Urmi Agro

Urmi Agro This is the page of "Urmi Agro"

নিজ ক্যামেরায় ধারণ করা  #পদ্মা_সেতু।
26/06/2025

নিজ ক্যামেরায় ধারণ করা #পদ্মা_সেতু।

20/06/2025

বর্ষাকালে গরু ও ছাগলের যত্ন নেওয়া খুবই জরুরি, কারণ এই সময়ে রোগ-বালাই ও পরিবেশগত সমস্যার ঝুঁকি অনেক বেশি থাকে। নিচে বর্ষা মৌসুমে গরু ও ছাগলের যত্নের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:

গরুর যত্ন (বর্ষাকালে)

১. বাসস্থান:

খামার বা গোয়ালঘর উঁচু স্থানে করতে হবে যাতে পানি জমে না থাকে।

গোয়ালঘর শুকনো ও পরিষ্কার রাখতে হবে।

ছাউনি যেন ভালোভাবে টিন/ছন দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে বৃষ্টির পানি না পড়ে।

২. খাদ্য:

ভেজা বা পচা ঘাস খাওয়ানো যাবে না — এতে গ্যাস্ট্রো বা ডায়রিয়া হতে পারে।

খাওয়ার আগে খাদ্য সামান্য রোদে শুকিয়ে নেওয়া ভালো।

মিনারেল মিশ্রণ ও লবণ সরবরাহ নিশ্চিত করতে হবে।

৩. স্বাস্থ্য সুরক্ষা:
কৃমির প্রাদুর্ভাব বেশি হয় — কৃমিনাশক দিতে হবে (প্রতি ৩ মাস পরপর )।

ত্বকের রোগ (ফাঙ্গাস, ঘা) বেশি দেখা যায় — প্রয়োজনে জীবাণুনাশক দিয়ে গোসল করানো যেতে পারে।

বর্ষার শুরুতেই টিকা (যেমন: ব্ল্যাক কোয়ার্টার, এফ.এম.ডি) দিয়ে নেওয়া ভালো।

৪. পানি:

বিশুদ্ধ ও ফুটানো পানি খাওয়ানো ভালো, যেন পানিবাহিত রোগ না হয়।

ছাগলের যত্ন (বর্ষাকালে)

১. বাসস্থান:

ছাগলের ঘর উঁচুতে মাচা পদ্ধতিতে বানাতে হবে।

পানি ও কাদায় যেন না বসে — নিচে বাঁশ, কাঠ বা পিলারের খুঁটির ওপর ঘর বানানো ভালো।

২. খাদ্য:

পচা বা ভিজে পাতা খাওয়ানো যাবে না।

খড়, ঘাস বা লতা শুকিয়ে তারপর খাওয়ানো ভালো।

৩. স্বাস্থ্য ও চিকিৎসা:

বর্ষার আগে কৃমিনাশক ও প্রয়োজনীয় টিকা (পি.পি.আর, এন্টারোটোক্সেমিয়া) দিতে হবে।

খুরা রোগ ও ত্বকের সমস্যা বেশি হয় — খেয়াল রাখতে হবে।

৪. পরিচ্ছন্নতা:

প্রতিদিন মলমূত্র পরিষ্কার করে শুকনো রাখতে হবে।

ঘরের আশপাশ পরিষ্কার রাখা, যাতে মশা-মাছি না বসে।

অতিরিক্ত টিপস:

বৃষ্টির পরে রোদে কিছুক্ষণ পশুকে রাখতে পারেন (ধীরে ধীরে), এতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।

গবাদি পশুর নিচে শুকনো খড় বা ছাল বিছানো যেতে পারে।

খামারে স্যাঁতসেঁতে ভাব রোধ করতে চুন বা শুকনো বালু ছিটানো ভালো।

প্রয়োজনে আপনি স্থানীয় প্রাণিসম্পদ অফিস বা পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন।

এই সব নিয়ম কানুন আগে থেকেই পরিচালনা করলে অনেক সমস্যার ঝুঁকি থেকে খামার সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। এতে করে বাড়তি খরচ কমে যাবে রোগ বালাইর চিকিৎসা খরচ আর বহন করতে হবে না। তাই আগে থেকেই খাদ্যের মজুত করে রাখতে হবে।

কৃষি ভিত্তিক তথ্যের জন্য পেইজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ✅🥀💚🌸🤝

সংগৃহীত ও ঈশৎ পরিমার্জিত।

তথ্যগুলো সংগ্রহ করে রাখতে শেয়ার দিয়ে রাখুন ✅💚

31/05/2025

গরুর জনপ্রিয় জাত, দুধ বাড়ানোর উপায়, এবং বাজারদর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো, যা একজন ক্ষুদ্র বা মাঝারি দুগ্ধ খামারির জন্য অত্যন্ত কার্যকর হতে পারে:

