微光同行展望協會

微光同行展望協會 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 微光同行展望協會, Pet service, Mohammadia Housing Society, Road/3, House-208/A, Mohammadpur, dhaka, Dhaka.

দেশে বা দেশের বাইরে বেড়াতে যাচ্ছেন? আপনার আদরের বাচ্ছাকে যত্নের সাথে কোথায় রাখবেন, ভেবে পাচ্ছেন না? আপনার বাচ্ছার সকল দায় দায়িত্ব আমাদের দিয়ে রিলাক্স মুডে ঘুরে আসুন 🤗 "ক্যাট কেয়ার অ্যান্ড হোস্টেল" সব সময় আপনাদের সাথে আছে। What'sApp / Call : 01732227195

🐾 আপনার অসুস্থ বিড়ালটির জন্য কি চিন্তায় আছেন?আপনার আদরের ক্যাট অসুস্থ, কিন্তু বাসায় রেখে ঠিকভাবে দেখাশোনা করা সম্ভব হচ্ছ...
02/07/2025

🐾 আপনার অসুস্থ বিড়ালটির জন্য কি চিন্তায় আছেন?

আপনার আদরের ক্যাট অসুস্থ, কিন্তু বাসায় রেখে ঠিকভাবে দেখাশোনা করা সম্ভব হচ্ছে না?
চিন্তা নেই! 🐱
Cat Care Hostel and Rehabilitation-এ আপনি রাখতে পারবেন আপনার বিড়ালটিকে যত্ন ও সেবার সঙ্গে।
আমরা প্রতিটি বিড়ালের খাবার, ওষুধ ও প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করি —
যাতে আপনি ফিরে পান একদম সুস্থ, প্রাণবন্ত একটি পোষা বন্ধু।
🩺 নিয়ম: হোস্টেলে কোনো অসুস্থ বিড়াল রাখতে হলে, তার চিকিৎসা ও প্রয়োজনীয় সকল খরচ মালিককেই বহন করতে হবে।
🔺 বিশেষ দ্রষ্টব্য:
ফ্লু বা ফাঙ্গাল ইনফেকশনযুক্ত বিড়াল আমাদের হোস্টেলে রাখা সম্ভব নয়, কারণ এখানে আরও অনেক সুস্থ বিড়াল রয়েছে এবং তাদের সুরক্ষা আমাদের অগ্রাধিকার।
📞 যোগাযোগ করুন আজই!
Cat Care Hostel and Rehabilitation – আপনার ক্যাটের নিরাপদ আশ্রয়।

🔖 হ্যাশট্যাগস:
#বিড়ালের_যত্ন #পোষাপ্রাণী

📣 আপনার আদরের পোষ্যটির জন্য একটি দায়িত্বশীল ভালোবাসা–Spay বা Neuter করান, সুস্থ রাখুন, নিরাপদ ভবিষ্যত গড়ুন! 🐾🐱 আপনার বি...
29/06/2025

📣 আপনার আদরের পোষ্যটির জন্য একটি দায়িত্বশীল ভালোবাসা–
Spay বা Neuter করান, সুস্থ রাখুন, নিরাপদ ভবিষ্যত গড়ুন! 🐾

🐱 আপনার বিড়ালকে স্পে বা নিউটার করিয়ে আপনি অবাঞ্ছিত প্রজনন রোধের পাশাপাশি উপহার দিতে পারেন দীর্ঘ, সুস্থ একটি জীবন।

🤍 Cat Care Hostel & Rehabilitation–এ আপনার পোষ্য যখন এই প্রক্রিয়ার মধ্যে যাবে, আমরা তাকে রাখব আমাদের স্নেহময় যত্নে।
🔹 পুরো সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের হোস্টেলে থেকে যাবে নিরাপদে
🔹 প্রতিদিন থাকবে পর্যবেক্ষণ ও ভালোবাসার স্পর্শ
🔹 আপনার অনুপস্থিতিতেও সে থাকবে পরিবারের মতো যত্নে

