
27/07/2025
ভাবা যায় বাংলাদেশে লাইগার আছে।
লাইগার হলো এমন একটা প্রজাতি যা সিংহ আর বাঘের প্রজননের মধ্য দিয়ে জন্ম নেওয়া দেখতে বাঘ আর সিংহের মতই।
কিন্তু প্রশ্ন হচ্ছে এটা বাংলাদেশের চিটাগাং চিরিয়াখানায় কেনো আর কিভাবে আসলো?
এটা একটা গভীর চিন্তার বিষয় যতটুকু দেখলাম পোস্টের মাধ্যমে যে বাচ্চা অবস্থায় চোরাচালানের সময় এই লাগারটি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে ধরা পরে এবং পরবর্তীতে এটিকে চিরিয়াখানা সাফারি পার্কে পাঠানো হয়।