Pakhial—পাখিয়াল

Pakhial—পাখিয়াল পাখির বিস্তারিত তথ্য পাবেন। বিভিন্ন পাখি সম্পর্কেও জানতে পারবেন।

হ্যালো………
13/09/2025

হ্যালো………

সিদ্ধান্ত আপনার 😆😆
11/09/2025

সিদ্ধান্ত আপনার 😆😆

13/08/2025

কী সুন্দর 😍

10/08/2025
বিসমিল্লাহ বলে হোমমেড ইনকিউবেটরে বসিয়ে দিলাম কিং কোয়েলের ডিম।আল্লাহ ভরসা। দেখা যাক কী রেজাল্ট আসে।
06/08/2025

বিসমিল্লাহ বলে হোমমেড ইনকিউবেটরে বসিয়ে দিলাম কিং কোয়েলের ডিম।

আল্লাহ ভরসা। দেখা যাক কী রেজাল্ট আসে।

03/08/2025

আম্মু দুইটা বাচ্চা দিয়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত একটা অসুস্থ হয়ে মারা যায়। আরেক বড় হলো। এখন দেখি মোরগ হয়েছে। মাথার বোল লম্বা হয়েছে। প্রতিদিন সকাল-বিকাল-দুপুর গলা উঁচু করে বাগও দেয়। কৌশর পেরিয়ে যৌবনে পা দিয়ে তার জানান দেয় আরকি।

শহরে খাঁচায় বড় হওয়ায় ভয়ও খুব কম। এবং ফ্রেন্ডলিও। হাত থেকে খাবার খায়। দৌড়ে এসে ঠোক দেয়। একদিন হলো কী, সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সেদিন রাতে আবার বেলকনিতে ছাড়া ছিল। সকাল হলে বাগটাগ দিলো। তবুও উঠি না। খাবারও দিই না। খাবার দিতে দেরি হচ্ছে সেজন্য হয়তো ঘরে এসে খাটে উঠে পায়ে দিলো এক ঠোক। যখনই ঘুম ভেঙে উঠে বসলাম, সাথে সাথে কক কক করতে করতে দৌড়ে বেলকনিতে চলে গেল।

মাঝে মাঝে তাকে খাঁচা থেকে বের করে এনে বাসার তেলাপোকাগুলো খাওয়াই। বাসায় আবার তেলাপোকার উপদ্রব হয়েছে। যখন খাঁচা থেকে বের করি তখন দুআ—Duaa তার সাথে খেলা করে। দৌড়াদৌড়ি করে। ঘরে পটি করে সেজন্য, দাবড়ানি দিয়ে বলে, এই কক কক, বেলকনিতে যা..

আজ ছাড়ার পর দুআ ধরে রং করে দিয়েছে। রঙিন দেখতে ভালোই লাগছে।

পাখিয়াল
মুনতাসির বিল্লাহ
ঢাকা

09/07/2025

মাশাআল্লাহ 😍

কী সুন্দর দৃশ্য। অবশেষে সাকসেস হলাম।

🐥 বাটন কোয়েল / কিং কোয়েল পালন (বাংলা)📌 সাধারণ তথ্য:স্থানীয় নাম: বাটন কোয়েল, কিং কোয়েল, চিনা কোয়েলবৈজ্ঞানিক নাম: Co...
29/05/2025

🐥 বাটন কোয়েল / কিং কোয়েল পালন (বাংলা)
📌 সাধারণ তথ্য:
স্থানীয় নাম: বাটন কোয়েল, কিং কোয়েল, চিনা কোয়েল

বৈজ্ঞানিক নাম: Coturnix chinensis

উৎপত্তি: এশিয়া (ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া) ও অস্ট্রেলিয়া

আকার: ৪–৫ ইঞ্চি

আয়ু: ৩–৫ বছর (যথাযথ যত্নে)

🏡 বাসস্থান:
খাঁচা/এভিয়ারি: নিরাপদ এবং পালাতে না পারে এমন খাঁচা; নিচে নরম বিছানা দিন যেমন খড় বা নারকেলের ছোবড়া।

