সুজির বাড়ি

সুজির বাড়ি Safe Place for Your Pets
(3)

13/05/2025

😻😻

06/05/2025

"টমি" দ্যা মাস্তান বিলাই 😤
রেগুলার সুজির বাড়ি তে তার আসা যাওয়া হয় তাও এনার রাগ কমে না🐸🐸

এবারো টমি এসেছে দেড় মাসের জন্য। ❤️❤️



























আদরের বিড়ালটিকে রেখে স্বাচ্ছন্দ্যে আপনজনদের সাথে ঈদ করতে যেতে পারবেন 🐱
✅ ঈদ বুকিং চলছে.....
✅ ঈদ প্রি-বুকিং চলছে.....

আসন্ন ঈদ-উল-আযহা এবং পবিত্র হ্বজ উপলক্ষে খুবই সীমিত সংখ্যক আসন বুকিং চলছে.....

বুকিং চলবে আসন সংখ্যা পূরণ হওয়া সাপেক্ষে!!

তাই যাঁরা নিশ্চিন্তে তাঁদের আদরের বিড়ালটিকে রেখে স্বাচ্ছন্দ্যে আপনজনদের সাথে ঈদ করতে যেতে চানবা হ্বজে যেতে চান তাঁরা নির্বিঘ্নে সুজির বাড়ি তে আপনার আদরের বিড়ালটিকে রেখে যেতে পারেন।

আমাদের সুজির বাড়ি ফস্টার হোমটি আপনাদের সবার বিড়ালের চিকিৎসার ভরসার নাম MediVet Pets Care এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।

সুজির বাড়ি ফস্টার থেকে যেসব সুবিধা দেয়া হবেঃ

১. ২৪ঘন্টা এসি সার্ভিস।
২. ২৪ঘন্টা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত সুবিধা।
৩. প্রয়োজনীয় লিটার সরবরাহ করা হবে।
৪. যদি মাছ বা মাংস বা অন্য খাবার খায় তাহলে সেগুলো বিড়াল মালিককে সরবরাহ করতে হবে। ফস্টার যেসব খাবার প্রস্তুত করে দিবে।
৫. প্রতিদিনে অন্ততপক্ষে ১বার এবং সর্বোচ্চ ২বার ১ঘন্টা করে মুক্তভাবে বিচরণ করতে দেয়া হবে প্রতিটি বিড়ালকে। তবে যদি মালিক মুক্তভাবে বিচরণ করতে দিতে না চায় তাহলে তা করা থেকে উক্ত বিড়ালকে বিরত রাখা হবে।
৭. প্রতিদিন ১বার ভিডিওকলের মাধ্যমে নিজ বিড়ালের সাথে যোগাযোগ করতে পারবেন।
৮. বিড়াল রেখে যাওয়ার পরে ফস্টারে এসে দেখতে চাইলে প্রতিদিন ১বার সাক্ষাত পাবেন।

সুজির বাড়ি ফস্টারে বিড়াল রাখতে যা অবশ্যই মানতে হবেঃ

১. ভ্যাকসিন ও ডিওয়ার্মিং করানো থাকতে হবে।
২. ফ্লি/উঁকুন মুক্ত থাকতে হবে।
৩.স্পে/নিউটার করানো থাকতে হবে।
৪. হিটে থাকা অবস্থায় কোনো বিড়ালকে ফস্টারে রাখা হবে না।
৫. ফস্টারে রাখার পর যদি কোনো বিড়াল হিটে আছে বলে এমনটা প্রমানিত হয় বা ফস্টারে থাকা অবস্থায় হিট আসলে ১২-২৪ ঘন্টার মধ্যে উক্ত মালিককে তার বিড়াল হস্তান্তর করা হবে।
৬.ফস্টার ফি অবশ্যই ফস্টারে রাখার আগেই পরিশোধ করতে হবে।
৭. নির্দিষ্ট প্যাকেজে বুকিং দেয়ার জন্য ৫০% প্যাকেজ মানি পরিশোধ করতে হবে এবং বিড়ালকে রেখে যাওয়ার সময়ে বাকি ৫০% অর্থাৎ সম্পূর্ণ পরিশোধ করতে হবে। বুকিং মানি অফেরতযোগ্য।

বিশেষ দ্রষ্টব্যঃ

১. যদি কোন বিড়াল ভ্যাকসিন/ডিওয়ার্মিং করানো না থাকে তাহলে ক্লিনিক থেকে করাতে পারবেন বিড়াল মালিক এবং তারপর রাখতে পারবেন।
২. পূর্ব থেকে ভ্যাকসিন/ডিওয়ার্মিং করানো বিড়ালের ক্ষেত্রে কার্ড দেখাতে হবে। অন্যথায় কার্ড না থাকলে বা দেখাতে অপারগ থাকলে উক্ত বিড়াল ভ্যাকসিন/ডিওয়ার্মিং করানো না বলে ধরা হবে।

সার্বিক প্রয়োজনেঃ
সুমাইয়া ইসলাম মৌ
সুজির বাড়ি ফস্টার এন্ড কেয়ার
মোবাইলঃ ০১৭৯৯৪৩৩৩৭০(হোয়াটস এপ)

