Hriddhommo - ঋদ্ধম্ম Foundation

Hriddhommo - ঋদ্ধম্ম Foundation Emergency Rescue | First Aid | Animal Rights | Shelter

11/06/2025

Urjent Fund need for save this poorsoul

Bkash-nagad: 01977032958

ঘোড়াটির অসুস্থ হয়ে শৃগাল পয়েন্টে পড়ে আছে, সকাল বেলায় একজনের পোস্টের মাধ্যমে বিষয়টি নজরে আসে। ঘোড়াটির যাবতীয় ট্রিটমেন্ট ও শেল্টারের দায়িত্ব আমি নিতে ইচ্ছুক। এমতাবস্থায় আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সবাই নিজ নিজ সামর্থ্যানুযায়ী এগিয়ে আসলে ঘোড়াটি সবুজ প্রকৃতি আবার সুস্থভাবে বিচরণ করতে পারবে।

লোকেশনঃ হোটেল শৃগাল পয়েন্ট, কক্সবাজার।

বিঃদ্রঃ রেস্কিউ করে চট্টগ্রামে শেল্টারে নিয়ে আসা, ঘোড়ার ট্রিটমেন্ট, মেডিসিন ও খাবার বেশ ব্যয় বহুল বিষয়। আনুমানিক প্রাথমিকভাবে ধারণা করছি ২০, ০০০ হাজার টাকার মত ফান্ড দরকার। রেস্কিউ এর পর Hriddhommo - ঋদ্ধম্ম Foundation পেইজে ফান্ড খরচের ব্রেকডাউন ও আপডেট জানানো হবে।

🌙
07/06/2025

🌙

আসসালামু আলাইকুমসবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযাহার শুভেচ্ছা🌙ভোর ৫টায় এলার্ম দিলাম গ্রামে ঈদ কাটাতে যাব বলে, ঘুম থেকে উঠলাম...
06/06/2025

আসসালামু আলাইকুম

সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযাহার শুভেচ্ছা🌙

ভোর ৫টায় এলার্ম দিলাম গ্রামে ঈদ কাটাতে যাব বলে, ঘুম থেকে উঠলাম ১০.৩৮ মিনিটে। গতরাতে ঘুমিয়েছি সাড়ে ৩ টা নাগাদ।

ফস্টারের সব কাজ ও বাসার জিনিসপত্র সব গুছিয়ে সম্পন্ন করলাম। বিকাল ৪টার দিকে বাসায় এসে কিছু ছোট ছেলে ডাক দিল তাদের কোরবানির জন্য আনা গরুর সমস্যা, তাড়াতাড়ি যেতে। একটু পর ব্যাগ নিয়ে গেলাম, গিয়ে গরুকে চেকআপ করে দেখতে পেলাম গরুর পেনিস সম্পূর্ণ ফুলে গেছে, ইনফেকশন ও বড় বড় ম্যাগট পোকা গিল গিল করছে। ভালভাবে চেক করে দেখলাম গরুর পেনিশের আগেও সার্জারি হয়েছে।

ইনফেকশন হয়ে ড্রেসিংয়ের সময় মাংসগুলো নিজ থেকেই ঝরে পড়ছে। সময় খুব বেশি নেই, আগামীকাল সকালেই আল্লাহর নাম নিয়ে কোরবানি দেওয়া হয়ে এই গরুটিকে।

সব চেকআপ শেষে জ্বর, ব্যাথানাশক, ম্যাগট পোকার জন্য প্রাথমিক ট্রিটমেন্ট ও ড্রেসিং করিয়ে দিলাম। সন্ধ্যায় গিয়ে আবার চেক করলাম ভেতরে থাকা ম্যাগট গুলো ম-রে বেরিয়ে আসছে, পুনরায় ড্রেসিং করলাম। গরুটির অবস্থা দেখে বেশ দুঃশ্চিন্তায় পড়ে গেলাম, এই গরু দিয়ে কোরবানির করা হলে কোনবানি কি হবে?

