Collect Youer Free Verifed Badge

Collect Youer Free Verifed Badge Different Mutation in a box Honesty is the only Policy

Ghj
20/05/2025

Ghj

13/03/2025

বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু পাখি উৎপাদনের জন্য খুবই অনুকূল। গত ৪-৫ বছর ধরে দেখা যাচ্ছে, কোন ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই, যে কেউ লাভ বার্ডের ভালো বেবি উৎপাদন করতে পারছে।

আপনি চাইলে আপনার বেলকনিতে বা রুমের ভেতরে ছোট আকারে চার-পাঁচ জোড়া লাভ বার্ড নিয়ে এভিয়ারি শুরু করতে পারেন। এতে খুব বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না এবং পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না।

লাভ বার্ড শক্ত এবং মজবুত পাখি হাওয়াই রোগ বালাই সহজে আক্রমণ করতে পারে না। এজন্য বলাই ঝুঁকি খুবই কম।

বেবি পাখি বিক্রি করার জন্য সোশ্যাল মিডিয়াই ( facebook) যে বিভিন্ন গ্রুপ আছে সেখানে শেয়ার করলেই সহজেই বিক্রি হয়ে যায়।

আর বেবি বা সেমি এডাল্ট পাখি সংগ্রহ করার এখনই সময়। আপনি পাখি সংগ্রহ করার ৩-৪ মাসের ভিতরে পাখি পুনরায় প্রোডাকশনে চলে যাবে। লাভ বার্ড প্রতি ব্রিড়ে ৩ থেকে ৪ টি বাচ্চা বাচাই। সুতরাং একটি লাভজনক কাজ।

সুতরাং আপনি ছাত্র হোন বা হাউজ ওয়াইফ হন, আপনার অবসর সময়ের এক দুই ঘন্টা কাজে লাগিয়ে। পাখি পালনের মাধ্যমে একটা ইনকামের পথ চালু করতে পারেন।
পাখি পালন একটি স্বাধীন পেশা। যে কেউ যেকোনো সময় শুরু করতে পারে।

আপনি যদি লাভ বার্ডের খামারের কাজ শুরু করতে চান বা পাখি সংগ্রহ করতে চান বা লাভ বার্ড সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য আমাদের ডাইরেক্ট কল দিতে পারেন ০১৭১৩৪৭৯৭০৬ নম্বরে।


Magic Box by Amazon Aviary

Address

Kazipara
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Collect Youer Free Verifed Badge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Collect Youer Free Verifed Badge:

Share

Category