Fuad Bird's Aviary

Fuad Bird's Aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fuad Bird's Aviary, Pet Supplies, Gazipur.

 #মাশাআল্লাহ পাখিগুলোকে 🦜 আবার নতুন করে ব্রিডিং বক্স দিলাম ডিম পাড়ার জন্য। সবাই দোয়া 🤲🏻 করবেন আমার পাখিগুলোর জন্য। এই ব্...
01/05/2025

#মাশাআল্লাহ পাখিগুলোকে 🦜 আবার নতুন করে ব্রিডিং বক্স দিলাম ডিম পাড়ার জন্য। সবাই দোয়া 🤲🏻 করবেন আমার পাখিগুলোর জন্য। এই ব্রিডে যেনো ভালো রেজাল্ট পাই।

Fuad Bird's Aviary

#লাভবার্ডস #পাখি

💥 Breeding Course 💥💥D Nutrical 🛑D Nutrical হলো সুপার ক্যালসিয়াম, ভিটামিন এবং মিনারেলের সংমিশ্রণ 🔷যা পাখির হাড়ের গঠনকে শক...
01/05/2025

💥 Breeding Course 💥

💥D Nutrical

🛑D Nutrical হলো সুপার ক্যালসিয়াম, ভিটামিন এবং মিনারেলের সংমিশ্রণ

🔷যা পাখির হাড়ের গঠনকে শক্ত করে,ডিমের শেলকে মজবুত করে,সুস্বাস্থ্য বজায় রাতে। এতে আছে ভিটামিন: এ,বি১,বি২,বি৩,বি৫,বি৬,বি৯,বি১২,সি,ডি৩ এবং ই, মিনারেল ফসফরাস,সোডিয়াম,পটাশিয়াম,কপার,ম্যাগনেসিয়াম,ম্যাঙ্গানিজ

💥Soluvite D

🛑Soluvite D হলো ১৩টি অতিপ্রয়োজনীয় ভিটামিন, এবং ভিটামিন ডি৩ সংমিশ্রণে তৈরি সাপ্লিমেন্ট। এটি একটি মাল্টিভিটামিন।

💥 Breeding Aid

🛑 Breeding Aid অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন A, D এবং E প্রদান করে সুস্থ ডিমের ভ্রূণের বিকাশে, ভ্রূণের বৃদ্ধিতে এবং পাখিদের সর্বাধিক সংখ্যক উর্বর ডিম উৎপাদনে সহায়তা করার জন্য। প্রজনন সহায়তা সব প্রজনন পাখির জন্য একটি অপরিহার্য সম্পূরক।

⭕ব্যবহারবিধি:-

☑️১০০ গ্রাম সফ্টফুডের সাথে ১ গ্রাম Solovit D দিতে হয়।

☑️১০০ গ্রাম সফ্টফুডের সাথে ২ গ্রাম D Nutrical দিতে হয়।

☑️Breeding Aid ১ কেজি সিডমিক্সের মধ্যে ২০ মিলি খুব ভালোভাবে মিশিয়ে ১২ ঘণ্টা রেখে দিবেন। ১২ ঘণ্টা পরে ব্রিডিং পেয়ার কে অল্প পরিমানে দিবেন ১৫ দিন। একবার সিডমিক্সের সাথে Breeding Aid টা মিশানোর পর সিডমিক্স টা ৭ দিন পর্যন্ত ব্রিডিং পেয়ার এর জন্য ব্যবহার করতে পারবেন।

Fuad Bird's Aviary

#লাভবার্ডস #পাখি

ব্রিডিং কোর্স করাতে যা যা লাগবে:🇧🇩 D Nutrical (Calcium + Minerals)🇧🇩 Soluvite D (Boosted D3 + Multivitamins)🇧🇩 Breeding ...
01/05/2025

ব্রিডিং কোর্স করাতে যা যা লাগবে:

🇧🇩 D Nutrical (Calcium + Minerals)
🇧🇩 Soluvite D (Boosted D3 + Multivitamins)
🇧🇩 Breeding Aid (Breeding Tonic)

Fuad Bird's Aviary

#পাখি #লাভবার্ডস

মাশা-আল্লাহ 🦜🐦🥰Fuad Bird's Aviary    #পাখি
25/04/2025

মাশা-আল্লাহ 🦜🐦🥰

Fuad Bird's Aviary

#পাখি

যারা পাখিকে এখন রেস্টে রেখেছেন আর শুধু সিড মিক্স দিয়ে ফেলে রেখেছেন, তারা ভুল করছেন। যারা পাখিকে শুধু ব্রীডিং এর সময় সব স...
25/04/2025