🩺 অসুস্থ? চিন্তা নেই!
আপনার বিড়াল অসুস্থ হলে আমাদের হোস্টেলে রেখে চিকিৎসা করিয়ে, সুস্থ করে নিতে পারবেন — ভালোবাসা ও যত্নে ভরা এক নতুন প্রাণশক্তি নিয়ে।

🎉 সুস্থতা শুরু হয় ভালোবাসা দিয়ে।
তাই আজই যোগাযোগ করুন—
📞 Cat Care Hostel & Rehabilitation
🌐 আপনার পোষ্যের নিরাপদ আশ্রয়, বিশ্বাসের ঠিকানা।
যোগাযোগঃ-
Cat Care & Hostel ঠিকানা : বাসা নাম্বার : ২০৮/এ, রোড-৩, নিচ তলা, মোহাম্মদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা।
What'sApp / Call :
Lipi : 01732227195,
Zakir : 01711115478,
শিয়া মসজিদ দিয়ে সোজা ডুকলে : সোজা গিয়ে হাতের ডানে তিন নাম্বার রোডে ডুকে যাবে।
(মাইলস্টোন স্কুল এর কাছে, মাইলস্টোন স্কুলের ৪/৫ টা বিল্ডিং পরে, Sayed dental care এর পাশে।)










🌿🐾 আপনার আদরের বিড়ালের সুস্থ ভবিষ্যতের জন্য একটি দায়িত্বশীল সিদ্ধান্ত 🐾🌿Spay বা Neuter করানো শুধু একটি চিকিৎসা নয় — এটি...
29/06/2025

🌿🐾 আপনার আদরের বিড়ালের সুস্থ ভবিষ্যতের জন্য একটি দায়িত্বশীল সিদ্ধান্ত 🐾🌿
Spay বা Neuter করানো শুধু একটি চিকিৎসা নয় — এটি ভালোবাসা, যত্ন এবং দায়িত্ববোধের প্রতীক।
পুরুষ বিড়ালের জন্য Neutering এবং মেয়ে বিড়ালের জন্য Spaying — এই প্রক্রিয়াগুলো আপনার প্রিয় পোষ্যটির স্বাস্থ্য ভালো রাখতে, আচরণ আরও শান্ত রাখতে এবং অনাকাঙ্ক্ষিত প্রজনন রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
🤍 আমাদের পক্ষ থেকে একটি সুখবর! 🤍
আপনার পোষ্য যখন এই চিকিৎসা সম্পন্ন করবে, তখন আপনি চাইলে তাকে আমাদের হোস্টেলে রেখে যেতে পারেন সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত।
Cat Care Hostel & Rehabilitation–এর দায়িত্বশীল টিম তার চিকিৎসা পরবর্তী যত্ন থেকে শুরু করে মানসিক প্রশান্তি পর্যন্ত প্রতিটি পদক্ষেপে পাশে থাকবে।
🌸 আপনার পোষ্য আমাদের পরিবারের মতোই, তাই—
✅ সুস্থ হওয়ার আগ পর্যন্ত নিরাপদ আবাস
✅ প্রতিদিন পর্যবেক্ষণ ও যত্ন
✅ ভালোবাসা দিয়ে ঘিরে রাখা পরিবেশ
এছাড়াও, আপনার বিড়ালের যেকোনো অসুস্থতায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও পুনরুদ্ধারের পর তাকে সুস্থ করে আপনার কাছে পৌঁছে দেয়ার দায়িত্বে আপনার পাশে আছি। যেমনটি আপনি চান — হাসিমুখে, প্রাণবন্তভাবে! 🐱✨
📞 যোগাযোগ করুন এখনই!
Cat Care Hostel & Rehabilitation
আপনার বিড়ালের সুস্থতা, আমাদের অঙ্গীকার। 💚
যোগাযোগঃ-
Cat Care & Hostel ঠিকানা : বাসা নাম্বার : ২০৮/এ, রোড-৩, নিচ তলা, মোহাম্মদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা।
What'sApp / Call :
Zakir : 01711115478, 01732227195.
শিয়া মসজিদ দিয়ে সোজা ডুকলে : সোজা গিয়ে হাতের ডানে তিন নাম্বার রোডে ডুকে যাবেন।










