09/05/2025
রেজিস্ট্রেশন শুরু, চলবে ১৮ আগস্ট ২০২৫ ইং রাত ১২ টা পর্যন্তঃ
প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও Cat's Home বিড়াল বাড়ি প্রতি বছর প্রানী প্রেমীদের মিলন মেলা, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হবে প্রানী প্রেমীদের মিলন মেলা, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৫ (সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠানের তারিখ পরে জানানো হবে।
এবারের অনুষ্ঠানে থাকছেঃ
০১) Cat's Home বিড়াল বাড়ি ও দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার সামাজিক কাজের মধ্যে অন্যতম একটি কাজ হল ২ টি শিশু পরিবারের এতিম সদস্যদের নিয়ে কাজ করা। আর এ কাজে সহযোগিতা করে আসছে শুভাকাঙ্খিরা। তাদের উৎসাহিত করা এবং নতুন শুভাকাঙ্খি তৈরী করার জন্য কয়েকজনকে সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
০২। প্রানী নির্যাতন রোধে সচেতনা বাড়াতে প্রানী বিষয়ক প্রতিবেদনের জন্য ৩ জন করে প্রিন্ট ও ইলেব্ট্রনিক মিডিয়া সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান কবে।
০৩। প্রানীভিত্তিক খামারীদের সম্মাননা (৩ জন) নির্বাচন করবে জেলা প্রানী সম্পদ বিভাগ
০৪) বিড়াল নিয়ে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা (রেজিস্ট্রেশন বাধ্যতামূলন) ও পুরস্কার (দেশি ও বিদেশী)।
০৫) পাখি প্রদর্শন (দেশি ও বিদেশী)
০৬। বিড়ালের Ramp শো
০৭) সঙ্গীতানুষ্ঠান ও নাচ
• অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৫১০ টাকা। দুপুরের, নাস্তা ও শুভেচ্ছা উপহার থাকবে।
• বিড়ালের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। বিজয়ীদের জন্য পুরস্কারের সাথে থাকবে নগদ অর্থ এবং রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সৌজন্যে ফ্লু ও রেভিক্স ভেক্সিন ।
• এবার প্রতিযোগিতা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
• যারা বিড়ালের যেমন খুশি তেমন সাঁজ প্রতিযোগিতায় অংশ নিবেন তাদের আলাদা রেজিষ্ট্রেশন করতে হবে।
• রেজিস্ট্রেশন করতে ০১৭৬১৭৪০২২৬ নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিন।