Amar Biral - আমার বিড়াল

Amar Biral - আমার বিড়াল a Cat Lover Society

Grameenphone  এর দৃষ্টি আকর্ষণ করছি । কোথায় এখন আপনারা? যেখানে আপনারা এড প্রমোট করে অবলা জীব রাও আমাদের বন্ধু , সেখানে ...
13/05/2025

Grameenphone এর দৃষ্টি আকর্ষণ করছি । কোথায় এখন আপনারা? যেখানে আপনারা এড প্রমোট করে অবলা জীব রাও আমাদের বন্ধু , সেখানে আপনাদের ই employee এত বড় কাজ করে কিভাবে ? সে কিভাবে পারে তার পরিবারের মানুষ সহ ৫ মাসের একটা বিড়াল কে নির্মম’ভাবে পে’টাতে । কত তা ক’ষ্ট হয়েছে বাচ্চাটার বোঝেন?
বিড়ালটি ইলমা নামে এক আপুর ছিলো , ভুল’বশত বাসা থেকে বের হয়ে এই ফা’লতু মানুষগুলোর বাসায় ঢুকে গিয়েছিল ,এইটাই ছিলো তার অপ’রাধ ।
মাত্র কয়েক মিনিট এর জন্য তার বাসায় ঢুকে গিয়েছিল ,সে জন্য এই ভাবে নির্মম’ভাবে পেটাতে হবে ?বের করে দিলেও তো পারত ।
আর ওই দিকে ইলমা আপু তার বিড়াল খুঁজে বেড়াচ্ছিলো ।
তার ভাই স্কুল থেকে আসার সময় বিড়াল এর কান্নার আওয়াজ পায় এবং বোন কে গিয়ে বলে । ইলমা আপু সাথে সাথে এসেই দেখে এটা তার ই আদরের ৫ মাসের সেই বিড়াল যাকে ইচ্ছেমতো র’ড দিয়ে পেটা’নো হচ্ছে ।
সাথে সাথে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হসপিটালে । অপুর কাছে সব কিছুর প্রমাণ আছে ।
ভদ্রতার আড়ালে মানুষ কি পরিমাণ খারাপ হতে পারে ভাবা যায় ।এদের শাস্তি হওয়া উচিত । আসেন আমরা সবাই এগিয়ে আসি । যে যেভাবে পারি সাহায্য করি । ইলমা আপুর পাশে থেকে তাঁকে ন্যায় দিতে সাহায্য করি । সবাই বেশি বেশি শেয়ার করেন আর গ্রামীণফোন কে ম্যানশন দেন আর প্লিজ কেউ এই পোস্টে angry react দিবেন না ।

পোস্টের রিচ কমে গেলে সবার কাছে পোছাবেনা!

It’s Eat o'clock Already.
05/05/2025

It’s Eat o'clock Already.

যেভাবে একটি বিড়াল একজন মাদকাসক্তকে মাদক মুক্ত করে সুন্দর জীবন দিয়েছিলো: জেমস বোয়েন, একজন গৃহহীন হেরোইন আসক্ত ছিলেন যিনি...
30/09/2024

যেভাবে একটি বিড়াল একজন মাদকাসক্তকে মাদক মুক্ত করে সুন্দর জীবন দিয়েছিলো:

জেমস বোয়েন, একজন গৃহহীন হেরোইন আসক্ত ছিলেন যিনি তার মাদকাসক্তি কাটিয়ে উঠেছিলেন বব নামের একটি বিড়ালের মাধ্যমে। জেমস 2007 সালে ববকে আহত অবস্থায় দেখতে পান এবং তার যত্ন নিতে শুরু করেন। এভাবে তার জীবনে একটি উদ্দেশ্য খুজে পান যা পরবর্তীতে তাকে হেরোইন ছেড়ে দিতে সাহায্য করে ও তার জীবন পুনরুদ্ধার করে। জেমস ববের সাথে তার অভিজ্ঞতা সম্পর্কে একটি বই লিখেছিলেন, যেটি একটি বেস্টসেলার হয়ে ওঠে এবং ববকে নিয়ে "এ স্ট্রিট ক্যাট নেমড বব" নামে একটি চলচ্চিত্রে নির্মিত হয়। ববকে নিয়ে জেমস বেশ কয়েকটি বই লিখেছেন এবং বর্তমানে গরীব, গৃহহীনদের সহায়তা এবং জনকল্যানমূলক কাজের সমর্থন করার পাশাপাশি রাস্তা থেকে প্রাণীদের উদ্ধার করার জন্য কাজ করেন!

11/09/2024
সকালে ঘুম থেকে উঠেই দেখি এলাকায়, আমার পরিচিত এক লোক মা-রা গেছে, পরে কবরস্থানে কবর করতে যাবো। গিয়ে দেখি দুইটা বিড়াল কবরের...
03/05/2024

সকালে ঘুম থেকে উঠেই দেখি এলাকায়, আমার পরিচিত এক লোক মা-রা গেছে, পরে কবরস্থানে কবর করতে যাবো। গিয়ে দেখি দুইটা বিড়াল কবরের পাশে কান্না করছে দেখে নিজেরই কান্না পাচ্ছিলো🥹 যদি এই বিড়াল দুটি কবরে শুয়ে থাকা মানুষটার হয় তাহলে আল্লাহ যেনো এই বিড়ালের উছিলায় কবরের আজাব থেকে মাফ করে দেন।

26/04/2024

মা বিড়ালটিকে সুস্থ করে বাচ্চাদের মাঝে ফিরিয়ে দেয়ার মুহুর্ত। 🥲😊

😊
26/04/2024

😊

I'm just a cat !! 🎀
13/04/2024

I'm just a cat !! 🎀

কত আশ্রয়’ তাড়ায়ে দিলো,পড়লাম কত ঝড়ে,তুফান শেষে শান্ত হইলো,খোদা তোমার ঘরে..
20/02/2024

কত আশ্রয়’ তাড়ায়ে দিলো,পড়লাম কত ঝড়ে,
তুফান শেষে শান্ত হইলো,খোদা তোমার ঘরে..

😳
31/01/2024

😳

The Messenger of Allah ﷺ said: 'They (cats) are not impure, they are of those who go around among you.'"Grade:  Sahih _ ...
23/01/2024

The Messenger of Allah ﷺ said: 'They (cats) are not impure, they are of those who go around among you.'"
Grade: Sahih _ Sunan Ibn Majah 367

Address

Mirpur 1
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Biral - আমার বিড়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share