বিড়ালকে স্প্রে বা নিউটার (পুরুষ বিড়ালের ক্ষেত্রে নিউটারিং এবং মহিলা বিড়ালের ক্ষেত্রে স্পেয়িং) করানো একটি গুরুত্বপূর্ণ...
29/06/2025

বিড়ালকে স্প্রে বা নিউটার (পুরুষ বিড়ালের ক্ষেত্রে নিউটারিং এবং মহিলা বিড়ালের ক্ষেত্রে স্পেয়িং) করানো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটি তাদের স্বাস্থ্য ভালো রাখতে এবং অবাঞ্ছিত প্রজনন রোধ করতে সাহায্য করে। এই কারণে স্পে বা নিউটার করানো জরুরি।
এখানে কিছু কারণ উল্লেখ করা হলো:
অবাঞ্ছিত প্রজনন রোধ:
স্পে বা নিউটার করার মাধ্যমে বিড়ালের প্রজনন ক্ষমতা নষ্ট করা হয়, যার ফলে তারা অবাঞ্ছিতভাবে বাচ্চা জন্ম দেওয়া থেকে বিরত থাকে। এটি রাস্তার বিড়ালের সংখ্যাবৃদ্ধি রোধ করতেও সহায়ক।
স্বাস্থ্যগত উপকারিতা:
স্পে বা নিউটার করার ফলে বিড়ালের কিছু রোগ, যেমন - জরায়ু সংক্রমণ (pyometra) এবং স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায়। পুরুষ বিড়ালের ক্ষেত্রে, টেস্টোস্টেরন হরমোনের কারণে সৃষ্ট কিছু আচরণ, যেমন - কামড়ানো বা আঁচড়ানো, কমে যায় এবং তাদের মধ্যে শান্ত স্বভাব দেখা যায়।
আচরণগত পরিবর্তন:
স্পে বা নিউটার করার ফলে বিড়ালের কিছু আচরণগত সমস্যাও কমে যায়, যেমন - অপ্রয়োজনীয় ডাকাডাকি, এলাকা চিহ্নিত করা এবং সঙ্গীর খোঁজে বাইরে যাওয়া।
জীবনকাল বৃদ্ধি:
সুস্থ থাকতে এবং রোগের ঝুঁকি কমাতে স্পে বা নিউটার করালে বিড়ালের আয়ু বাড়ে বলে মনে করা হয়।
স্পে বা নিউটার একটি অস্ত্রোপচার, তাই এটি করানোর আগে পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।










Cat Love 😻😻Cat Foster Hotel Dhaka
22/06/2025

Cat Love 😻😻
Cat Foster Hotel Dhaka

Cat Love 😻😻Cat Foster Hotel Dhaka
22/06/2025

Cat Love 😻😻
Cat Foster Hotel Dhaka

🐾 সুখবর!Cat Care Hostel & Rehabilitation-এ এবার আরও এক ধাপ এগিয়ে গেলাম আমাদের প্রিয় কাস্টমারদের সুবিধার কথা চিন্তা করে!আ...
18/06/2025

🐾 সুখবর!
Cat Care Hostel & Rehabilitation-এ এবার আরও এক ধাপ এগিয়ে গেলাম আমাদের প্রিয় কাস্টমারদের সুবিধার কথা চিন্তা করে!

আপনার আদরের স্টে ক্যাট কিংবা অসুস্থ প্রিয় বিড়াল বাবুকে কোথাও রেখে নিশ্চিন্তে যাওয়া ছিল কঠিন?
এখন আর দুশ্চিন্তার কিছু নেই!
আমাদের হোস্টেলে এখন থেকে স্টে ক্যাট ও অসুস্থ ক্যাটদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা রাখা হয়েছে (শুধুমাত্র ফ্লু ও স্কিন ডিজিজ ব্যতীত)।
🐱 অসুস্থ প্রিয় বিড়ালটিকে রেখে নিশ্চিন্তে চলে যান আপনার প্রয়োজনীয় কাজে —
আমরা রাখবো তার খেয়াল, যত্ন নিবো ভালোবাসায়।

