28/09/2025
🔴 জরুরি নোটিশ🔴
আমাদের নিয়মিত ভেট ডা. আরিফা আক্তার (ডিভিএম, সিভাসু, এম.এস. ফেলো ইন সার্জারি, সিভাসু, রেজি. নং: ৯১৯০) এবং ডা. সারাবান তাহুরা (Pet Animal Practitioner, Paw Life Care, DVM, HSTU, MS in Theriogenology, HSTU, BVC Reg. No: ৭৬৬৭) উভয়েই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে ডা. সারাবান তাহুরা বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং ইনশাআল্লাহ আগামী সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে পুনরায় ক্লিনিকে রোগী দেখা শুরু করবেন।
অন্যদিকে, ডা. আরিফা আক্তারের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তাঁর সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
বর্তমানে আমাদের একজন সিনিয়র ভেট সাবিহা ফেরদৌস
(ডিভিএম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)মাস্টার্স ইন
ফিজিওলজি, ( সিকৃবি ),ক্লিনিক্যাল ট্রেইনিং (ভারত)
রেজিষ্ট্রেশন নাম্বার: ৬৬৯৩) আমাদের ক্লিনিকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখছেন।
আমরা সবাই আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা দুইজন ভেটের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করবেন।
প লাইফ কেয়ার, মিরপুর শাখা