14/09/2025
ফেনীতে বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধার 🐢
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ১৩/০৯/২০২৫ ইং তারিখে গোপন তথ্যের ভিত্তিতে ফেনী সদরের রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ প্রজাতির মোট ১৪০টি কচ্ছপ (ওজন প্রায় ২০০ কেজি) উদ্ধার করে। কচ্ছপগুলো আসন্ন দূর্গাপুজা ও কালীপুজা উপলক্ষে মজুদ করা হচ্ছিল।
উদ্ধারকৃত প্রজাতিসমূহের মধ্যে রয়েছে—
🔹 সুন্ধি কাছিম – ৯০ কেজি
🔹 হলুদ কাইট্টা – ০৫ কেজি
🔹 ধুম কাছিম – ৪৫ কেজি
পরে কচ্ছপগুলোকে ফেনী জেলার বিভিন্ন প্রাকৃতিক জলাশয়ে (রাজাঝিরদিঘী ও থানা পুকুর সহ বিভিন্ন জলাশয়) অবমুক্ত করা হয়।
প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ সবার দায়িত্ব।