Dr. Nahar's Pet Care Point

Dr. Nahar's Pet Care Point Gentle Care For Your Pets, Peace Of Mind For you
(1)

আসসালামু আলাইকুম,, স্বাগতম আপনাদের। ডিস্কাউন্ট অফার উপলক্ষে প্রি বুকিং নেয়া হচ্ছে।এপয়েন্টমেন্ট এর জন্য কল /হোয়াটসঅ্যাপ ক...
21/09/2025

আসসালামু আলাইকুম,, স্বাগতম আপনাদের। ডিস্কাউন্ট অফার উপলক্ষে প্রি বুকিং নেয়া হচ্ছে।এপয়েন্টমেন্ট এর জন্য কল /হোয়াটসঅ্যাপ করুন ☎️01914833632
অথবা ইনবক্স করুন Dr. Nahar's Pet Care Point এ।

20/09/2025

🐾✨ বিশেষ ঘোষণা ✨🐾

প্রিয় পোষ্যপ্রেমীরা,
আগামী ২৫ তারিখ আমাদের জন্য একটি বিশেষ দিন! 🥰
এই বিশেষ দিনে Dr. Nahar’s Pet Care Point থেকে পাচ্ছেন দারুণ সুযোগ –

🎉 সব সার্ভিস এবং প্রোডাক্টে থাকছে ১০% ডিসকাউন্ট! 🎉

👉 আপনার প্রিয় বিড়াল 🐱, কুকুর 🐶, পাখি 🐦খরগোশ 🐇,হ্যামস্টার এবং অন্যান্য পোষ্যের জন্য
✅ চেকআপ
✅ মেডিসিন
✅ ভ্যাকসিনেশন
✅ গ্রুমিং
✅ পেট ফুড ও প্রোডাক্টস

সবকিছুতেই থাকবে বিশেষ ছাড়।

📍 স্থান: Dr. Nahar’s Pet Care Point
📅 তারিখ: ২৫-২৬ সেপ্টেম্বর (২ দিন)
⏰ সময়: সকাল ১০:৩০ থেকে রাত ৯:০০ টা

👉 মিস করবেন না, চলে আসুন আপনার প্রিয় সঙ্গীকে নিয়ে।
কারণ আপনার পোষ্যের সুস্থতা আমাদের অঙ্গীকার ❤️

📣📣Stock available now at reasonable price
15/09/2025

📣📣Stock available now at reasonable price

👉👉Hello paw parents,,, all sizes litterbox available now.
14/09/2025

👉👉Hello paw parents,,, all sizes litterbox available now.

👉👉available now,,hurry up cat lovers
12/09/2025

👉👉available now,,hurry up cat lovers

👉👉Pet carrier bags stock available now at reasonable price. Inbox or call us for order.
11/09/2025

👉👉Pet carrier bags stock available now at reasonable price. Inbox or call us for order.

Yummy pet snacks are available.👉👉Buy 5 and get 1 totally FREE,,So hurry up all pet lovers,,,🖊️☎️ Inbox or call us for or...
10/09/2025

Yummy pet snacks are available.
👉👉Buy 5 and get 1 totally FREE,,
So hurry up all pet lovers,,,
🖊️☎️ Inbox or call us for order.
@

 #📣📣stock available now at reasonable price.Please inbox for order.
10/09/2025

#📣📣stock available now at reasonable price.
Please inbox for order.

SHIFAA কার্বন ক্যাট লিটার একটা প্রিমিয়াম টাইপের বিড়ালের বালি (litter), যেটা মূলত কার্বন মিশ্রিত থাকে। কার্বন থাকার কারণ...
09/09/2025

SHIFAA কার্বন ক্যাট লিটার একটা প্রিমিয়াম টাইপের বিড়ালের বালি (litter), যেটা মূলত কার্বন মিশ্রিত থাকে। কার্বন থাকার কারণে এর কিছু আলাদা সুবিধা পাওয়া যায়—

🫵বৈশিষ্ট্য ও উপকারিতা

1. গন্ধ নিয়ন্ত্রণে ভালো – অ্যাক্টিভ কার্বন মিশ্রণ থাকার কারণে প্রস্রাব বা পায়খানার গন্ধ অনেকটা শোষণ করে ফেলে👌
2. দ্রুত ক্লাম্পিং – পি/পটি পরলেই শক্ত ক্লাম্প তৈরি করে, ফলে পরিষ্কার করা সহজ হয়👌
3. ডাস্ট ফ্রি (কম ধুলাবালি) – ধুলো কম থাকে বলে বিড়ালের শ্বাসতন্ত্রে সমস্যা হওয়ার ঝুঁকি কমে👌
4. লং-লাস্টিং – তুলনামূলকভাবে বেশি দিন ব্যবহার করা যায়, বারবার পরিবর্তন করতে হয় না👌
5. হাইজেনিক – গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণের জন্য সাধারণ লিটার থেকে এক ধাপ এগিয়ে👌

