
13/05/2025
Grameenphone এর দৃষ্টি আকর্ষণ করছি । কোথায় এখন আপনারা? যেখানে আপনারা এড প্রমোট করে অবলা জীব রাও আমাদের বন্ধু , সেখানে আপনাদের ই employee এত বড় কাজ করে কিভাবে ? সে কিভাবে পারে তার পরিবারের মানুষ সহ ৫ মাসের একটা বিড়াল কে নির্মম’ভাবে পে’টাতে । কত তা ক’ষ্ট হয়েছে বাচ্চাটার বোঝেন?
বিড়ালটি ইলমা নামে এক আপুর ছিলো , ভুল’বশত বাসা থেকে বের হয়ে এই ফা’লতু মানুষগুলোর বাসায় ঢুকে গিয়েছিল ,এইটাই ছিলো তার অপ’রাধ ।
মাত্র কয়েক মিনিট এর জন্য তার বাসায় ঢুকে গিয়েছিল ,সে জন্য এই ভাবে নির্মম’ভাবে পেটাতে হবে ?বের করে দিলেও তো পারত ।
আর ওই দিকে ইলমা আপু তার বিড়াল খুঁজে বেড়াচ্ছিলো ।
তার ভাই স্কুল থেকে আসার সময় বিড়াল এর কান্নার আওয়াজ পায় এবং বোন কে গিয়ে বলে । ইলমা আপু সাথে সাথে এসেই দেখে এটা তার ই আদরের ৫ মাসের সেই বিড়াল যাকে ইচ্ছেমতো র’ড দিয়ে পেটা’নো হচ্ছে ।
সাথে সাথে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হসপিটালে । অপুর কাছে সব কিছুর প্রমাণ আছে ।
ভদ্রতার আড়ালে মানুষ কি পরিমাণ খারাপ হতে পারে ভাবা যায় ।এদের শাস্তি হওয়া উচিত । আসেন আমরা সবাই এগিয়ে আসি । যে যেভাবে পারি সাহায্য করি । ইলমা আপুর পাশে থেকে তাঁকে ন্যায় দিতে সাহায্য করি । সবাই বেশি বেশি শেয়ার করেন আর গ্রামীণফোন কে ম্যানশন দেন আর প্লিজ কেউ এই পোস্টে angry react দিবেন না ।
পোস্টের রিচ কমে গেলে সবার কাছে পোছাবেনা!