08/05/2025
আসসালামু আলাইকুম।
গতকাল ৭/৫/২০২৫ সালে আমাদের সন্মানিত কাস্টমার মিজান ভাই তার ঘেরের জন্য আমাদের কাছ থেকে ৩ টা ৪ পাখা এয়ারেটর কিনে নিয়ে যাচ্ছেন।
আপনারাও আপনাদের ঘেরের জন্য আমাদের থেকে এয়ারেটর ক্রয় করতে পারেন। .
যে কোন পন্যের বিষয় আরও বিস্তারিত জানতে ও কিনতে কল করুন- 01948472792
আমাদের ঠিকানাঃ খুলনা শহরের প্রানকেন্দ্র " রয়েল হোটেল & ক্যাসেল সালাম " এর পাশে মডার্ন ফার্নিচার মোড়ে।
wheel aerator কেন কিনবেন? এর ভালো দিক হচ্ছে এটি ঘেরে অক্সিজেন বৃদ্ধি করে এবং স্রোত ও ঝর্না তৈরী করে মাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।এটি ১ ঘন্টা চালালে মাত্র ১ ইউনিট বিদ্যুৎ বিল আসবে। কারন এটি ১০০% তামার কয়েল।এটি চিংড়ি জাতীয় মাছের জন্য সব থেকে ভালো কাজ করে। এটি ২ প্যাডল থেকে শুরু করে ১৬ প্যাডেল পর্যন্ত হয়ে থাকে। সাধারনত একটি ৪ প্যাডেল ২ hp paddle wheel aerator দিয়ে আমরা ১ একর ঘেরে বা ৮০ থেকে ১০০ শতাং ঘেরে চিংড়ি মাছের জন্য ব্যবহার করে থাকি।
speed aerator কেন কিনবেন? এটি এয়ারেটর জগৎ সব থেকে শক্তিশালী অক্সিজেন এয়ারেটর। এটি ২ hp Motor এর হয়ে থাকে। একটি ডাবল স্পিড এয়ারেটর ২ একর বা ২০০ শতক ঘেরে ব্যবহার করা যায়। এটি নিচের পানি উপরে তুলে ধরে এবং একি সাথে সমুদ্রের মত ঢেউ তৈরি করে পানিতে অনেক বেশি অক্সিজেন উৎপাদন করে।নিচের পানি উপরে তুলে ধরার ফলে ঘেরের নিচের ক্ষতি কারক এমোনিয়া গ্যাস নির্মুল করে। এটি সাদা মাছ চাষের জন্য বেশি ভালো। এর খারাপ দিক হচ্ছে যদি ঘেরের পাড় দুর্বল হয়ে থাকে তাহলে পাড় ফেটে যাবার সম্ভাবনা থাকে। এটি ১ ঘন্টা চালালে ১ থেকে দেড় ইউনিট বিদ্যুৎ বিল আসবে।
sarge aerators কেন কিনবেন? এটি ২ hp এবং ১ hp Motor এর হয়ে থাকে। একটি পন্ড সার্জ এয়ারেটর ১ একর বা ১০০ শতক ঘেরে ব্যবহার করা যায়। এটি নিচের পানি উপরে তুলে ধরে এবং এমোনিয়া গ্যাস নির্মুল করে এবং অক্সিজেন বৃদ্ধি করে। । এটি সাদা মাছ চাষের জন্য বেশি ভালো। এটির ভালো দিক হচ্ছে পাড় ফেটে যাবার সম্ভাবনা থাকে না । এটি ১ ঘন্টা চালালে ১ ইউনিট বিদ্যুৎ বিল আসবে।
sarge aerators কেন কিনবেন? এটি একটি শক্তিশালী অক্সিজেন এয়ারেটর। এটি ২ hp Motor এর হয়ে থাকে। একটি ওয়েভিং সার্জ এয়ারেটর ২ একর বা ২০০ শতক ঘেরে ব্যবহার করা যায়। এটি সমুদ্রের মত ঢেউ তৈরি করে পানিতে অনেক বেশি অক্সিজেন উৎপাদন করে। এটি সাদা মাছ চাষের জন্য বেশি ভালো। এর খারাপ দিক হচ্ছে যদি ঘেরের পাড় দুর্বল হয়ে থাকে তাহলে পাড় ফেটে যাবার সম্ভাবনা থাকে। এটি ১ ঘন্টা চালালে ১ থেকে দেড় ইউনিট বিদ্যুৎ বিল আসবে।
450 ভেঞ্চুরি এয়ারেটর কেন কিনবেন? এটি বিশ্বের সব থেকে বিদ্যুৎ সাশ্রয়ী ভেঞ্চুরি এয়ারেটর। যা প্রতি মিনিটে ৫১০ লিটার বাতাস প্রদান করে। এবং ঘন্টায় প্রাই ৫.৫ কেজি + অঅক্সিজেন পানিতে মিশ্রণ করে। যা প্রতি আড়াই ঘন্টাই মাত্র ১ ইউনিট বিদ্যুৎ বিল আসবে। এবং এটি দিয়ে আপনি ৬০ শতাংশ একটি সাদা মাছের ঘেরে খুব ভালো ভাবে অক্সিজেন সরবরাহ করতে পারবেন। এটি নিচের গ্যাস নির্মুল করে এমোনিয়াও কন্ট্রোল করে। .
aerators বা ঝর্না এয়ারেটর
কেন কিনবেন? জেট বা ঝর্না এয়ারেটর মুলত নার্সারি পুকুরের ব্যবহার করা হয়। ডিম রেনু থেকে চারা মাছ উৎপাদন এর সময় এর ঝর্না এয়ারেটর ব্যবহার করলে অক্সিজেন ফেল হয়ে পোনা মারা যায় না। এটি ১.৫ এবং ২ Hp হয়ে থাকে। এর আরেকটা ভালো দিক হচ্ছে এটি দিয়ে আপনি ঘের সেচ এর কাজ ও করা যাবে।
এ ছাড়াও আমাদের কাছে মাছ চাষে ব্যবহৃত সকল ধরনের আধুনিক মিটার ও টেস্ট কিট পাওয়া যায়।
আমাদের ঠিকানাঃ খুলনা সদরের একদম প্রানকেন্দ্র " রয়েল হোটেল & ক্যাসেল সালাম " এর পাশে মডার্ন ফার্নিচার মোড়ে।
আমাদের অফিস খুলনা শহরের প্রাণকেন্দ্রে মডার্ন ফার্নিচার এর বিপরীতে বাইতিপাড়া।
মোবাইল: 01948-472792