🐄 বাংলাদেশে জনপ্রিয় গরুর দুধাল জাতসমূহ
১. ফ্রিজিয়ান হলস্টেইন (Friesian Holstein):
উৎপত্তি: নেদারল্যান্ড
দৈনিক দুধ: ২০–২৫ লিটার (ভালো খাদ্য ও যত্নে)
ফ্যাট: তুলনামূলক কম (৩.৫–৪%)

২. জার্সি (Jersey):
উৎপত্তি: যুক্তরাজ্য
দৈনিক দুধ: ১৫–২০ লিটার
ফ্যাট: অনেক বেশি (৫–৬%), ফলে দুধের দামও বেশি

৩. শাহীওয়াল (Sahiwal):
উৎপত্তি: পাকিস্তান/ভারত
দৈনিক দুধ: ১২–১৫ লিটার
ফ্যাট: ৫% এর বেশি, দেশীয় আবহাওয়ায় টিকে থাকে সহজে

৪. দেশি গরু (Local breed):
দৈনিক দুধ: ২–৫ লিটার
ফ্যাট: ৫% বা তার বেশি
সুবিধা: রোগপ্রতিরোধী, খরচ কম

🥛 দুধ বাড়ানোর কার্যকর উপায়
✔️১. ভালো খাদ্য ব্যবস্থাপনা:
ঘাস, খড়, খৈল, ভূষি ও মিনারেল মিশ্রণ সঠিক অনুপাতে দিতে হবে
“টিএমআর” (TMR = Total Mixed Ration) খাদ্য পদ্ধতি অনুসরণ করলে ফল ভালো হয়

✔️ ২. বিশুদ্ধ পানি পর্যাপ্ত সরবরাহ:
দুধের ৮৫% পানি, তাই বিশুদ্ধ ও পর্যাপ্ত পানি খুবই গুরুত্বপূর্ণ

✔️ ৩. নিয়মিত টিকা ও চিকিৎসা:
Brucellosis, FMD, HS, BQ টিকা নিয়ম করে দিতে হবে
কৃমিনাশক প্রতি ৩ মাসে ১ বার দিতে হবে

✔️ ৪. বাচ্চা জন্মের পর সময়মতো দুধ দোহন শুরু করা
কোলস্ট্রাম শেষ হলে নিয়মিত ও নির্ধারিত সময়ে দুধ দোহন করলে উৎপাদন বাড়ে

✔️ ৫. স্ট্রেসমুক্ত পরিবেশ ও পরিচ্ছন্নতা:
গরুকে আরামদায়ক পরিবেশ দিতে হবে, মশা, মাছি ও গরম থেকে বাঁচাতে হবে
পরিচ্ছন্ন শেড = সুস্থ গরু = বেশি দুধ

💲বাজারদর (২০২৫ সালের গড় তথ্য অনুযায়ী):
দুধের দাম:
দেশি গরুর দুধ (ফ্যাট বেশি): ৭৫–৮৫ টাকা/লিটার
ফ্রিজিয়ান/জার্সি জাতের (ফ্যাট কম): ৫৫–৬৫ টাকা/লিটার
খুচরা দুধ (বাজারে): ৮০–৯০ টাকা/লিটার
🔑 ফ্যাট যত বেশি, দুধের দাম তত বেশি।

🔁 অতিরিক্ত আয় করার কিছু টিপস:
✔️ দুধ থেকে ঘি, দই, ছানা তৈরি করে বিক্রি করুন – লাভ ৩ গুণ হতে পারে
✔️ বাছুর বড় করে বিক্রি করুন – গড়ে প্রতি বাছুর ৫০–৮০ হাজার টাকা
✔️ গোবর দিয়ে জৈব সার তৈরি করুন – নিজ খামারে ব্যবহার ও বিক্রির সুযোগ
✔️ নিজের ঘাস চাষ করুন – খাদ্য খরচ অনেক কমবে

#পেজটি_ফলো_করুন

#সংগৃহীত_ও_ঈষৎ_পরিবর্তিত

26/05/2025

এগ্রো মানেই একটা ইমোশন। শুধু ব্যাবসায়ী ব্যাপার না। 💝💝

বর্ষায় গ্রাম বাংলার সৌন্দর্য 💝💝
25/05/2025

বর্ষায় গ্রাম বাংলার সৌন্দর্য 💝💝

18/04/2025

মৌলিক কিছু ধারণা যা আপনার লাগবেই খামার করতে গেলে।
Like, Share and Comment.
Take love💝💝

খামারি ভাইয়েরা, খামার করতে ইচ্ছুক ভাইয়েরা সহজে গরু চেনার কিছু টিপস। যদিও আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তবে মৌলিক পার্থক্য ...
16/04/2025

খামারি ভাইয়েরা, খামার করতে ইচ্ছুক ভাইয়েরা সহজে গরু চেনার কিছু টিপস। যদিও আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তবে মৌলিক পার্থক্য এবং বৈশিষ্ট্য এগুলোই।

14/03/2025
12/02/2025

নতুন পেজ খুললাম কিন্তু কোনো কন্টেন্টের আইডিয়া পাচ্ছিনা কি করা যায়?

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmi Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category