
08/06/2025
আমার সুন্দরী মা💝
আমার দেখা সব থেকে শক্ত এবং নরম মনের অধিকারীনী।তার জীবনের সব থেকে বড় বড় কষ্ট গুলো আমার থেকে পাওয়া,তবুও সে আমাকে কখনো দূরে ঠেলে দেয়নি।মায়েরা তো এমন এ হয় তাইনা?!
আমি অনেক বড় হতে চাই তবে তোমার ছায়ায় থেকে।তুমি এমন একজন যে আমার মুখ দেখে সবটা বুঝে যাও,যার কাছে চুপ করে বসে থাকলেও আমি শান্তি অনুভব করি।আরও অনেক বছর আমার পাশে থেকো মা।তোমায় নিয়ে এখনো কক্সবাজার যাওয়া বাকি!!!
ইতি
তোমার টুনু পাখি 🎀