এখানে আমার পাশের বাসার লোকদের ভুল হলো তারা গরু ভালমতো দেখে ক্রয় করেনি, অপরদিকে সম্পূর্ণ দোষ খামারি বা গরু বিক্রেতার। তারা টাকার লোকে অসুস্থ একটি গরুকে কোরবানির জন্যে বিক্রি করেছে।

ঠিক তার পরপরই পাহাড়তলি হতে কল আসে একটি পালিত বিড়ালকে অন্য একটি বিড়াল কামড় দিয়েছে, ব্যাথায় নড়তে পারছে না। গিয়ে চেকআপ করে প্রাথমিকভাবে চিকিৎসা ও রেবিস ভ্যাক্সিন দিলাম।

এরই মধ্যে অস্ট্রেলিয়া থেকে ত্রিশা দিদি ফোন দিয়ে বললেন উনার এলাকার লেঞ্জা নামের কুকুরটি খুবই অসুস্থ দ্রুত চিকিৎসা দরকার। বিড়ালটিকে ট্রিটমেন্ট দেওয়া শেষ করে পাহাড়তলি হতে চলে গেলাম লাল খান বাজার। লেঞ্জাকে চেকআপ করে প্রাথমিক সব মেডিসিন দিয়ে ক্ষতস্থানের সব ম্যাগট গুলো ক্লিন করে ড্রেসিং করে দিলাম।

সব শেষে বাসায় ফিরলাম রাত ৯ টায়, ফস্টারের কুকুর-বিড়াল সবাইকে খাবার ও সবকিছু ক্লিনিং করে বাসার থেকে বের হলাম ১০ টার পর।

১১টা নাগাদ কোন ডাইরেক্ট গাড়ি না পেয়ে বাড়ি পর্যন্ত সিএনজি রিজার্ভ করে চলতে চলতে সারাদিনের গল্লগুলো আপনাদের সাথে শেয়ার করছি।

এভাবেই চলছে জীবন প্রাণ ও প্রকৃতির সাথে ব্যস্ততার মাঝে। জীবন ব্যস্ততম, কর্মময় ও সুন্দর।

থাল থাকুন, সুস্থ থাকুন, প্রাণ ও প্রকৃতি ভালবাসুন।।

আসসালামু আলাইকুমকেমন আছেন সবাই? প্রতিনিয়ত কুকুর-বিড়ালের রোগ, রাস্তায় এক্সিডেন্ট ও বিভিন্নভাবে আ-হ-তে-র সংখ্যা বৃদ্ধি পাচ...
30/05/2025

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?

প্রতিনিয়ত কুকুর-বিড়ালের রোগ, রাস্তায় এক্সিডেন্ট ও বিভিন্নভাবে আ-হ-তে-র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে অনেকেই আমাদের ফোন কল, মেসেজ ও মেনশন করে থাকেন। কিন্তু নানান বাঁধা-বিপত্তি ও প্রতিকূলতার কারণে আমরা এই মুহুর্তে কোনভাবেই তার রেসপন্স করতে পারছি না।

কারণ অতীতের কিছু কাজ থেকে শিক্ষা নিয়ে আমরা সতর্কতামূলকভাবে সামনের প্রতিটি কাজে আগাতে চাই। আমরা ঈদের আগে কোন কুকুর-বিড়ালকে শেল্টার দিতে অপারগ, ঈদের পর থেকে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হবে আমরা নিয়মিত রেস্কিউ, স্পট ট্রিটমেন্ট, শেল্টার, এ্যাওয়ারনেস প্রোগ্রাম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি।
ইতোমধ্যে আমাদের শেল্টারের জন্য পার্মানেন্ট স্টাপ নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১লা জুন হতে নতুন স্টাপ কাজে যুক্ত হবেন। পাশাপাশি আমরা আমাদের শেল্টারে জুন মাসের মধ্যেই আলাদা-আলাদাভাবে জোনে বিভক্ত করব।