যারা পাখিকে এখন রেস্টে রেখেছেন আর শুধু সিড মিক্স দিয়ে ফেলে রেখেছেন, তারা ভুল করছেন।

যারা পাখিকে শুধু ব্রীডিং এর সময় সব সাপ্লিমেন্ট, সফট্‌ ফুড দেন অথচ রেস্ট এর সময় তেমন যত্ন করেন না, তারাই পরে এসে বলেন ভাই পাখির এক্টিভিটি কমে গেছে, ভাল ব্রীড করছে না।

এর সমাধান হচ্ছে ➡️➡️
☑️ পাখিকে রেস্টের সময় থেকে প্রস্তুত করতে হবে।
সপ্তাহে দুই দিন at least সফট্‌ ফুড, এগ ফুড, গ্রিট দিবেন।
☑️ সফট্‌ ফুড এর সাথে পরিমান মত Commercial Eggfood, Nutribird A21, Calcium (Calcilux, D Nutrical), Multivitamin (Omnivit, Soluvite D) দিতে হবে।
☑️ একটা কথা না বললেই নয়, তা হলো প্রোবায়োটিকস (Synbiotic, Probizyme). প্রতি মাসে টানা ৫-৬ দিন ব্যবহার করলে আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে। ফলে পাখি অসুস্থই হবেনা।
☑️ সপ্তাহে at least ১ দিন ACV (Apple Cider Vinegar) দিতে হবে। এতে পাখির Health, immunity, দুটোই ভাল থাকবে।

☑️ এই ভাবে ফলো করলে ইন শা আল্লাহ পাখিকে ব্রীড এ দিলে পাখি ভাল ব্রীড করবে।
এবং ব্রীডের সময় অবশ্যই Fertivit/Breeding Aid দিতে হবে।

©️Romel Ashraf

ACV (Apple Cider Vinegar) এর কার্যকারিতা এবং ব্যবহারবিধিঃপোষা পাখির স্বাস্থ্য উন্নতির জন্য সম্পুর্ন প্রাকৃতিক  ভিটামিন, ...
25/04/2025

ACV (Apple Cider Vinegar) এর কার্যকারিতা এবং ব্যবহারবিধিঃ

পোষা পাখির স্বাস্থ্য উন্নতির জন্য সম্পুর্ন প্রাকৃতিক ভিটামিন, মিনারেল, নিউট্রিয়েন্টস এবং অন্যান্য পদার্থ থাকে ACV তে, যা পাখিদেরকে গুরুত্বপূর্ণ এনজাইম, মিনারেল যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিন, ফসফরাস, আয়রন, সিলিকন ইত্যাদি সরবরাহ করে থাকে। ভিটামিন এর মধ্যে থাকে এ, সি, ই, বি1, বি2, বি6, পি।

এক কথায় বলতে গেলে, এটা একটা মাস্টার মেডি*সিন। যেটায় প্রায় সমস্ত কিছুই বিদ্যমান।

প্রয়োজনীয়তাঃ

১. ACV একটি প্রাকৃতিক এন্টিবায়োটিক যা একই সাথে প্রোবায়োটিক এবং জীবাণুনাশকের কাজ করে।

২. এটা পাখির শরিরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ গুলোকে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করে। মুখে ও গলায় ঘা বা কাংকার হওয়া থেকে মুক্ত রাখে।

৩. এটি পরিপাক তন্ত্র সম্পর্কিত রোগের সমাধান করে। পেট, যকৃত, কিডনী, লিভার, অন্ত্র ইত্যাদী অঙ্গ কে সুস্থ-সবল রাখে। শরীরে কোন ক্ষত তৈরি হলে তা দ্রুত শুকাতে সাহায্য করে।

৪. সফটফুডের সাথে অল্প পরিমানে acv মিক্স করে দিলে অনেকটা সময় সফট ফুড পাখির খাচায় রাখা যায়, তখন ফাংগাস বা ব্যাকটেরিয়া সহজে গ্রো করতে পারেনা। স্প্রাউট তৈরিতেও acv কাজে আসে।

৫. অতিরিক্ত শীত বা গরমে পাখিকে ACV খাওয়ালে আবহাওয়ার সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে। হটাত বৃষ্টি হলেও ACV দেয়া উচিত।

৬. পাখিদের শরীরে pH লেভেল ঠিক রেখে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও পাখিদের শরীরের ইমিউন সিস্টেম কে বুস্ট করে।

