25/02/2025
লিখছি Hriddhommo - ঋদ্ধম্ম শেল্টার নিয়ে কিছু কথা, যদি মন চায় পড়তে পারেন!
২০২১ সাল থেকে আমরা কাজ করে আসছি, ২০২২ সালে ফোস্টার-শেল্টার শুরু করি। কত কাঠকয়লা পুড়িয়ে আজকের এই অবস্থানে এসেছি তা একমাত্র আমি তোফায়েল ই জানি।
অনেকদিন ধরে শেল্টারের ডেকোরেশনের জন্য ফান্ড পোস্ট, নতুন ভলান্টিয়ার চেয়ে পোস্ট করে আসছি, দুঃখের বিষয় ফান্ড তো আসলই না সেই সাথে কোন মানুষের কাজ করার আগ্রহও দেখলাম না, তাহলে শুধু প্রাণী নিয়ে ভাবনা কি শুধুই আমাদের।
প্রতিদিনই বিভিন্ন গ্রুপে আমাকে বা পেইজকে মেনশন দিতে থাকে সবাই, এটা রেস্কিউ করো, ওকে শেল্টার দাও, তাকে স্পট ট্রিটমেন্ট দাও নানান জনের নানান মেসেজ-মেনশন।
একটি বারও কি চিন্তা করে দেখেছেন এই কাজগুলো আপনা-আপনি বা যা-ইচ্ছে তাই করেই হয়ে যায়?
শেল্টার দিতে হলে শেল্টােরে কি আলাদা-আলাদা কুকুর-বিড়ালের বাসস্থান/রুমের প্রয়োজন নেই, স্পট দিতে কি মেডিসিন ও ট্রান্সপোর্টেশনের প্রয়োজন নেই।! শেল্টারে রেখে খাবার দিতে কি আর্থিক সহায়তার প্রয়োজন নেই?
এসব কোথা থেকে আসে? সবাই শুধু মেনশন, আর না হয় মেসেজ এসবই দিয়ে যায় প্রতিনিয়ত, সহযোগিতা করেই বা ক'জনে?
সহযোগিতা চাইলে প্রচলিত দুটো বাক্যই শুনিয়ে দেয়: ১। স্টুডেন্ট, ২। বেকার ;
তাহলে আমি কিভাবে একা এই পুরো বিষয়গুলো চালিয়ে নিচ্ছি? মুরগির দোকানদার, চালের দোকানদার, শেল্টার ভাড়া, মেডিসিন এসব কোথা থেকে আসে? আমার কি রাজার ভান্ডার রয়েছে, না আমি রাজার ছেলে। নাকি এসব আমার চেহারা দেখে সবাই কুকুর-বিড়ালের জন্য মওকুফ করে দেয়?
প্রতিমাসে শেল্টার ভাড়া ও ইউটিলিটি ১৫, ০০০ টাকা, খাবার ৭,০০০-১০,০০০ টাকা, মেডিসিন ৫,০০০ টাকা, কাজের লোকদের বিল ৪,৫০০ + ৩, ০০০= ৭,৫০০ টাকা, অন্যান্য ৩,০০০-৫,০০০ টাকা মোট ৩৫,০০০-৪০,০০০ হাজার টাকার যোগান কিভাবে আসে?
নিজে ব্যাক্তিগতভাবে যে ফোস্টার গ্রুমিং, ভ্যাক্সিন ও অন্যান্য সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি তার আয় দিয়েই এতদিন চালাতে চালাতে আমি বড্ড ক্লান্ত(টুকটাক সহযোগিতা অবশ্যই পেয়েছি, পায়নি তা বল্লে মিথ্যা হবে কিন্তু তা ৩,০০০ থেকে সর্বোচ্চ ৪,০০০ হাজার টাকার মতই), বাকি টাকা গুলো কোথা থেকে আসে?
এভাবে কি চালিয়ে নেওয়া সম্ভব!?
এভাবে টানাপিডন করতে করতে আমি সত্যই হাপিঁয়ে গিয়েছি, আর পারছি না। হয়তো বন্ধই করে দিব শেল্টার‼️
আপনি/আপনাদের যদি মনে হয় শেল্টার আসলেই রাখা প্রয়োজন তাহলে বলবেন কোন পন্হায় কিভাবে রাখা যায়?
আর সহযোগিতা করতে চাইলে করতে পারেন(এটাই শেল্টার কে ঠিকিয়ে রাখতে শেষ চাওয়া)।
বিকাশ/নগদঃ 01977032958
রেফারেন্সঃ DHS