
19/05/2023
😭 সিম্বার জীবন রক্ষার জন্য ছয় জন ডোনার প্রয়োজন😭😭😭
#অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে, সিম্বার জন্য কোন পরিবার পাওয়া যায়নি। সিম্বার একটি পা নেই বলে ওকে কেউ নিতে চায়নি। এমনকি ওকে নেওয়ার জন্য কেউ ইচ্ছা প্রকাশ করে একটি কমেন্ট পর্যন্ত করেনি।
#আমি অত্যন্ত নিরুপায় আমার পক্ষে ওকে রাখা সম্ভব না। কেননা প্রতিটা মানুষেরই একটা লিমিটেশন থাকে। তাই ওকে একটি শেল্টারে রাখাটা সবথেকে নিরাপদ মনে করছি। কারণ ওকে রাস্তায় ছেড়ে দিলে ও হয়তো বেশি দিন বেঁচে থাকতে পারবে না। এর মূল কারণ হচ্ছে, আমাদের দেশের রাস্তায় সুস্থ-সবল কুকুর কেই বেঁচে থাকতে আপ্রান যুদ্ধ চালাতে হয়। তার মধ্যে ও তো পা ছাড়া অসহায় ছোট্ট একটা বাচ্চা।
#সিম্বা কে শেল্টারে রাখতে হলে প্রতি মাসে তিন হাজার টাকা প্রয়োজন। আর তাই আমাদের প্রতি মাসে ৫০০ টাকা করে মোট ৬ জন ডোনারের প্রয়োজন। যাদের দানে সিম্বা পাবে সুন্দর একটি জীবন। দয়া করে সিম্বা কে সুন্দর ভাবে বেঁচে থাকার সুযোগ করে দিবেন। আপনাদের এই দান বৃথা যাবে না। কেননা মহান আল্লাহ পাক সকল কিছু দেখেন এবং তিনি আমাদের সকল ভালো কাজের উসিলায় আমাদের নেকের পাল্লা ভারী করে দেন।
#যারা সিম্বার জন্য প্রতি মাসে ৫০০ টাকা ডোনেশন দিতে রাজি আছেন দয়া করে কমেন্ট বক্সে জানান এবং প্রয়োজনে আমাকে কল দিতে পারেন।
#আপনাদের ছোট্ট একটি দানে বেঁচে যাবে একটি অসহায় প্রাণ।
Momita Zaman Shikder
যোগাযোগের জন্য ফোন নাম্বার: 01817280413
লোকেশন: দনিয়া, রসুলপুর, যাত্রাবাড়ী, ঢাকা -১২৩৬.