Two Little Dicky Birds

  • Home
  • Two Little Dicky Birds

Two Little Dicky Birds Pet Breeder
(1)

★★বাজরিগার পাখির খাবার (সফট ফুড)★★★লেখাঃ ফাহমিদা হোসেন⭐বাজরিগার পাখির ব্রীডকালীন সময়টাতে আমরা দেখে থাকি ডিম থেকে বাচচা ব...
12/10/2024

★★বাজরিগার পাখির খাবার (সফট ফুড)★★

★লেখাঃ ফাহমিদা হোসেন

⭐বাজরিগার পাখির ব্রীডকালীন সময়টাতে আমরা দেখে থাকি ডিম থেকে বাচচা বের হওয়ার পর ৫-৭ বাচচা ফুটলেও বাচচা টিকছে ২-৩ টা আর বাকি সব মারা যায়, বাচচা মারা যাওয়ার অনেক কারণ থাকলেও তন্মধ্যে একটি কমন কারন হলো বাচচার ক্রপ খালি বা বাচ্চার পেটে কিছু নাই মানে হলো, মা ও বাবা ঠিক মতো বাচচাকে খাবার খাওয়াই নি, এখন হয়তো আপনি বলতে পারেন আমিতো ঠিক মতো খাবার মিক্স দেই, ফুটানো পানি দেই, পাখির কেজ ক্লিন রাখি তাও কেন বাচ্চাকে খাওয়ায় না? পয়েন্ট টু বি নোটেড এর এক মাএ কারন হলো প্যারেন্টস পাখিকে সফট ফুড না দেয়া।
⭐সফড ফুড কি?
সফটফুড হলো নরম খাবার যা ব্রীড কালীন সময়ে পাখিকে দেয়া আবশ্যক। অনেকেই সফট ফুড বাজার থেকে কিনে পাখিকে খেতে দিচ্ছেন তবে আমার মতে ঘরে নিজ হাতে বানানো সফট ফুড ও বাজারের সফট ফুডের তুলনায় অনেকটাই সাস্থ্যসম্মত ও নিরাপদ। বাজারের কিনা সফট ফুড হয়তো আপনি দিতেই পারেন সময় বাঁচবে এই ভেবে তবে কিন্তু আপনার পাখি শরীরে ঐ সফট ফুড সুট না করলে, হিতে বিপরীত ও ঘটতে পারে। তাই কেনার আগে অবশ্যই মান যাচাই করে কিনবেন।
🌠ঘরে বানানো সফটফুডঃ
নিজ হাতে বিভিন্ন সাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরিকৃত ফুড হলো ঘরে বানানো সফট ফুড এতে আপনার আদরের পাখির সাস্থে কোন বিরুপ তো পরবেই না বরং ওদের সু সাস্থ নিস্চিত হবে। আমি পারসোনালি নিজে কস্ট করে হলেও ওদের ঘরে বানানো সফট ফুড টি দিয়ে থাকি।
⭐এবার আসি বানানোর পদ্ধতি/ রেসিপি নিয়ে 🙂
🖋 বানোর পদ্ধতি বা রেসিপিঃ
( সব উপকরন, পরিমান, পাখির সংখ্যা বুঝে নিতে হবে)
১. ছোলা
২. ভুট্টা ভাংঙা
৩. মুগ ডাল
৪.ডিম (দেশি মুরগীর, কোয়েল)
সব এক সাথে (ডিম ব্যাতীত) রাতে ভিজিয়ে পর দিন সেদ্ধ করতে হবে। এর পর ডিম ছাড়া সেদ্ধ উপকরণ গুলো ব্লেন্ডারে এমন ভাবে ব্লেন্ড করবেন যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়।
৫. এবার যে কোনো একটি শাক, যেমনঃকলমি শাক, পালং শাক, লাল শাক, ( পুই শাক বাদ)
৬. যে কনো একটি সবজি যেমনঃগাজর, লাউ, কুমড়া, বরবটি, ঝিঙা, শীম ইত্যাদি( আলু বাদ)
৭. একটি ফল, তাও বিচি ছাড়া আপেল, আম, পাকা পেয়ারা, নাসপাতি ইত্যাদি (কলা বাদে)
সব গুলো সবজি ও ফল গ্রীডার দিয়ে গ্রীড করবেন শুধু শাক কুচি কুচি করে কেটে নিবেন।
৮. স্পাউট ( এটা বানানো থাকলে এড করবেন)
৯.সিদ্ধ ডিম গ্রীড দিয়ে কুচি করে নিবেন। সব শেষে ক্যাটেল ফিশ বোন গুড়া, সজনে পাতা গুরা, ক্যালসিয়াম টনিক গুড়া, লাইম স্টন দিতে পারেন
সব শেষে সব উপকরন এক সাথে একটি পাত্রে মিশিয়ে সফট ফুড রেডি করবেন এবং প্রতি বাটিতে সার্ভ করবেন।
📌 মনে রাখা জরুরীঃ
সফট ফুডে যেহেতু ডিম এড করা হয় তাই খাবার টি সকাল সকাল দিবেন এবং ৬ ঘন্টা অতিবাহিত হলে খাবার বের করে ফেলবেন কেননা ডিম বেশিক্ষন বাইরের বাতাসে থাকলে বিভিন্ন ব্যাকটেরিয়া উৎপাদন করে যা পাখির পেট খারাপ সহ পাখির জীবন সংকটময় করে তুলতে পারে।
শুধু খাবার টিই নয় তার সাথে পানির বাটির পানিও চেন্জ করে দিবেন কেননা সফট ফুড খেয়ে পাখি ঐ ঠোট ভিজিয়ে পানি পান করে তাই সেই ডিমের ব্যকটেরিয়া পানিতে পরে পানিটিও নস্ট করে এবং সেই পানি পান করাও বিপদের কারন হতে পারে তাই সবচেয়ে ভাল হয় ৬ ঘন্টা অতিবাহিত হলে সফট ফুডের বাটি ও পানির বাটি একত্রে বের করে ফেলা ও নতুন পানি বাটিতে দেয়া।

