
15/08/2025
ডিপ্রেশনে ছিলাম একজন বললো বিলাই পাললে নাকি ডিপ্রেশন কমে। এখন বিলাই আমার বিছানায় হাগে, কিবোর্ডে মুতে। রাইত তিনটার সময় কয় মিয়াও মিয়াও ভাত খাউ। আমি জেগে থাকলে সে ঘুমায়, আমি ঘুমাইলে সে ডিজে বাহারুলের মত সুরেলা কণ্ঠে গান গায়।
পাশের বাসার বিলাইয়ের সাথে ফ্লার্টিং করে। গতকাল সেই বিলাইয়ের গার্ডিয়ান এসে কয় "আপনার বিলাইরে বাইন্ধা রাখবেন। আমার বিলাইরে প্রেগন্যান্ট করে ফেলছে, যেমন মালিক তেমন বিলাই।" হতভম্ব হয়ে বললাম আমি আবার কারে প্রেগন্যান্ট করলাম, কি মুশকিল। বেডি চোখ গরম করে চলে গেছে।
কতবড় কুতাবাসা ভাবেন ডিপ্রেশন থেকে তুলার বদলে চরিত্রে শীল মেরে দিছে।🙂
Cltd