শেল্টার নিয়ে আমাদের পরিকল্পনাঃ
১। নবাগত কুকুর-বিড়ালের আলাদা-আলাদা কোয়ারেন্টাইন।
২। প্লে-গ্রাউন্ড
৩। কুকুরদের থাকার ব্যবস্থা/রুম।
৪। বিড়ালদের থাকার ব্যবস্থা/রুম।
৫। আইসোলেশন রুম(পার্ভো ও ফ্লু কেইসের)
৬। পোস্ট -অপারেটিভ কেয়ার রুম(কুকুর-বিড়ালের)
৭। ড্রেসিং ও মেডিসিন কর্ণার/রুম।
৮। পেইড় ফোস্টার রুম(কুকুর-বিড়ালের)

এছাড়া প্রয়োজনীয় অন্যান্য কিছু ফেসিলিটিজ ক্রমাগতভাবে যুক্ত করা হবে। পাশাপাশি ভিজিটরদের জন্য বাইরে ওয়েটিং রুম যুক্ত করা হবে। শুধুই যে কুকুর-বিড়াল শেল্টার/ফোস্টারে রাখলে আসা যাবে এমনটা নয়, চাইলে প্রাণীপ্রেমী যেকোন সাধারণ মানুষ এসে আমাদের শেল্টারে ভিজিট/কিছু মিষ্টি সময় পার করে যেতে পারবে। পাশাপাশি কেউ চাইলে সাপ্তাহিক-মাসিক শেল্টারের কাজে স্ব-শরীরে শ্রম বা কাজে সহযোগিতা করতে পারবেন।

ইনশাআল্লাহ আমরা অতি-শীঘ্রই সবকিছু সুন্দর ও গোছালোভাবে সম্পন্ন করব।

আমাদের এই উদ্যেগে আপনি/আপনারা যদি স্বেচ্ছায় সহযোগিতা করতে ইচ্ছুক হোন নিন্মোক্ত নাম্বারে বিকাশ বা সরাসরি M Tofayel Ahmed আইড়িতে মেসেজ করতে পারেন।

বিকাশঃ 01977032958
রেফারেন্সঃ HFS

ধন্যবাদ।।

কুকুর-বিড়ালদের আওয়াজ, শারীরিক সংকেত ও আচরণের অর্থ বুঝা যাবে, এমন সিস্টেম বের করেছে চীন!!!😵‍💫সম্প্রতি চায়না প্রতিষ্ঠান Ba...
12/05/2025

কুকুর-বিড়ালদের আওয়াজ, শারীরিক সংকেত ও আচরণের অর্থ বুঝা যাবে, এমন সিস্টেম বের করেছে চীন!!!😵‍💫

সম্প্রতি চায়না প্রতিষ্ঠান Baidu এমন এক সিস্টেমের পেটেন্ট (মালিকানা) এপ্লিকেশন করেছে, যে সিস্টেমের মাধ্যমে কুকুর বিড়ালদের (meow) ভাষা ,মানুষের ভাষায় বোঝা যাবে!! Ai সিস্টেমের মাধ্যমে মূলত তারা কুকুর বিড়ালদের আচরন, শারীরিক সংকেত এবং আওয়াজকে মানুষের ভাষায় কনভার্ট করতে পারবে বলে জানানো হয়েছে!

~ The Techpion

15/04/2025

রাত বাজে এখন ৫.২০ মি, সেই ৪.১৮ মিঃ এ বিছানা থেকে উঠে বাইরে গিয়ে উটান থেকে কুকুরদের রুমে ঢুকিয়ে সবকিছু গুছিয়ে এখন রুমে আসলাম।

ঈদের আগে অনেকগুলো কুকুর-বিড়ালদের রিলিজ দিয়ে দিয়েছি, কিন্তু আরও কিছু রয়েছে গিয়েছি যাদের সঠিক কবে রিলিজ দিতে পারব তা বলতে পারছি না।

