
03/08/2025
আসসালামু আলাইকুম, “বাংলাদেশ স্মল এনিমেল ভেটেরিনারি এসোসিয়েশন (বাসাভা)” এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামী ৯ আগষ্ট, ২০২৫ ইং তারিখে বাসাভার পক্ষ থেকে এম মহবুবউজ্জামান একাডেমিক ভবন (পূর্বের শেখ কামাল ভবন) ৩য় তলায়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), ঢাকা তে পোষা প্রাণীর চিকিৎসা ও সেবার মানোন্নয়নে ভেটেরিনারি পেশাজীবীদের দক্ষতা ও জ্ঞান উন্নয়নের লক্ষ্যে আমরা আয়োজন করতে যাচ্ছি দিনব্যাপী একটি টেকনিক্যাল সেমিনার। এ সেমিনারে খ্যাতনামা বিশেষজ্ঞগণ পোষা প্রাণীর স্বাস্থ্য, ভ্যাকসিনেশন ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেনঃ
1. Dr. KHM Nazmul Hussain Nazir
Head, Microbiology and Hygiene, Bangladesh Agricultural University, Mymensingh
Tropic: Modern techniques for upscaling pet practices in Bangladesh
2. Dr. Abdul Mannan
Deputy Chief Veterinary Officer & Director, TTPHRC, CVASU
Tropic: Veterinary Case Studies: Disease Patterns in Dogs & Cats at TTPHRC, CVASU
3. Prof. Dr. Ziaul Haque
Department of Anatomy & Histology, Bangladesh Agricultural University, Mymensingh
Tropic: Present status of pet practices in Bangladesh: Opportunities and challenges for future.
সেমিনারে অংশগ্রহনের জন্য বাসাভার সদস্যদের ৪০০/- টাকা ও যারা সদস্য নন, তাদের ৮০০/- টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য পাশের QR কোড স্ক্যান করে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে আপনাকে উক্ত সেমিনারে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
গুগল ফর্ম টি রেজিস্ট্রেশনের পূর্বে বিকাশে নির্ধারিত ফি পরিশোধ করে ট্রানজেকশন আইডি কপি করে রাখতে হবে (রেজিস্ট্রেশনের সময় প্র্যয়োজন হবে)।
বিকাশ নাম্বারঃ 01819804457
জরুরী প্র্যয়োজনেঃ ০১৯৭৬৬২০১৫১, ০১৬৮৬৯০৬৬২৬, ০১৫৫৮০৫৪১৬০