12/07/2025
আলহামদুলিল্লাহ, লাভবার্ড পাখি পালন করতেছি ২০১৮ সালের শেষের দিক থেকেই। যখন যেই মিউটেশনই ভাল লেগেছে সাধ্যের মধ্যে হলে নেওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। লাভবার্ডের সাম্রাজ্য গিয়ে (Romel Ashraf Aviary) নতুন করে এই মিউটেশনের প্রতি এতটাই ভালোলাগা তৈরি হয়েছে যে অনেক কষ্টে নিজের লোভ সামলে না নিয়েও ফিরে এসেছি। তবে নিবো ইনশাআল্লাহ।
[ ভিডিওর ছবিগুলোর মালিক রোমেল আশরাফ ভাই। এককথায় অসাধারণ, আপনি ও আপনার ফার্ম। দোয়া করি সপ্ন আর ভালবাসা নিয়ে এভাবেই এগিয়ে যান। অনুমতি ছাড়াই পাখির ভিডিও প্রকাশ করার জন্য আন্তরিকতার সহিত ক্ষমাপ্রার্থী ]