Love bird breeders club Dhaka

Love bird breeders club Dhaka This is a non commercially page just to all pet lovers may keep in touch each other.

31/05/2024

ময়না /বিশেষ্য পদ/ ময়না মাঝারি আকারের কথা-বলা পাখি।শালিক-জাতীয় পাখি, মদনপাখি, গায়িকাবিশেষ।
ময়না পাখি কত প্রকার??
প্রকারভেদ : আমাদের দেশী ও দক্ষিণ এশিযান ময়না পখি কে নিম্নলিখিত প্রকারভেদ করা হল :
১)পাতি ময়না,
২)সোনাকানি ময়না,
৩)পাহাড়ি ময়না

** ময়না পাখির গড় আয়ু 2- 3.5 বছর।
** একজোড়া নর-মাদী ময়নার আজীবন বন্ধন। সাথী মারা না যাওয়া পর্যন্ত তাদের বন্ধন অটুট থাকে। এপ্রিল-** জুলাই তাদের প্রজনন মৌসুম। কোটরে ঘাস, পালক ও খড় দিয়ে বাসা বানায়
** একটা পুরুষ এবং একটি মহিলাকে একে অপরের থেকে আলাদা বলার কোন সুস্পষ্ট উপায় নেই। আপনি কেবল জেনেটিক পরীক্ষা করে বা কোন ডিম পাড়া হয়েছে তা দেখে এটি করতে পারেন। মাইনাহের দুটি লিঙ্গের মধ্যে একমাত্র মিনিটের পার্থক্য হল যে পুরুষদের একটি সাহসী অবস্থান এবং তাদের গলার চারপাশে কিছুটা লম্বা চামড়া থাকে।

**সাধারণ পর্বত ময়না (Gracula religiosa) মানুষের কণ্ঠস্বর নকল করার ক্ষমতার জন্য বিখ্যাত। দাবি করা হয়েছে সাধারণ পাহাড়ি ময়না বিশ্বের সেরা কথা বলা পাখি এবং সেরা নকল। সাধারণ স্টারলিং (Sternus vulgaris) মানুষের কথাবার্তার সাথে একটি ব্যতিক্রমী অনুকরণ।
**ময়নার বেশিরভাগ প্রজাতি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয়। ময়নার অনেক প্রজাতি উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, দক্ষিণ আফ্রিকা প্রভৃতিতে প্রকাশিত হয়েছে। তারা শালিকের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ময়নার বেশিরভাগ ভোকাল সিস্টেম জটিল প্রকৃতির তাই তারা সহজেই বিভিন্ন শব্দ বা শব্দ অনুকরণ করতে পারে।

মৃত পাখি দেখতে কেমন?
সাধারণ ময়না কালো মাথার সাথে বাদামী। এটি একটি হলুদ বিল, পা এবং খালি চোখের চামড়া আছে. ফ্লাইটে এটি বড় সাদা ডানার প্যাচ প্রদর্শন করে। সাধারণ ময়না স্টারলিং পরিবারের সদস্য এবং ভারতীয় ময়না বা ভারতীয় ময়না নামেও পরিচিত।

07/09/2022

সবাই কেমন আছেন?
সবাইকে শুভেচ্ছা।
আপনার পাখির ছবি পোস্ট করেন।।। যার ছবি বেশি সুন্দর হবে তাকে পুরুস্কৃত করা হব।।।।

Address

Farmgate Tejgaon
Dhaka
1215

Telephone

+8801720398961

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love bird breeders club Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Love bird breeders club Dhaka:

Share

Category