07/09/2023
রোগের নামঃ
ম্যাস্টাইটিস বা ওলান ফোলা বা ওলান পাকা।
ওলান ফুলা দুগ্ধবতী একটি জটিল রোগ। এ রোগে ওলানে বা দুধের বাটে প্রদাহ হয় বা ফুলে যায় বলে একে ওলান পোলার রোগ বলা হয়। এটি একটি জীবানু জনিত রোগ এবং বিভিন্ন ধরনের জীবাণু এ রোগের জন্য দায়ী। অপরিচ্ছন্ন পরিবেশে গাভী থাকা, ওলানে কোন কিছুর খোঁচা লাগা বা বাট দিয়ে কোন কিছু ঢুকানো,ওলানে দুধ জমে থাকা, অতিরিক্ত ঠান্ডায় গাভী থাকা, ক্ষুরা রোগ হওয়া ইত্যাদি যেকোনো কারণে গাভীর ম্যাস্টাইটিস ওলান ফোলা বা ওলান পাকা রোগ হতে পারে। ওলানে
যে কোন কারণে একাংশ বা সম্পূর্ণ ওলান আক্রান্ত হতে পারে।
লক্ষণ সমূহঃ
* তীব্র প্রকৃতির রোগে ওলান ফুলে যায়, লাল হয়ে যায় এবং হাত দিলে গরম অনুভূত হয়।
* ওলান প্রচন্ড ব্যথা হয়, তাই ওলানে হাত দিতে দেয় না, দুধ কমে যায় এবং দুধ দোহানোর সময় লাফালাফি করে।
* শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়।
* ওলান শক্ত হয়ে যায় এবং ও রক্ত যুক্ত দুধ বের হয়।
* ছানার মতো দুর্গন্ধযুক্ত দুধ বের হতে পারে অথবা দুধের রং হলুদ বর্ণ হয়ে যেতে পারে।
* ওলানে পচন ধরে যেতে পারে এবং ওলান ফেটে পচা অংশ বের হয়ে যেতে পারে।
* পুরাতন রোগে আস্তে আস্তে দুধ কমে যায়, বাট ও ওলান ক্রমশ শক্ত হতে থাকে, এক পর্যায়ে দুধ বন্ধ হয়ে যায়।
* এভাবে দু একটি বাট বা সম্পূর্ণ ওলান চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়।
চিকিৎসাঃ
প্রয়োগ ক্ষেত্রঃ
সাব ক্লিনিকাল ম্যাস্টাইটিস দূর করতে ।
ম্যাস্টাইটিস এর প্রাদুর্ভাব কমাতে ।
ক্লিনিকাল ম্যাস্টাইটিস এর ক্ষেত্রে সহযোগী চিকিৎসা হিসেবে ।
রোগ প্রতিরোধ ক্ষমতা ও দুধের গুণগত মান বৃদ্ধি করতে ।
দুধ উৎপাদন কমে গেলে ।
মাত্রা ও প্রয়োগ বিধিঃ
গরু / মহিষঃ ১০০ গ্রাম অথবা এক কন্টেইনার প্রতিটি প্রাণীর জন্য পরপর ৩-৫ দিন খাওয়াতে হবে ।
বিস্তারিত জানতে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে লিংক এ ক্লিক করুন ।
https://youtu.be/kQhydTbU07I
প্রয়োজনে রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক এর পরামর্শ নিতে হবে ।
আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ
Keyword:-
+ + #ম্যাস্টি২৯ #ম্যাস্টি_২৯_+ #ম্যাস্টাইটিস #ওলান_ফোলা #ওলান_পাকা #জমাট_দুধ_বের_হওয়া