পাওয়া যায়। প্রতিসপ্তাহে কমপক্ষে ২-৩ দিন টাটকা শাকসবজি দিতে হবে।
পাখির পছন্দের শাকসবজির মধ্যে পালং শাক, কলমি শাক, ধনেপাতা, বরবটি, শিম ইত্যাদি।
অবশ্যই অবশ্যই খেয়াল করে তুলসি পাতা বা তুলশি পাতার রস দিতে হবে পাখিকে।
পাখির সীডমিক্সে সূর্যমুখীর বীজের পরিমাণ দিগুন করে দিতে হবে যা পাখির শরীর গরম রাখবে।
সপ্তাহে ২ দিন এগফুড দিতে হবে যা পাখির পুষ্টিচাহিদা মিটাবে সেইসাথে পাখিকে ঠাণ্ডার সাথে মোকাবিলা করতে সাহায্য করবে।
সফটফুড হিসবে সিদ্ধগম বা ভেজানো গম দেওয়া যেতে পারে।
বিশ্বব্যাপি কেজবার্ড বা খাঁচার পাখির কদর বেড়েই চলেছে। অনেক মানুষ এখন সৌখিনতার বসে পাখি পালন করতে গিয়ে ব্যাবসায়িক ভাবে পেশা হিসাবে বেছে নিয়েছে। যেমনি ভাবে শখ পূরন হচ্ছে ,তেমনি অর্থ উপার্জনের সাথে আর্থিক ভাবে লাভবান হচ্ছে অনেকে।

Establishing a standard and as well as an organization to regulate everything from bird feed is essential to sustain the...
08/08/2023

Establishing a standard and as well as an organization to regulate everything from bird feed is essential to sustain the Aviculture sector.

And If not united, the dishonest and the so-called senior breeders will take the sector to the brink of destruction. There is still time, take initiative & save this sector.

ময়মনসিংহ বার্ড ব্রিডার্স এসোসিয়েশন এর এডমিন সাইফ হোসেন এর বাবা আজ বিকেলে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। ইন্নাল...
03/08/2023

ময়মনসিংহ বার্ড ব্রিডার্স এসোসিয়েশন এর এডমিন সাইফ হোসেন এর বাবা আজ বিকেলে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

সবাই উনার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।

Address

28
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh Bird Breeder's Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Mymensingh Bird Breeder's Association

Mymensingh Bird Breeder's Association has started his journey to create love for birds among people and to be more generous towards them. If you are having any complications with the bird then definitely let us know. We will help you as much as we can.We always respect facebook community rules and try to follow it strictly. Keep loving your birds.

Thankyou