👉ব্যবহারের নিয়ম

৭–১০ সেমি মতো ক্যাট লিটার বক্সে দিতে হবে।

প্রতিদিন ক্লাম্প তুলে ফেলা ভালো।

পুরো লিটার ৩–৪ সপ্তাহ পর (ব্যবহারের উপর নির্ভর করে) পরিবর্তন করা উচিত।

📣সতর্কতা

ছোট বাচ্চা বিড়াল মাঝে মাঝে লিটার খেতে চায়—তাদের খেয়াল রাখতে হবে।
আর্দ্র জায়গায় রেখে দিলে গুণমান কমে যেতে পারে, তাই শুকনো স্থানে সংরক্ষণ করতে হবে।

👉 মোটামুটি বলতে গেলে Shifaa কার্বন ক্যাট লিটার গন্ধ নিয়ন্ত্রণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতার জন্য বেশ।

👉👉👉
সাশ্রয়ী মূল্যে শিফা কার্বন ক্যাট লিটার নিতে ইনবক্স করুন।

@

  একটা জনপ্রিয় কমার্শিয়াল ব্র্যান্ড, যা তুরস্ক থেকে আসে। এটা সাধারণত বিভিন্ন বয়স, জাত ও স্বাস্থ্য অবস্থার বিড়ালের জন্য আ...
27/08/2025


একটা জনপ্রিয় কমার্শিয়াল ব্র্যান্ড, যা তুরস্ক থেকে আসে। এটা সাধারণত বিভিন্ন বয়স, জাত ও স্বাস্থ্য অবস্থার বিড়ালের জন্য আলাদা আলাদা ফর্মুলায় পাওয়া যায়। সংক্ষেপে কিছু তথ্য দিচ্ছি:

📍ধরন

😻Dry food (কিবল) – কিটেন, অ্যাডাল্ট, সিনিয়র বিড়ালের জন্য আলাদা ভ্যারিয়েন্ট থাকে।
😻Wet food (ক্যান/পাউচ) – মাংস, মাছ, চিকেন ইত্যাদির ভ্যারাইটি।

উপাদান🌾🦈🐓

প্রধানত চিকেন, সালমন, টুনা, ল্যাম্ব ইত্যাদি প্রোটিন সোর্স থাকে।
শস্য (corn, rice, barley ইত্যাদি), ভিটামিন, মিনারেল ও ওমেগা-৩/৬ ফ্যাটি এসিড থাকে।
কিছু প্রোডাক্ট গ্রেইন-ফ্রি বা হাই-প্রোটিন ফর্মুলাও পাওয়া যায়।

🪶🪶সুবিধা

দাম তুলনামূলকভাবে মিড-রেঞ্জ, বাংলাদেশেও সহজলভ্য।
প্রোটিন, ফ্যাট ও ফাইবারের ব্যালেন্সড ফর্মুলা থাকে।
চুল, ত্বক ও হজমের জন্য উপকারী উপাদান যুক্ত করা হয়।
ছোট কিটেন থেকে বড় সিনিয়র বিড়াল পর্যন্ত আলাদা আলাদা রেসিপি আছে।

🍁খেয়াল রাখার বিষয়

সব ভ্যারিয়েন্ট সমান মানের নয়, কিছুতে শস্য বেশি থাকে, তাই যদি আপনার বিড়ালের শস্যে অ্যালার্জি থাকে তবে গ্রেইন-ফ্রি অপশন নিতে হবে।
নতুন খাবার হঠাৎ না দিয়ে ধীরে ধীরে আগের খাবারের সাথে মিক্স করে দিন।
সবসময় পর্যাপ্ত পানি রাখতে হবে, বিশেষ করে ড্রাই ফুড খাওয়ালে।

📣📣🔔সাশ্রয়ী মূল্যে রিফ্লেক্স ক্যাট ফুড পেতে নক দিন আমাদের পেজে।

Eid Mubarak to all of you
07/06/2025

Eid Mubarak to all of you

সম্মানিত পেট ওনার ও শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা। আগামীকাল আমাদের চেম্বারের শেষ কর্মদিবস।আগামী ৭ জুন থেকে...
05/06/2025

সম্মানিত পেট ওনার ও শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা। আগামীকাল আমাদের চেম্বারের শেষ কর্মদিবস।আগামী ৭ জুন থেকে ১৪ জুন চেম্বার বন্ধ থাকবে।১৫ জুন থেকে ইনশা আল্লাহ আবার নিয়মিত রোগী দেখা স্টার্ট হবে।সবার সুস্থতা কামনা করছি,ইদ মুবারক।

Address

Chowdhury Palace, Haji Market, Mollartek, Dakkhinkhan, Dhaka1230
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 12:00
16:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nahar's Pet Care Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category