Pet Care zone

Pet Care zone Hello
Thanks for contacting us. Contact information :
01789021214 , 01886826069

We are available here for your lovely pet's.
Care Zone

Address-
House no:10 ,Road no : 09 , Block : D ( Kachabazar,Pakhir Hat )Mirpur no :01
Dhaka .

04/08/2025

একটা সার্জারি রুগীর যত্ন সুস্থ স্বাভাবিক বিড়ালের তুলনায় ১০গুন বাড়িয়ে দিন। চোখে চোখে রাখুন চাটাচাটি করছে কিনা, ক্ষত স্থানে ময়লা লাগছে কিনা,ঠিকমত ড্রেসিং করছেন কিনা, মলম লাগানো হয়েছে কিনা।
আপনার অসচেতনতা বা অবহেলার কারণে ওর জীবনে নেমে আসতে পারে ভয়াবহতা।
যে‌কোন সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন।

29/07/2025

আসসালামুয়ালাইকুম। আমরা বার বার সব সময় বলি বাসার বারান্দায় নেট লাগান। পূর্ন বয়স্ক হবার পর পরই স্পে/ নিউটার করুন। একটি ভুল সারাজীবনের কান্না।
তাই আর অবহেলা নয় ।
আমাদের কাছে প্রতিনিয়ত এমন রুগী আসে উপর থেকে পরে গেছে। হয় তালু ফেটে যায়, চোখ বের হয়ে যায়,হাত/পা ভেঙ্গে যায় নয়তো ভিতরে রক্ত ক্ষরন।
আল্লাহ সবাই কে হেফাজত করুন।
আমীন।


হৃদয়কে নাড়া দিয়ে গেল!! 💚সেদিন ভারতের ঝাড়খণ্ডের সবুজে মোড়া বনাঞ্চলে ঘটে গেল এক হৃদয়স্পর্শী ঘটনা। একটি ট্রেন হঠাৎ থেমে ...
28/07/2025

হৃদয়কে নাড়া দিয়ে গেল!! 💚

সেদিন ভারতের ঝাড়খণ্ডের সবুজে মোড়া বনাঞ্চলে ঘটে গেল এক হৃদয়স্পর্শী ঘটনা।
একটি ট্রেন হঠাৎ থেমে যায় মাঝপথে। কোনো যান্ত্রিক ত্রুটি নয় বরং থেমে থাকার কারণ ভিন্ন এবং অনন্য।

এক গর্ভবতী মা হাতি তখন প্রসব বেদনায় কাতর হয়ে, দাঁড়িয়ে পড়ে রেললাইনের মাঝখানে।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে থেমে থাকে ট্রেনটি। কোনো তাড়া নেই, নেই যাত্রীদের অসন্তোষ। বরং সবাই সাগ্রহে অপেক্ষা করেন। যেন প্রত্যেকেই বুঝে গিয়েছিলেন এই মুহূর্তটা শুধু প্রকৃতির, নতুন প্রাণের!
প্রসব প্রক্রিয়া শেষ হতেই মা হাতির পাশেই উঠে দাঁড়ায় একটি ফুটফুটে শাবক। মা ও সন্তান একসঙ্গে ধীরে ধীরে হেঁটে যায় বনের গভীরে।ট্রেন আবার চলতে শুরু করে। কিন্তু যাত্রীদের হৃদয়ে থেকে যায় এক জীবন্ত স্মৃতি!

অ রি জি না ল ফটো কমেন্ট বক্সে আছে।
(C)

26/07/2025

দেখতে ম্যাও ম্যাও কিন্তু আচার আচরণ, চলাফেরা পুড়াই 🐍।
৭দিন আগে এসে আমার আঙুল একটা এফোর ওফোর করে রেখে গেছি লো।😬😬
আজকে দেখা মাত্রই দোয়াদুরুত পরে তারেও ফুঁ দিলাম ,আমাকেও ফুঁ দিলাম।🤭🤭
আলহামদুলিল্লাহ কৃমির ঔষধ সেবন সফল।🥰🥰
#তিতিন ।

কলম্বিয়ার মন্টেরিয়া শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যফেটেরিয়া-তে ঘটে যাওয়া একটি ঘটনা সবার হৃদয় ছুঁয়ে গেছে।একজন ছাত...
23/07/2025

কলম্বিয়ার মন্টেরিয়া শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যফেটেরিয়া-তে ঘটে যাওয়া একটি ঘটনা সবার হৃদয় ছুঁয়ে গেছে।

একজন ছাত্র নয়—এবার অবাক করে দিয়েছে একটি পথকুকুর। প্রতিদিন ছাত্রদের টাকা দিয়ে খাবার কিনতে দেখেই, একদিন সে তার মুখে একটি গাছের পাতা নিয়ে এসে ক্যান্টিনের কাউন্টারে রাখে—একদম টাকার মতো করে। যেন বলছে, “এই পাতা আমার পয়সা, আমাকে একটা বিস্কুট দাও!”

