Sanji's aviary

Sanji's aviary Minu is the Mumma's Boy

21/12/2024

আসসালামু আলাইকুম

‼️আজকে কিছু কথা বলতে চাই ফ্লু নিয়ে।

এটা পুরোটা আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা। আমার ৫টা বিড়াল ফ্লু তে মারা গেছে, গত বছর আর এই বছর। লাস্ট দুটো বাচ্চা ফ্লু হয়ে মারা যাবার পথেই ছিল।এখন ওরা সুস্থ আলহামদুলিল্লাহ সেটা কিভাবে জানেন?

💥 আমি সেফ-৩ (১ml)(১০০টাকা মূল্য) দিনে একবার আর বাসায় ছিলো ইমিস্টেট ট্যাবলেট সেটা গুড়ো করে এক ভাগ খাইয়ে দিতাম।(বমি হলে)

💥বাসায় হট ওয়াটার ব্যাগ নাই তাই হাসপাতালে থাকা স্যালাইনের ব্যাগ এনে পানি সিরিঞ্জে ঢুকিয়ে পানিতে ব্যাগটা সিদ্ধ করে ফুটিয়ে ওর বুকের নিচে দিয়ে সারাদিন চুলার পাশে ওরে বসায় রাখতাম।

💥শ্বাসকষ্ট উঠছিল,গ্যাস দেওয়ার মত সিচুয়েশন ছিলোনা। আমি সারাদিন চুলায় পানি বসায় রাখতাম প্রতি ৩০মিনিট পরে পরে ওর নাকে কাছে ধরতাম।যাতে ওর গরম ভাপ্টা নাকে যায়।

💥আর সারাদিন স্যালাইন পানি আর চিকেন স্টক(মুরগির গলা কিনে সেটার সিদ্ধ পানি দিতাম) খাওয়াইতাম। (প্রতি ৩০-৪০ মিনিট পরে পরে)

আলহামদুলিল্লাহ ৫দিনে আমার দুটো ফ্লু বাচ্চা সুস্থ!!!

💥প্রথম বাচ্চাটা আমজ সেফ-৩ খাইয়ে সুস্থ করতে করতে অন্যটা ফ্লু হিয়ে যায়। তাই আমি কিন্তু ডক্টর ও দেখাইসিলাম ডক্টর এর দেয়া প্রেস্ক্রিপশন অনুযায়ী অন্য বাচ্চাটাকে ইঞ্জেকশন দেওয়াটা খুব কষ্টকর ছিলো যা আমার জন্য ভীষণ কঠিন ছিল।

পরে ডক্টর কে বলে আমি অন্য বাচ্চাকেও সেফ-৩ সিরাপ দেই। কিন্তু হ্যা ওরা যখন একবারেই খাচ্ছিলোনা আমি তখন দুইদিন ওদের চামড়ার নিচে নরমাল স্যালাইন পুষ করি। এটা অনেক কাজে দিয়েছিল।

সবাইকে বলবো ওদের চিকিৎসাটা অনেকেই কঠিন ভাবেন। আবার ব্যয়বহুল ও ভাবেন।এইভাবে প্রতিবছর অনেক বাচ্চা মারা যায়। বাসায় খুব অল্প খরচে ওদের একটি যত্ন নিলেই বাচ্চাগুলা বেচে যাবে।

ভুলত্রুটি মাফ করবেন, আমি অভিজ্ঞ না, শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম। আপনাদের প্রয়োজনে অবশ্যই অনালাইনে ডক্টর দেখিয়ে ঔষধ খাওয়াবেন।

16/09/2024

কিছুদিন পরেই আব্বু মারা গেছে এক বছর হবে ! আব্বু মারা যাওয়ার পরে জীবন থেকে আমি অনেক কিছু রিয়েলাইজ করতে শিখেছি। এই জীবনটা না আসলে সহজ নাহ! 😔
যেমন এখানে অনেকেই আপনার আপন সাজবে কিন্তু এরা কখনোই আপনার আপন নাহ, আবার অনেকে আপনার রক্তের কেউ না কিন্তু তারা নিকট আত্মীয়ের থেকেও বেশি!🙂

কি অদ্ভুদ তাই না? কিন্তু এই অদ্ভুত জিনিসটা বুঝতে কত সময় লেগে গেলো!! অবশ্য অদ্ভুদ জিনিস শিখতে আপনাকে মাঝে মধ্যে বিপদে পড়া লাগবে!😁

অনেক সময় দূরের মানুষ গুলি এতো আপন মনে হয়, যা নিজের রক্তের মানুষ দিয়েও কল্পনাও করতে পারিনা। আসলে কথায় আছে না "আপনের চেয়ে পর ভালো পরের চেয়ে জংগল ভালো"

এখানে কিছু কথা আছে....

কথা কি জানেন? এই পৃথিবী এমন জায়গা যেখানে আপনি অন্যের সাথে যা যা করবেন, ঠিক তেমনিই অন্য কারো কাছে ফেরত পাবেন অবশ্যই পাবেন। হোক তা ভালো কর্ম বা খারাপ!😎

মজার বিষয় কি জানেন?কিছু মানুষ এক্সপেট করে আমি অন্যের সাথে অন্যায় করলেও, আমার সাথে সব সময় ন্যায় হোক!🤓

১৬/০৯/২৪

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanji's aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share