⭐সুস্থ খামার ও সুস্থ পাখি পালন করতে পরিস্কার পরিচ্ছন্নের বিকল্প নেই। ভাল থাকুক সকলের আদরের পাখি এই কামনায় আজ এই পর্যন্ত।
©️Collected






Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Israt Zara, Maliha Nowshin, Kawsar Hossa...
08/10/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Israt Zara, Maliha Nowshin, Kawsar Hossain, Md Äbü Sàyëd, Sadia Rahman Onu, Md. Abdullahis Shafi, Md Akther Hossain Rony, Tamim Billa, Md Ajijul Islam Noman, Zahid Hasan

★★বাজরিগার পাখির খাবার (ফল-মূল)★★বাজরিগার পাখির খাবার তালিকায় ফল-মূল অন্যতম ভূমিকা পালন করে। আপেল,স্ট্রবেরি,পেঁপে, পেয়ার...
20/09/2024

★★বাজরিগার পাখির খাবার (ফল-মূল)★★

বাজরিগার পাখির খাবার তালিকায় ফল-মূল অন্যতম ভূমিকা পালন করে।
আপেল,স্ট্রবেরি,পেঁপে, পেয়ারা,আম,তরমুজ,আঙুর,লিচু,কলা,শশা ইত্যাদি বাজরিগার পাখি খেতে বেশ পছন্দ করে। তবে অবশ্যই পাখিকে যেকোন ফল খেতে দেওয়ার আগে ফলের বীজ ছাড়িয়ে নিতে হবে। কারণ এসকল বীজ পাখির জন্য ক্ষতিকর।







★★বাজরিগার পাখির  খাবার(শাক-সবজি)★★বাজরিগার পাখির খাবার তালিকায় সীড মিক্সের পাশাপাশি যেসব খাদ্য উপাদান রাখা প্রয়োজন তার ...
12/09/2024

★★বাজরিগার পাখির খাবার(শাক-সবজি)★★

বাজরিগার পাখির খাবার তালিকায় সীড মিক্সের পাশাপাশি যেসব খাদ্য উপাদান রাখা প্রয়োজন তার মধ্যে শাক-সবজি অন্যতম।সপ্তাহে ৩ থেকে ৪ দিন আপনার শখের পাখিকে যদি শাক-সবজি খাওয়াতে পারেন তবে তা পাখির জন্য অত্যন্ত উপকারী।
★যেসব শাক-সবজি সাধারণত বাজরিগার পাখিকে খেতে দিতে পারবেন------

★★★কলমি শাক★★★
বাজরিগার পাখির প্রিয় শাক গুলোর মধ্যে কলমি শাক আসে সবার প্রথমে।প্রায় সকল বাজরিগার পাখিই কলমি শাক খেতে বেশ পছন্দ করে। তাই পাখির খাবার তালিকায় কলমি শাক প্রথমেই রাখুন।

★★★সজনে পাতা★★★
সজনে পাতা বাজরিগার পাখির প্রিয় শাক গুলোর মাঝে একটি। এটিও আপনি আপনার পাখিকে দিতে পারেন।

★★★ধনে-পাতা★★★
অনেকে ধনে পাতার নাম শুনে একটু অবাক হলেও অনেক বাজরিগার রয়েছে যারা ধনে-পাতা খেতে পছন্দ করে।

★★★লেটুস পাতা★★★
আপনার বাজরিগারকে লেটুস পাতাও খেতে দিতে পারেন। অন্যান্য পাতার মতো এটিও বাজরিগার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এছাড়াও বাজরিগার পাখিকে নিম পাতা, থানকুনি পাতা ইত্যাদি দিতে পারেন।তবে লক্ষ্য রাখবেন পাখিকে এ সকল খাবার প্রতিদিন দেওয়া যাবে না। সপ্তাহে ৩ থেকে ৪ দিন দিলেই পাখির জন্য যথেষ্ট।





31/08/2024

★★★★বাজরিগার পাখির খাবার★★★★
বাজরিগার পাখির প্রধান খাদ্য সিডমিক্স। যা কম-বেশি আমরা সকলেই জানি। উন্নত মানের সিড-মিক্স বাজরিগারকে দিতে পারলে পাখির পুষ্টি ও ভালো স্বাস্থ্য দুটোই নিশ্চিত করা সম্ভব হয়।
★উন্নত মানের সিড-মিক্স তৈরিতে যেসকল উপাদান রাখা জরুরী-----
১।সাদা চিনা
২।কালো চিনা
৩।কাউন
৪।পোলাউর চালের ধান
৫।গর্জন তিল
৬।তিশি
৭।ক্যানারী সীড
৮।সূর্যমুখী বীজ
৯।মিলেট
ইত্যাদি পাখির সীড-মিক্সে নিশ্চিত করা প্রয়োজন।






22/08/2024










💛💙
29/06/2024

💛💙

🐦🐦🐦
23/04/2024

🐦🐦🐦

19/04/2024

🪞Miror lover🪞

Address


Alerts

Be the first to know and let us send you an email when Two Little Dicky Birds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Two Little Dicky Birds:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share