
21/06/2025
আজ আমি ক্যাম্পাস থেকে সেলফি বাসে গাবতলি উদ্দেশ্য উঠি পথিমধ্যে ২:৪৫ নাগাদ আমিনবাজারের পূর্বে "কফিল ফিলিং স্টেশন " (এইরকমই নামটা হবে) কিছু মানুষ হাতে লাঠি নিয়ে বাস থামিয়ে দেয় এবং বাসের ড্রাইভার হেলপারকে গালাগালি করতে থাকে এবং তাদের ফিলিং স্টেশন থেকে জোর করে তেল নিতে বলে। ড্রাইভার তেল নিতে অস্বীকৃতি জানালে বাস আটকে রাখে, মারার হুমকি দেয়। যেহেতু আমার একটু তাড়া ছিল তাই সামনে কি নিয়ে ঝামেলা হচ্ছে তা জানার চেষ্টা করি। আমার হাতে মোবাইল দেখে ছবিতে থাকা লোকটি আমাকে মারার হুমকি দেয় এবং মোবাইল কেড়ে নিতে চায়। আমি সাংবাদিক হিসাবে পরিচয় দিলে অকথ্য ভাষায় গালাগালি করে।
বাসের ড্রাইভারের থেকে পরবর্তীতে জানতে পারলাম 'কফিল উদ্দীন' এখানকার প্রভাবশালী বিএনপির নেতা, তার ফিলিং স্টেশন থেকে জোর জবরদস্তি করে হলেও তেল নেওয়ার জন্য আমাদের বাধ্য করে।
এখনো ক্ষমতায় না এসেই একটা দলের প্রভাব খাটিয়ে যেভাবে এই রোডের বাস চালক, হেলপারদের জিম্মি করে রেখেছে, ভবিষ্যতে কি করবে সেটি বড় চিন্তার বিষয়।
নিশান খান
ইংরেজি ৫২
ক্যাম্পাস প্রতিবেদক: দৈনিক অর্থনীতির কাগজ