৭. পাখিদের শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে হার্ট ভালো রাখতে বিশেষ ভূমিকা পালন করে।

৮. পাখির পালকের সমস্যা, চুলকানি, স্কিন, কাটা, পোড়া জায়গায় ব্যবহার করলে ইনফেকশন কমে এবং দ্রুত সেরে উঠতে সহায়তা করে।

ব্যবহারবিধিঃ

✅ ১০ ml ACV ১ লিটার বিশুদ্ধ পানিতে মিক্সড করে দিয়ে হবে। চাইলে সারাদিন রাখতে পারেন। যেহেতু এটা এন্টিফাংগাল, সেহেতু এটা নষ্ট হয়না এতো সহজে।
*** ফিঞ্চ এর জন্য এটা মহৌষধ। তবে ১ লিটার পানিতে ৫ এমেল এসিভি করে দেয়ার পরামর্শ থাকলো।

✅ প্রতি মাসে মিনিমাম ৪ দিন দিতে হবে। (প্রতি সপ্তাহে ১ দিন করে)

✅ এসিভি অবশ্যই ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে। ফ্রিজে রাখা সর্বোত্তম।

শেয়ার করবেন লিখাটি। এতে অনেকের উপকার হবে। ধন্যবাদ।

©️Romel Ashraf

যেভাবে আপনি সফট-ফুডকে Rich করবেনঃগম আর ছোলা ভিজিয়ে পাখিকে দিয়ে দিচ্ছেন, আর মনে করছেন আপনার পাখির খুব যত্ন হচ্ছে...? জনাব...
25/04/2025

যেভাবে আপনি সফট-ফুডকে Rich করবেনঃ

গম আর ছোলা ভিজিয়ে পাখিকে দিয়ে দিচ্ছেন, আর মনে করছেন আপনার পাখির খুব যত্ন হচ্ছে...?
জনাব, ভুল করছেন... 😊

খাবার নরম করে দেয়া মানেই স্ফট-ফুড না, আপনাকে ডায়েট ব্যালেন্স করতে হবে। যার মধ্যে প্রায় সব ধরনের ডাল থাকতে হবে ইনক্লুডিং ছোলা। (কেউ চাইলে রেশিও সহ লিস্ট দিয়ে দিব)
সাথে থাকতে হবে কিছু সবজি, শাক, ফল ও সেদ্ধ ডিম।

আসেন এবার কোয়ালিটিতে যাই..

কমার্শিয়াল অত্যন্ত জরুরি একটা বিষয় যার মধ্যে প্রচুর পরিমানে প্রোটেইন, এনজাইম ও প্রোবায়োটিক আছে। যা পাখির ওভারঅল গ্রোথ ঠিক করবে। বাচ্চা মারা যাওয়ার রেইট অনেক কমে আসবে।

অনেকেরি ধারনা শুধু মাত্র একটা হ্যান্ডফিডিং ফর্মুলা যা বাচ্চা পাখিকেই সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হয়।
আমি মনে করি, যখন বেবি থাকবে, তখন ত অবশ্যই সফটফুডে মিক্স করবেন, এমনকি সারাবছর সফটফুডের সাথে দেয়া উচিত। এতে খুব বেশি পরিমানে #এনজাইম ও #প্রোবায়োটিক দেয়া আছে, যা পাখিকে সারাবছর হজমের সমস্যা থেকে দূরে রাখবে ও শারীরিকভাবে সুস্থ রাখবে।

এর উপাদান গুলা আসলে বিভিন্ন খনিজ উপাদান, মিনারেলস ও শেল, যা পাখির হাড় মজবুত করে। ব্রিডিং সিজনে এটা খুব বেশি পরিমানে কাজে আসে।

এই সবগুলা উপাদান আপনি যদি নিয়মিত পাখিকে দিতে পারেন, তখনি আপনি নিশ্চিন্ত হবেন। এবং আপনার পাখির এক্টিভিটি, কালার ও কোয়ালিটি ডেভেলপ করবে।

((ভাল লাগলে শেয়ার করবেন, কেউ না কেউ উপকৃত হবে)

©️ Romel Ashraf

তরমুজ 🍉😋Fuad Bird's Aviary          #পাখি
24/04/2025

তরমুজ 🍉😋

Fuad Bird's Aviary

#পাখি

মাশা-আল্লাহ 🦜❤️     #পাখি
20/04/2025

মাশা-আল্লাহ 🦜❤️

#পাখি

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fuad Bird's Aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share