কুকুরটির এই অসাধারণ পর্যবেক্ষণক্ষমতা ও মানিয়ে নেওয়ার বুদ্ধি দেখে মুগ্ধ হন ক্যান্টিন কর্মীরা। তারা ভালোবাসায় সাড়া দেন—পাতাকে প্রতীকী মূল্য হিসেবে গ্রহণ করে তাকে প্রতিদিনই বিস্কুট খেতে দেন।

এই ছোট্ট ঘটনা প্রমাণ করে দেয়, কতটা শিখতে পারে প্রাণীরা, আর মানুষ যখন হৃদয় দিয়ে দেখে, তখন প্রজাতির সীমানাও ভেঙে যায়।

Rohan S Thought

23/07/2025

বিড়ালের পায়োমেট্রা (Pyometra) হলো জরায়ুর একটি সংক্রমণ, যা হরমোনাল পরিবর্তনের কারণে ঘটে। এটি সাধারণত অপরিচ্ছন্ন জরায়ুর কারণে দেখা দেয়, বিশেষ করে বিড়ালটির যদি হিট সাইকেল হয় কিন্তু প্রজনন না হয়। পায়োমেট্রার ফলে জরায়ুতে পুঁজ জমা হতে পারে, যা বিড়ালের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

লক্ষণসমূহ:
1. অতিরিক্ত পিপাসা ও প্রস্রাব
2. বমি হওয়া বা খেতে অনিচ্ছা
3. শরীরের ওজন কমে যাওয়া
4. জরায়ু থেকে পুঁজ বা রক্ত বের হওয়া (কিছু ক্ষেত্রে বাহিরে দেখা যেতে পারে না)
5. জ্বর, দুর্বলতা বা বিষণ্ণতা

চিকিৎসা:
1. অপারেশন (Spaying): সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো জরায়ু ও ডিম্বাশয় সরিয়ে ফেলা। এটি সাধারণত পায়োমেট্রার জন্য সেরা সমাধান।
2. ঔষধ: কিছু ক্ষেত্রে ঔষধ ব্যবহার করা হয়, তবে এটি অধিকাংশ ক্ষেত্রে সফল হয় না।
3. জরুরী চিকিৎসা: পায়োমেট্রার অবস্থা খারাপ হলে জরুরি ভিত্তিতে সার্জারি প্রয়োজন হতে পারে।

পায়োমেট্রা থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো সময় মত স্পেইং করা, যা বিড়ালটিকে হরমোনাল পরিবর্তনজনিত সমস্যাগুলো থেকে রক্ষা করবে।
(C)

৩ মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানো হচ্ছে তো আপনার আদরের বাচ্চাদের???
23/07/2025

৩ মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানো হচ্ছে তো আপনার আদরের বাচ্চাদের???

স্থান পরিবর্তন হবে আমাদের ক্লিনিকের।আগামী মাসের ১ তারিখ থেকে ১০ নাম্বার বাসা (২য় তালা) অবস্থান করবে।আমাদের এখনের ক্লিনিক...
23/07/2025

স্থান পরিবর্তন হবে আমাদের ক্লিনিকের।
আগামী মাসের ১ তারিখ থেকে ১০ নাম্বার বাসা (২য় তালা) অবস্থান করবে।
আমাদের এখনের ক্লিনিকের ঠিক উল্টো পাশের বিল্ডিংয়ে।
বাসা ১০ , রোড ৯ ,ব্লক ডি (২য় তালা)

কিছু বলার মতো ভাষা জানা নাই আমাদের। আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ আপনি বাচ্চাদের জান্নাতে কবুল করে নিয়েন।
22/07/2025

কিছু বলার মতো ভাষা জানা নাই আমাদের।
আমরা গভীরভাবে শোকাহত।
আল্লাহ আপনি বাচ্চাদের জান্নাতে কবুল করে নিয়েন।

19/07/2025

দীর্ঘ ৩ বছর পর জিঙ্গালালা জীবনে পদার্পণ।
এখন কাজের মধ্যে দুই খাই আর ঘুমাই।
আর মাত্র কয়েক দিন বাকি অফার শেষ হতে।
Call for booking
01789021214 Whatsapp

14/07/2025

রাস্তার বিড়াল
ওরা ঘুম থেকে উঠে দেখে না খাবারের বাটি ।
ওরা নির্ভর আরামদায়ক ঘুমিয়ে কাটায় না। রোগা,উকুন, রুগ্ন, ক্ষত বিক্ষত...না কোন চিকিৎসার সুব্যবস্থা রয়েছে
প্রতি নিয়ত জীবন যুদ্ধ। খুদা আর ভয় নিয়ে ঘুম আবার এসব নিয়েই ঘুম ভাঙ্গে।
যদি কোন হৃদয়বান এর ভালোবাসা ওরা পেয়ে যায় তাহলেই জীবন সুন্দর....
#বিড়াল

14/07/2025

আলহামদুলিল্লাহ কৃমির ঔষধ সেবন করানো সম্পন্ন।
অবশ্যই ৩ মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়ানো উচিত।
আর যত রাগী বাঘী হোক না কেন কোন miss নাই😅😅🫡


Send a message to learn more

Address

House 3, Road 9, Block D, Pakhir Bazaar, Mirpur 1
Dhaka
1216

Telephone

+8801703449996

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Care zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category