রমজান মাসের লাইভ ভিড়িওটি করার পর থেকে নতুন কোন কেইস শেল্টারে নিইনি, এবং লাইভটি পরিচিত অনেকেই দেখার পর রিকুয়েস্ট করতে থাকেন শেল্টার সেবা যেন বন্ধ না করি, কিন্তু আমার পক্ষে পাবলিক শেল্টার রানিং রাখা সম্ভব নয় বরং আমি যা লাইভে বলেছিলাম তা পুনরায় উল্ল্যেখ করতে চাই; আমি ব্যাক্তিগত শেল্টার রাখব, নিজে রেস্কিউ করব, স্পট ট্রিটমেন্ট দিব, যাদের শেল্টারে রাখা দরকার তাদের রাখব। তবে সেটা কারে অনুনয়ে নয় বরং নিজের চোখের সামনে পড়লে, আগ বাড়িয়ে কোন পাবলিককে সহায়তা দিব। প্রাণীর জন্য কাজ করেছি-করব, যা সম্পূর্ণ আমার একান্তই ব্যাক্তিগত ইচ্ছায়। আমার মন চাইলে আমি রাখব, মন না চাইলে এখানে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই।

তাছাড়া ভবিষ্যতে ব্যাক্তিগতভাবে শেল্টার দিতে চাইলেও আরও মানসম্মত ডোকেরেশন, লোকবল ও নানান বিষয়ের প্রয়োজনীতা রয়েছে, যা সম্পূর্ণ নিশ্চিত করেই ধীরেসুস্থে আগাব। এবং পূর্বের ন্যায় খুব লিমিটেড কাজ হাতে নিব যা শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়ব না।

Hriddhommo - ঋদ্ধম্ম

15/03/2025

কেমন আছেন সবাই?

আপনারা অনেকেই অবগত আছেন যে, আমি M Tofayel Ahmed দীর্ঘ কয়েক বছর ধরে চট্টগ্রাম থেকে প্রাণীকল্যাণ নিজে কাজ করছি। উক্ত সময়ে প্রাণীদের রক্ষণাবেক্ষণ, থাকার জায়গা নির্ধারণ, সঠিক চিকিৎসা নিশ্চিতকরণ সহ বেশকিছু বিষয়ে আমার হিমশিম খেতে হয়েছে পদে-পদে। যার সমাধান ও বৃহৎ সেবার চিন্তা করে আমি ২০২১ সালের শেষের দিকে ফোস্টার আরম্ভ করি। যেখানে ৯৭% কুকুর-বিড়াল রাখা হতো স্ট্রে, অসুস্থ।

সেই ২০২১ সাল হতে অজ অব্দি আমার ফোস্টার/শেল্টার সেবাটি চালু রয়েছে। ইতোপূর্বে কাজ করতে গিয়ে আমি যতটা না কাজের ক্ষেত্রে বাঁধার সম্মুখীন হয়েছি, তারও বেশি সম্মুখীন হয়েছি ওয়েলফেয়ার নামক এখানকার মানুষ ও যারা আমার সেবা নিয়েছে তারা সহ অনেক জানা-অজানা মানুষ দ্বারা।

অনেক গুলো বিষয় আছে যা আমি গায়ে না মাখিয়ে এড়িয়ে গিয়েছি, কিন্তু কিছু কিছু বিষয় আসলে এড়িয়ে যাওয়ার মত না হলেও আমি তারপরও আমার জায়গা হতে সচেষ্ট থেকে নিজেকে সংযত রাখার ও আমার সেবার মান উন্নয়নে সচেষ্ট ছিলাম।

ইদানীং অনেককেই দেখলাম( জানা-অজানা, চেনা-অচেনা, আমার সেবা নিয়েছে বা নেয়নি এমন) ইতিবাচক মন্তব্য করতে। আমি কখনো এসব নিয়ে পাল্টা মন্তব্য করতে আগ্রহী ছিলাম না।