🌿 প্রশিক্ষিত টিম, পরিচ্ছন্ন পরিবেশ ও দায়িত্বশীলতার সাথে
আমরা নিশ্চিত করি আপনার ক্যাটের নিরাপদ ও আরামদায়ক সময়।

Cat Care Hostel & Rehab — ভালোবাসা, যত্ন আর বিশ্বাসের ঠিকানা।
📞 বিস্তারিত জানতে ইনবক্স করুন / কল করুন এখনই!
ঠিকানা : ২০৮/এ, রোড-৩, নিচ তলা, মোহাম্মদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা।
What'sApp / Call :
01711115478
&
01732227195

"স্ট্রে ক্যাট" বলতে বোঝায় পথের ধারে বা আশেপাশে ঘুরে বেড়ানো বিড়াল, যাদের সাধারণত কোনো ঠিকানা থাকে না। এদেরকে "ফেরাল ক্যা...
18/06/2025

"স্ট্রে ক্যাট" বলতে বোঝায় পথের ধারে বা আশেপাশে ঘুরে বেড়ানো বিড়াল, যাদের সাধারণত কোনো ঠিকানা থাকে না। এদেরকে "ফেরাল ক্যাট" বা "কমিউনিটি ক্যাট" ও বলা হয়ে থাকে।
এরা সাধারণত:
হারিয়ে যাওয়া অথবা পরিত্যক্ত বিড়াল হতে পারে।
মানুষের সাথে খুব একটা মেশে না।
এদের মধ্যে কিছু বিড়াল মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে, আবার কিছু বিড়াল ভয় পায়।
এদের শরীরে পরজীবী থাকতে পারে।
কিছু ক্ষেত্রে, এরা আক্রমণাত্মকও হতে পারে।
যদি কোনো স্ট্রে ক্যাট খুঁজে পান, তাহলে:
তাদের কাছাকাছি যাওয়ার আগে সতর্ক থাকুন।
তাদের খাবার ও জল দিন, তবে তাদের বিরক্ত না করাই ভালো।
যদি তাদের সাহায্য করতে চান, তাহলে পশুচিকিৎসকের পরামর্শ নিন অথবা কোনো পশু আশ্রয়কেন্দ্রে যোগাযোগ করুন।

বিড়াল পালনে সাধারণ কিছু তথ্য : ১। প্রতি তিন মাস অন্তর কৃমির ওষুধ খাওয়ান।২। বয়স ২-২.৫ মাস হলে ফ্লু এর ভ্যাক্সিন দিন৷ র‍্য...
15/06/2025

