
06/06/2025
আগামীকাল পবিত্র ঈদ উল আযহা। দেখা যাবে প্রত্যেক ঘরেই গরুর মাংস। খাওয়ার সময় আদরের বিড়াল একটু মিউ মিউ করলেই আমাদের আবেগী মন গলে যাবে। কয়েকটুকরো মাংস দেবেন, সেও খুব মজা করে খাবে। খেয়ে আবার চাইবে; আবার দেবেন।
হঠাৎ গরুর মাংস খাওয়ালে বিড়ালের সম্ভাব্য সমস্যা:
🍅 হজমে সমস্যা (Digestive upset)
• হঠাৎ বেশি পরিমাণ প্রোটিন বা চর্বি গেলে হজমের গোলমাল হতে পারে।
• লক্ষণ: ডায়রিয়া (পাতলা পায়খানা),বমি,গ্যাস,পেট ফেঁপে যাওয়া
🍅 অ্যালার্জি বা সংবেদনশীলতা (Food allergy/sensitivity)
• কিছু বিড়াল গরুর মাংসে থাকা নির্দিষ্ট প্রোটিনে অ্যালার্জিক হতে পারে।
• লক্ষণ: চুলকানি,ত্বকে র্যাশ
🍅 লিভার বা কিডনি স্ট্রেস
• অতিরিক্ত প্রোটিন হঠাৎ খেলে লিভার বা কিডনিতে চাপ পড়ে, বিশেষ করে যদি বিড়ালটি আগে থেকেই বয়স্ক বা অসুস্থ হয়।
তাই আপনার বিড়ালের সুস্থতার কথা চিন্তা করে ওদের গরুর মাংশ দেওয়া থেকে বিরত থাকুন।
জরুরি প্রয়োজনে আমাদের ক্লিনিকে নিয়ে আসুন,
আগামিকাল ঈদের দিন দুপুর ২ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের ক্লিনিক খোলা থাকবে।
68/3/C Jigatola post office road,Dhanmondi,Dhaka-1209
+8801635817270 +8801635817272