জায়গা: প্রতি পাখির জন্য অন্তত ১ বর্গফুট।

লুকানোর জায়গা: ছোট গাছ, বাক্স বা লুকানোর উপযোগী কিছু দিন।

তাপমাত্রা: ২০–২৮ ডিগ্রি সেলসিয়াস (ঠাণ্ডা বা গরম এড়ানো জরুরি)।

🍽️ খাদ্য:
মূল খাদ্য: গুঁড়া কোয়েল ফিড বা কোয়েল স্টার্টার।

পরিপূরক: বাজরা, ছোট দানা, মিলওয়ার্ম, ক্যালসিয়ামের জন্য কাটলবোন।

পানি: পরিষ্কার ও মিষ্টি পানি সব সময় রাখতে হবে।

🧬 প্রজনন:
সংমিশ্রণ: ১ পুরুষের সাথে ২–৩টি মাদী ভালো।

ডিম: প্রতিদিন ডিম দেয়, ডিম ফুটতে ১৬–১৮ দিন লাগে।

বাসা: নিজেরা মাটি বা নরম জায়গায় বাসা বানায়, অথবা ছোট পাত্রে নরম কিছু দিন।

🩺 স্বাস্থ্য:
সাধারণ রোগ: চুলকানি, শ্বাসজনিত রোগ, ডিম আটকে যাওয়া।

প্রতিরোধ: পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, কম চাপ এবং শুকনো আবাস নিশ্চিত করতে হবে।

🐥 Button Quail / King Quail Keeping Guide (English)
📌 Basic Info:
Common Names: Button Quail, King Quail, Chinese Painted Quail

Scientific Name: Coturnix chinensis

Origin: Asia, especially India, Southeast Asia, and parts of Australia

Size: 4–5 inches (10–13 cm)

Lifespan: 3–5 years (with proper care)

🏡 Housing:
Enclosure: Safe, escape-proof aviary or cage; better with soft bedding like straw or cocopeat.

Space: Minimum 1 sq. ft. per bird.

Cover: Provide hiding spaces (like small shelters or plants).

Temperature: Ideal 20–28°C (avoid extreme cold or heat).

🍽️ Feeding:
Base Diet: Finely ground game bird feed or quail starter mash.

Supplements: Millet, small seeds, mealworms, cuttlebone (for calcium).

Water: Clean, fresh water always.

🧬 Breeding:
Mating: 1 male to 2–3 females recommended.

Eggs: Laid daily, incubates in 16–18 days.

Nest: Birds make small ground nests, or you can provide a shallow bowl with soft material.

🩺 Health:
Common Issues: Mites, respiratory infections, egg binding.

Prevention: Keep area dry, clean, and stress-free.

23/05/2025

মাশাআল্লাহ 😍
আমাদের কিং কোয়েল।
ইনশাআল্লাহ খুব দ্রুতই ভালো একটা রেজাল্ট আসবে। সেই অপেক্ষায় পাখিয়াল-পরিবার।

11/04/2025

বাচ্চাগুলো তুরতুর করে হেঁটে বেড়ায় আর খায়.. 😍

সোয়া চন্দন রানিং পেয়ারটা কোল্ড আউট।চিটাগংরোড থেকে এক স্টুডেন্ট ভাই এসে নিয়ে গেলেন।
07/03/2025

সোয়া চন্দন রানিং পেয়ারটা কোল্ড আউট।

চিটাগংরোড থেকে এক স্টুডেন্ট ভাই এসে নিয়ে গেলেন।

03/03/2025

ছোট্ট পাখিয়াল। পাখিদের খাবার খেতে বলছে। রাতে না ঘুমিয়ে তাদের তদারকি করছে।😍

এডমিন
ছোট্ট পাখিয়াল

Address

গ্রাম : পাঁচবাড়ীয়া, পোস্ট : নারিকেলবাড়ীয়া, থানা : বাঘারপাড়া, জেলা : যশোর
Jessore
৭০৭৪

Telephone

+8801798312099

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pakhial—পাখিয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pakhial—পাখিয়াল:

Share