কিন্তু এমতাবস্থায় আমার মনে হলো এসব নিয়ে(প্রত্যেকটি বিষয়ে) পুঙ্খানুপুঙ্খাণুভাবে আমার জবাব দেওয়া দরকার। উক্ত বিষয়গুলো বিশ্লেষণ ও আমার ব্যক্তিগত মতামত বা কারণ দর্শানো আগামীকাল সরাসরি লাইভের মাধ্যে প্রকাশ করা হবে। যাতে করে আমার দিকটাও সবার নিকট বোধগম্য/ক্লিয়ার হয়।

লাইভটি আমি আমার Hriddhommo - ঋদ্ধম্ম Foundation পেইজ থেকেই করব।

বিঃদ্রঃ লাইভটি হবে সকলের জন্য উন্মুক্ত, উক্ত লাইভে আপনি/আপনারা নিজ নিজ মতামত, পরামর্শ, অভিযোগ সবকিছু খোলামেলাভাবে প্রশ্ন/মন্তব্য করতে পারেন। আমি পাবলিক্যালি সবগুলো বিষয়ের প্রতিত্তুর দিব ইনশাআল্লাহ।।

দেখা হচ্ছে আগামীকাল লাইভে.......।

লিখছি Hriddhommo - ঋদ্ধম্ম শেল্টার নিয়ে কিছু কথা, যদি মন চায় পড়তে পারেন!২০২১ সাল থেকে আমরা কাজ করে আসছি, ২০২২ সালে ফোস্ট...
25/02/2025

লিখছি Hriddhommo - ঋদ্ধম্ম শেল্টার নিয়ে কিছু কথা, যদি মন চায় পড়তে পারেন!

২০২১ সাল থেকে আমরা কাজ করে আসছি, ২০২২ সালে ফোস্টার-শেল্টার শুরু করি। কত কাঠকয়লা পুড়িয়ে আজকের এই অবস্থানে এসেছি তা একমাত্র আমি তোফায়েল ই জানি।

অনেকদিন ধরে শেল্টারের ডেকোরেশনের জন্য ফান্ড পোস্ট, নতুন ভলান্টিয়ার চেয়ে পোস্ট করে আসছি, দুঃখের বিষয় ফান্ড তো আসলই না সেই সাথে কোন মানুষের কাজ করার আগ্রহও দেখলাম না, তাহলে শুধু প্রাণী নিয়ে ভাবনা কি শুধুই আমাদের।

প্রতিদিনই বিভিন্ন গ্রুপে আমাকে বা পেইজকে মেনশন দিতে থাকে সবাই, এটা রেস্কিউ করো, ওকে শেল্টার দাও, তাকে স্পট ট্রিটমেন্ট দাও নানান জনের নানান মেসেজ-মেনশন।
একটি বারও কি চিন্তা করে দেখেছেন এই কাজগুলো আপনা-আপনি বা যা-ইচ্ছে তাই করেই হয়ে যায়?

শেল্টার দিতে হলে শেল্টােরে কি আলাদা-আলাদা কুকুর-বিড়ালের বাসস্থান/রুমের প্রয়োজন নেই, স্পট দিতে কি মেডিসিন ও ট্রান্সপোর্টেশনের প্রয়োজন নেই।! শেল্টারে রেখে খাবার দিতে কি আর্থিক সহায়তার প্রয়োজন নেই?

এসব কোথা থেকে আসে? সবাই শুধু মেনশন, আর না হয় মেসেজ এসবই দিয়ে যায় প্রতিনিয়ত, সহযোগিতা করেই বা ক'জনে?
সহযোগিতা চাইলে প্রচলিত দুটো বাক্যই শুনিয়ে দেয়: ১। স্টুডেন্ট, ২। বেকার ;

তাহলে আমি কিভাবে একা এই পুরো বিষয়গুলো চালিয়ে নিচ্ছি? মুরগির দোকানদার, চালের দোকানদার, শেল্টার ভাড়া, মেডিসিন এসব কোথা থেকে আসে? আমার কি রাজার ভান্ডার রয়েছে, না আমি রাজার ছেলে। নাকি এসব আমার চেহারা দেখে সবাই কুকুর-বিড়ালের জন্য মওকুফ করে দেয়?