05/04/2025

ইউকি বেবি 🥰🥰
ট্রিট খাওয়ানো ক্রেডিট: জাইম উদ্দিন 😝😝

























30/03/2025

চুটকি ও তার বাবুরা 😻😻

ওরা এসেছে সুজির বাড়ি তে ইদ করতে🥰।
ওদের পক্ষ থেকে সবাইকে অগ্রীম ইদ মোবারক 😊😊
























29/03/2025

টুকটুকি ও মিনি 😻😻

ওরা এসেছে সুজির বাড়ি তে ইদ করতে🥰।
ওদের পক্ষ থেকে সবাইকে অগ্রীম ইদ মোবারক 😊😊
























29/03/2025

চুটকি আর তার বাবুরা 😻🐈

ওরা এসেছে সুজির বাড়ি তে ইদ করতে🥰।
ওদের পক্ষ থেকে সবাইকে অগ্রীম ইদ মোবারক 😊😊
























27/03/2025

আমার নাম "হাম্বা"
দুষ্টু হাম্বা 😝

হাম্বা কিন্তু সুজির বাড়ি তে অনেকটা দিন থাকবে😁

হাম্বা মোবারক সবাইকে 🤣🤣























27/03/2025

লিটার ছড়ানো পিলু 🙄🙄

পিলু কিন্তু এসেছে সুজির বাড়ি তে ইদ করতে🥰।
পিলুর পক্ষ থেকে সবাইকে অগ্রীম ইদ মোবারক 😊😊






















01/03/2025

🐱আদরের বিড়ালটিকে রেখে স্বাচ্ছন্দ্যে আপনজনদের সাথে ঈদ করতে যেতে পারবেন 🐱
✅ ঈদ বুকিং চলছে.....
✅ ঈদ প্রি-বুকিং চলছে.....

আসন্ন ঈদ-উল-ফিতর এর জন্য খুবই সীমিত সংখ্যক আসন বুকিং চলছে.....

বুকিং চলবে আসন সংখ্যা পূরণ হওয়া সাপেক্ষে!!

তাই যাঁরা নিশ্চিন্তে তাঁদের আদরের বিড়ালটিকে রেখে স্বাচ্ছন্দ্যে আপনজনদের সাথে ঈদ করতে যেতে চান তাঁরা নির্বিঘ্নে সুজির বাড়ি তে আপনার আদরের বিড়ালটিকে রেখে যেতে পারেন।

আমাদের সুজির বাড়ি ফস্টার হোমটি আপনাদের সবার বিড়ালের চিকিৎসার ভরসার নাম MediVet Pets Care এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।

সুজির বাড়ি ফস্টার থেকে যেসব সুবিধা দেয়া হবেঃ

১. ২৪ঘন্টা এসি সার্ভিস।
২. ২৪ঘন্টা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত সুবিধা।
৩. প্রয়োজনীয় লিটার সরবরাহ করা হবে।
৪. যদি মাছ বা মাংস বা অন্য খাবার খায় তাহলে সেগুলো বিড়াল মালিককে সরবরাহ করতে হবে। ফস্টার যেসব খাবার প্রস্তুত করে দিবে।
৫. প্রতিদিনে অন্ততপক্ষে ১বার এবং সর্বোচ্চ ২বার ১ঘন্টা করে মুক্তভাবে বিচরণ করতে দেয়া হবে প্রতিটি বিড়ালকে। তবে যদি মালিক মুক্তভাবে বিচরণ করতে দিতে না চায় তাহলে তা করা থেকে উক্ত বিড়ালকে বিরত রাখা হবে।
৭. প্রতিদিন ১বার ভিডিওকলের মাধ্যমে নিজ বিড়ালের সাথে যোগাযোগ করতে পারবেন।
৮. বিড়াল রেখে যাওয়ার পরে ফস্টারে এসে দেখতে চাইলে প্রতিদিন ১বার সর্বোচ্চ ২০মিনিটের সাক্ষাত পাবেন।

সুজির বাড়ি ফস্টারে বিড়াল রাখতে যা অবশ্যই মানতে হবেঃ

১. ভ্যাকসিন ও ডিওয়ার্মিং করানো থাকতে হবে।
২. ফ্লি/উঁকুন মুক্ত থাকতে হবে।
৩.স্পে/নিউটার করানো থাকতে হবে।
৪. হিটে থাকা অবস্থায় কোনো বিড়ালকে ফস্টারে রাখা হবে না।
৫. ফস্টারে রাখার পর যদি কোনো বিড়াল হিটে আছে বলে এমনটা প্রমানিত হয় বা ফস্টারে থাকা অবস্থায় হিট আসলে ১২-২৪ ঘন্টার মধ্যে উক্ত মালিককে তার বিড়াল হস্তান্তর করা হবে।
৬.ফস্টার ফি অবশ্যই ফস্টারে রাখার আগেই পরিশোধ করতে হবে।
৭. নির্দিষ্ট প্যাকেজে বুকিং দেয়ার জন্য ৫০% প্যাকেজ মানি পরিশোধ করতে হবে এবং বিড়ালকে রেখে যাওয়ার সময়ে বাকি ৫০% অর্থাৎ সম্পূর্ণ পরিশোধ করতে হবে। বুকিং মানি অফেরতযোগ্য।

বিশেষ দ্রষ্টব্যঃ

১. যদি কোন বিড়াল ভ্যাকসিন/ডিওয়ার্মিং করানো না থাকে তাহলে ক্লিনিক থেকে করাতে পারবেন বিড়াল মালিক এবং তারপর রাখতে পারবেন।
২. পূর্ব থেকে ভ্যাকসিন/ডিওয়ার্মিং করানো বিড়ালের ক্ষেত্রে কার্ড দেখাতে হবে। অন্যথায় কার্ড না থাকলে বা দেখাতে অপারগ থাকলে উক্ত বিড়াল ভ্যাকসিন/ডিওয়ার্মিং করানো না বলে ধরা হবে।

সার্বিক প্রয়োজনেঃ
সুমাইয়া ইসলাম মৌ
সুজির বাড়ি ফস্টার এন্ড কেয়ার
মোবাইলঃ ০১৭৯৯৪৩৩৩৭০(হোয়াটস এপ)

Address

House#17, Lane#02, Block#B, Mirpur-6
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুজির বাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share