বিড়াল পালনে সাধারণ কিছু তথ্য :
১। প্রতি তিন মাস অন্তর কৃমির ওষুধ খাওয়ান।
২। বয়স ২-২.৫ মাস হলে ফ্লু এর ভ্যাক্সিন দিন৷ র‍্যাবিসের ভ্যাক্সিন ৩ মাস বয়সে দিন।
৩। ঘন ঘন গোসল দেয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন অনুসারে ২-৬ মাসে একবার দিন৷ মানুষের শ্যাম্পু দিয়ে গোসল দিবেন না।
৪। ড্রাই ক্যাট ফুড সম্ভব হলে এড়িয়ে চলুন।
৫। মশলা, অতিরিক্ত লবণ, তেল, চকোলেট, ঘি ইত্যাদি খাবার পরিহার করুন।
৬। মাছ/মাংসের কাটা/হাড্ডি বেছে খেতে দিন।
৭। কয়েকদিন পরপর নখ কেটে দিন।
৮। প্রাপ্তবয়স্ক বিড়ালের নিউটার/স্পে করিয়ে দিন
৯। সাধারণ হাচি-কাশি বা শরীর গরমে এন্টিবায়োটিক খাওয়ানো থেকে বিরত থাকুন।
১০। নাপা/প্যারাসিট্যমল জাতীয় ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকুন
১১। যেসব বিড়াল হঠাৎ করে খাওয়া দাওয়া করে না এবং বমি করে এসকল বিড়ালকে সুস্থ বিড়াল থেকে আলাদা রাখুন।
১২। বিড়ালের হঠাৎ পাতলা পটি হলে ঘরোয়া ভাবে মাংসের সাথে কাচা কলা সিদ্ধ করে খাওয়ান।
১৩। পটি শক্ত হয়ে কন্স্টিপেশন হলে মিষ্টি কুমড়া ও পেঁপে সিদ্ধ খাওয়ান।
১৪। সাধারণত মাল্টিভিটামিন খাওয়ালে পটি নরম হয়, এটা নরমাল।
১৫। ঘরের বিড়াল বাহিরে যাওয়া আসা করলে অবশ্যই র‍্যাবিস বা জলাতঙ্কের টিকা দিন বছরে একবার। মনে রাখবেন মানুষের জলাতঙ্ক হলে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে।
১৬। বিড়ালের গর্ভধারণ সময় ৬২-৬৫ দিন। এসময় কৃমির সমস্যা দেখা দিলে সব ধরনের কৃমির ওষুধ খাওয়ানো যাবে না৷ নির্দিষ্ট কিছু কৃমির ওষুধ ডাক্তারের পরামর্শে দেয়া যাবে। নির্দিষ্ট ওষুধ বাদে বাকিগুলো abortion/miscarriage করার জন্য দায়ী।
১৭। বিড়াল অসুস্থ হলে, খাওয়া দাওয়া না করলে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না।
১৮। বাচ্চা ডেলিভারিতে সাধারণত ১২ থেকে ৩৬ ঘন্টা সময় বা তারও বেশি লাগতে পারে। এসময় বিড়ালকে আমিষ জাতীয় খাবার বা গ্লুকোজ খাওয়ান।
১৯। কয়েকদিন পরপর কান পরিষ্কার করে দিন৷ কটোন বাডে নারিকেল তেল লাগিয়ে কান পরিষ্কার করুন।
২০। গর্ভবতী নারীরা বিড়ালের পটি পরিষ্কার থেকে বিরত থাকুন।
২১। ফ্লু ছাড়াও মানুষের মতো বিড়ালের রোগের অভাব নেই। মানুষের মতো বিড়ালদেরও হার্ট, ফুসফুস, কিডনি, লিভার, স্প্লিনের রোগ হতে পারে। সকল রোগের সাধারণ লক্ষণ খাওয়া বন্ধ করে দেয়া। তাই সব ক্ষেত্রেই ফ্লু হয়েছে বলা যাবে না। ( এ সম্পর্কে পেইজের পূর্বের পোস্ট দেখুন)
২২। যেকোনো ওষুধ খাওয়ানোর পূর্বে সবসময় ডাক্তারের পরামর্শ নিন। কারণ একজন ভেট ৫ থেকে ৭ বছর পড়ালেখা করে দেশ-বিদেশ থেকে ট্রেনিং নিয়ে তারপর ভেট হন। অবশ্যই একজন ভেট বিভিন্ন ওষুধের ব্যাপারে অবগত
আছেন।

13/06/2025

Tiger Mini 😍😍

07/06/2025

Eid Mubarak to all of Sweet Cat Babies Mom & Dad 😻

05/06/2025

They are working at Cat Hostel

Address

Mohammadia Housing Society, Road/3, House-208/A, Mohammadpur, Dhaka
Dhaka
1207

Telephone

01732227195

Website

Alerts

Be the first to know and let us send you an email when 微光同行展望協會 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 微光同行展望協會:

Share

Category

Our Story

Latest Cosmetics Fashion,s provide you quality products with reasonable price 📷😍 All products price are mentioned below pictures. All Product for my beautiful Client Product কিনতে আপনার ফুল ঠিকানা এবং ফোন নম্বর INBOX করুন অথবা কল করুন : 01732227195 For order inbox us : https://www.facebook.com/LatestCosmeticsFashion/messages আপনি যত দ্রুত আপনার অরডার সম্পন্ন করবেন। আমরা তত দ্রুত আপনাকে সারভিস দিতে পারবো। বিস্তারিত জানতে Helpline নাম্বার +8801732227195 (viber, what's app, imo) আপনাদের জন্যেই আমরা। ধন্যবাদ। Latest Cosmetics Fashion 📷😄