প্রতিমাসে শেল্টার ভাড়া ও ইউটিলিটি ১৫, ০০০ টাকা, খাবার ৭,০০০-১০,০০০ টাকা, মেডিসিন ৫,০০০ টাকা, কাজের লোকদের বিল ৪,৫০০ + ৩, ০০০= ৭,৫০০ টাকা, অন্যান্য ৩,০০০-৫,০০০ টাকা মোট ৩৫,০০০-৪০,০০০ হাজার টাকার যোগান কিভাবে আসে?

নিজে ব্যাক্তিগতভাবে যে ফোস্টার গ্রুমিং, ভ্যাক্সিন ও অন্যান্য সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি তার আয় দিয়েই এতদিন চালাতে চালাতে আমি বড্ড ক্লান্ত(টুকটাক সহযোগিতা অবশ্যই পেয়েছি, পায়নি তা বল্লে মিথ্যা হবে কিন্তু তা ৩,০০০ থেকে সর্বোচ্চ ৪,০০০ হাজার টাকার মতই), বাকি টাকা গুলো কোথা থেকে আসে?

এভাবে কি চালিয়ে নেওয়া সম্ভব!?

এভাবে টানাপিডন করতে করতে আমি সত্যই হাপিঁয়ে গিয়েছি, আর পারছি না। হয়তো বন্ধই করে দিব শেল্টার‼️

আপনি/আপনাদের যদি মনে হয় শেল্টার আসলেই রাখা প্রয়োজন তাহলে বলবেন কোন পন্হায় কিভাবে রাখা যায়?

আর সহযোগিতা করতে চাইলে করতে পারেন(এটাই শেল্টার কে ঠিকিয়ে রাখতে শেষ চাওয়া)।

বিকাশ/নগদঃ 01977032958
রেফারেন্সঃ DHS

18/02/2025

It's Our Dinner Time 🐶

Location: সংগীত ভবন, পাঁচলাইশ, চট্টগ্রাম।

04/02/2025

আসসালামু আলাইকুম

আপনারা অনেকেই অবগত আছেন যে, আমি দীর্ঘদিন ধরে সামাজিক, স্বেচ্ছাসেবী ও প্রাণীকল্যাণ নিয়ে কাজ করে আসছি।

দৈনন্দিন অনেকেই ফোন কল ও মেসেজের মাধ্যমে প্রাণী বিষয়ক সহায়তা চেয়ে থাকেন। আমি এবং আমার কাছের কয়েকজন ব্যতীত উক্ত কাজে তেমন ভালান্টিয়ার নেই বললেই চলে, এভাবে ভালান্টিয়ার ছাড়া কাজগুলো পরিচালনা করা আমাদের পক্ষে খুব চ্যালেঞ্জিং হয়ে দাড়িয়েছে।

এমতাবস্থায় আমরা Hriddhommo - ঋদ্ধম্ম Foundation এর জন্য কিছু ভালান্টিয়ার নিব, যাদের ৭ দিন ট্রেনিং দিয়ে কাজ শেখাব, পাশাপাশি তাদের কাজ থাকবে ইমার্জেন্সী রেস্কিউ, স্পট ট্রিটমেন্ট, শেল্টারের টুকটাক সহযোগিতা, প্রাণীবিষয়ক সেমিনার, জনসচেতনতা ও ভ্যাক্সিন ক্যাম্পিং সহ সেবামূলক নানান কাজ।

কাজগুলো সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও মানবিক বিধায় এই কাজে কোন সেলারি প্রদান করা হবে না, বরং ভালান্টিয়ারদের আমরা কিছু সম্মানি(যাতায়ত খরচ, নাস্তা/লাঞ্চ খরচ, মেডিসিনসহ অনুসাঙ্গিক খরচ) দেওয়া হবে।

