22/03/2022
#বাজরিগা_পাখির_বিশেষ_খাবার
বাজরিগা পাখির পরিচর্যায়,
খাবার মেন্যু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
খাবারের মেন্যুর কারনেই পাখির স্বাস্থ্য, ডিম উৎপাদন, বাচ্চা ফুটানো, রঙে ঔজ্জল্য আনা যায়; সর্বোপরি পাখির সুস্বাস্থ্য রক্ষার জন্য খাবার উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনেকেই আমাদের পেইজে পাখির দাম শুনে বলে যে,
"কাঁটাবনে বা অন্যত্র বিভিন্ন দোকানে,
আরো কম দামে পাখি পাওয়া যায়!"
কথা কিন্তু মিথ্যা নয়, আসলেই পাওয়া যায়।
জিনিস যেমন, দামও তেমন।
আপনারাই বলেন, কুরবানী হাটে সব গরুর কি একই দাম হয়?
দেশি, অস্ট্রেলিয়ান, শাহীওয়াল, ব্রাহমা বিভিন্ন জাতের গরু বুঝে ও সাইজ বুঝে দাম।
তেমনি পাখির ক্ষেত্রেও প্রযোজ্য। জাত বুঝে দাম।
নিজের বাচ্চা নিজের ঘরে পালন আর এতিমখানায় পালিত বাচ্চার মধ্যে যেমন তফাত থাকে, ঘরে পালিত পাখি আর দোকানের পাখিতেও তেমনই তফাত।
কাঁটাবন বা অন্য কোন দোকানেই দেখবেন না যে পাখিকে এমন খাবার খাওয়ায়। এই সাধনা ও শ্রম কেবল হোম ব্রিডাররাই দিতে পারে।
এই বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুতকৃত খাবার পাখিকে দিনে একবার খাওয়ানো হয়।
উপকরন তালিকায় আছেঃ
হরেক পদের ডাল, গম, ভূট্টা, চাল, ভাত।
বিভিন্ন পদের শাক, ঘৃতকুমারি, কাঁচা মরিচ,
বিভিন্ন ভেষজ গাছের পাতা।
পেয়ারা, সজনে সহ বিভিন্ন শুকনো পাতার গুঁড়া।
কয়েক পদের লবন।
ডিমের খোসা।
এগুলো ছাড়াও সিদ্ধ ডিম, বিভিন্ন ফলফলাদি, শাকপাতা, শুকনা খাবার তো প্রতিদিনই দেয়া হয়।
এভাবেই বিশেষ ফুড চার্ট মেইন্টেইন করে আমাদের বাজরিগা পাখিদের লালন-পালন-পরিচর্যা করা হয়।
আলহামদুলিল্লাহ, মাশা'আল্লাহ!
আমাদের পাখিগুলো বেশ ভালো অবস্থায় আছে।
দোয়া করবেন যেন এই যত্ন বজায় রাখতে পারি।
প্রদত্ত ভিডিওতে খাবার বানানোর প্রক্রিয়া দেখতে পাবেন।
পাখি কেনার জন্য Ira Aviary and Online Shop পেইজে যোগাযোগ করবেন।
ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক:
https://www.youtube.com/watch?v=Q_vrGCz9TXw