22/06/2025
আসসালামু আলাইকুম পেট লাভার্স,
অনেকদিন পর আবার হাজির হয়ে গেলাম ছোট্ট ইনফরমেশন শেয়ার করার জন্য। আজকে আমরা কথা বলবো FIP (Feline Infectious Peritonitis) নিয়ে।
বিগত কয়েকবছর আগেও এর প্রাদুর্ভাব ছিলো না বললেই চলে। কিন্তু বর্তমানে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় FIP কেইস পাওয়া যাচ্ছে। আমাদের ময়মনসিংহতেও এখন অল্প অল্প করে দেখা যাচ্ছে।
আশঙ্কার বিষয় হচ্ছে এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল হয়ে থাকে। যদি ধারণা দেই তাহলে বলতে হবে ১.৫ থেকে ২ লাখ টা*কার মত লাগতে পারে। এমনও হতে পারে চিকিৎসার মাঝেও বিড়াল মারা যেতে পারে। এটি একটি ভাইরাস জনিত রোগ তাই আক্রান্ত বিড়ালের লালা, পটি, পি এগুলোর মাধ্যমেও অন্য বিড়ালে ছড়াতে পারে।
FIP কয় ধরনের হতে পারে?
উত্তর হলো দুই ধরনের:
১. Dry FIP
২. Wet FIP
Wet FIP বোঝা গেলেও Dry FIP শুরুতে বোঝা যায় না। একপ্রকার সাইন সিম্পটম শো ছাড়াই বিড়াল অনেক সময় দুর্বল হতে পারে, মারাও যেতে পারে। আসুন তাহলে কিছু সিম্পটম জেনে নেই-
- দুর্বল হবে।
- খাবার বন্ধ করবে।
- পেটের নিচে পানি জমতে থাকবে। (Wet FIP)
- চোখ ঘোলা হয়ে যেতে পারে। (Dry FIP)
- মুখ, কান, হাত পা এর তালু হলদে হতে শুরু করতে পারে।
- প্রস্রাব হলুদ হবে।
- ব্যাপক পানি পিপাসা লেগে থাকবে। ইত্যাদি.....
কাদের বেশি হয়?
ছেলে বিড়ালের বেশি হয়। বিশেষ করে যাদের নিউটার করা থাকে না।
করণীয় কি?
-আপনার বিড়ালকে পরিষ্কার জায়গায় রাখুন,
-বাইরে অন্য বিড়ালের সাথে মেশা থেকে বিড়ত রাখুন,
-কাঁচা মাছ মাংস, চামড়া দেওয়া থেকে বিরত থাকুন।
- ভ্যাক্সিন প্রদান করুন।
- ছেলে বিড়ালকে নিউটার করিয়ে দিন।
ভ্যাক্সিন কি আছে এই ভাইরাসের?
জ্বি আছে। বিড়ালের বয়স ১৬ সপ্তাহ হলেই ভ্যাক্সিনের প্রথম ডোজ এরপর ৩-৪ সপ্তাহ পর ২য় ডোজ। ভ্যাক্সিন বাংলাদেশে এখনো লার্জ স্কেলে আসেনি তাই ম্যাক্সিমাম ই জানেন না।
ভ্যাক্সিনের প্রাইস?
প্রতি ডোজ ৩০০০/- এর মত।
এখন থেকে বিড়ালকে সম্ভব হলে ফ্লু, র্যাবিস FIP তিন ভ্যাক্সিন ই দেয়ার চেষ্টা করুন। বিড়ালকে সুস্থ রাখুন।
পোষা প্রাণী সম্পর্কে যেকোনো সেবা ও তথ্য জানতে যোগাযোগ করুন:
ডা: মো: হাসিবুর রহমান ফাহিম
ডি.ভি.এম, এম.এস (ফিজিওলজি),
সি.টি (ভারত)
Dr. Fahim's AniCure
01712981489