উক্ত কাজে স্বেচ্ছায় আগ্রহী হলে আমাকে ইনবক্স বা 01977 032958 নাম্বারে হোয়াট্সএ্যাপ করতে পারেন, ধন্যবাদ।

ম. তোফায়েল আহমেদ
ফাউন্ডার চেয়ারম্যান
Hriddhommo - ঋদ্ধম্ম Foundation

আসসালামু আলাইকুমকিছুদিন ধরে একটা বিষয় ক্লিয়ার করব বলে মনস্থির করেছি, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজকে সবার সদয় অবগতির জন্য ...
03/02/2025

আসসালামু আলাইকুম

কিছুদিন ধরে একটা বিষয় ক্লিয়ার করব বলে মনস্থির করেছি, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজকে সবার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, এখন থেকে Hriddhommo - ঋদ্ধম্ম শেল্টারে ভেট চেকআপ, পার্ভো-ক্যানাইন টেস্ট, ফ্লু টেস্ট ও ভ্যাক্সিন(কম্বাইন্ড) ব্যাতীত কোন কুকুর-বিড়ালকে শেল্টার/ফোস্টার করা হবে না।

বিষয়টি সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, আমার সাথে যতই ভাল সম্পর্ক থাকুক না কেন সম্পর্ক-সম্পর্কের জায়গায়, কিন্তু শেল্টার-ফোস্টারের জায়গায় তার কোন সামঞ্জস্যতা নেই। এই ব্যাপারে দয়া করে কেউ আমাকে কোন রিকুয়েস্ট করবেন না।

এখন বলতে পারেন ইমার্জেন্সী স্ট্রিট ডগ-ক্যাট এর বেলায় কি করবেন?

উত্তরঃ আমরা আমাদের শেল্টার ও ফোস্টার আলাদা আলাদাভাবে ডেকোরেশনের কাজ আরম্ভ করেছি। ইমার্জেন্সী এর ক্ষেত্রে ভেট চেকআপের পর শেল্টারে আসলে আলাদা ১৪দিন কোয়ারেন্টাইনে থাকবে, যদি দেখার মত কোন ইনফেকশিয়াস ডিজিজ দরা না পড়ে তাহলে ভ্যাক্সিন(কম্বাইন্ড) করিয়ে বাকি সবার সাথে শেল্টারে থাকবে। এবং এখন থেকে যার কেইস সেই আমাদের সাথে যোগাযোগ করব এবং আমরা নিয়মিত তাকেই উক্ত বিষয়ে সকল আপডেট প্রদান করব(মাঝখানে কোন ২য়/৩য় পক্ষের হস্তক্ষেেপ গ্রহণযোগ্য নয়), তাছাড়া পূ্র্বের ন্যায় শেল্টারে কুকুর-বিড়াল রাখতে হলে ইনফরমারের রেজিস্টার ফরম ও সকল সুবিধা-অসুবিধা বিবেচনা করেই রাখতে হবে। এছাড়া কুকুর-বিড়াল খাবার সরাসরি কিনে দেওয়া বা খাবারের পয়সা যার কেইস তাকেই বহন করতে হবে এবং যার কেইস তাকে দৈনিক এসে দেখে-যেতে হবে।

উপরোক্ত বিষয়গুলো যথাযত পালন করলেই পারলেই আমাদর কাছে আপনি ফ্রি-শেল্টারে(থাকা ফ্রি) কুকুর-বিড়াল রাখতে পারেন।

আমাদের শেল্টাের চলমান ডেকোরেশন প্রজেক্টে সহযোগিতা করতে চাইলে;
বিকাশ/নগদঃ 01977032958
রেফারেন্সঃ SD

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Hriddhommo - ঋদ্ধম্ম Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hriddhommo - ঋদ্ধম্ম Foundation:

Share