03/07/2024
দলমত নির্বিশেষে কাধে কাধ মিলিয়ে বাংলাদেশের সকল লাভবার্ড প্রেমিদেরকে আহবান জানাচ্ছি এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য আর অংশগ্রহণ করে আপনি আপনার এভিয়ারির পাখির কোয়ালিটি যাচাই করে নিন যে আপনার এভিয়ারির পাখিইটাই হবে এইবারের প্রতিযোগীতার চেম্পিয়ান পাখি সুতারং এই সুযোগ হাতছাড়া না করে নিজেকে এবং নিজের এভিয়ারির পাখিকে সবার কাছে পরিচয় করিয়ে দেয়ার এটাই সুবর্ণ সুযোগ।
সেইসাথে আপনি মিনিমাম ডায়মন্ড /প্লাটিনাম অথবা গোল্ডেন স্পসর হয়ে এই প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে সেই আশা করি সবার কাছে কারন এটা আমার ব্যাক্তিগত কোন প্রোগ্রাম না এটা আপনার আমার সবার জন্য। আপনি যদি স্পসর হতে চান তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করে 01711282572 (Sujon) আমি নিজে।
আপনি আপনার জমাকৃত টাকার বিনিময়ে রশিদ বুঝে নিবেন।
ধন্যবাদ সবাইকে।