Animal Rescue Team Chittagong - ARTC

Animal Rescue Team Chittagong - ARTC সকল প্রকার অসহায় আক্রান্ত রাস্তার কুকুর, বিড়াল এবং বিভিন্ন প্রাণীদের সহায়তা জন্য আমাদের এই উদ্দ্যাগ।

21/02/2025

আপডেট : ওকেও গতকাল রেস্কিউ করা হয়। গতকাল ওকে নিয়ে পোস্ট দেখলে Tanvirul Islam ও Ovi Dey স্পটে গিয়ে ওকে রেস্কিউ করে নিয়ে আসে।ওর মুখের উপর দিয়ে অটোরিকশা যাওয়ার কারনে ওর নিচের চোয়াল দু ভাগ হয়ে যায়।ওকে এখনো ভেট দেখায় নাই৷ আপাতত পেইন কিলার ও প্রাইমারি কিছু মে দেয়া হচ্ছে৷ এন্টিবায়োটিক শুরু করতে হবে৷ হাত একদমই ফান্ড নাই। সবাই যদি হেল্প করেন। ওর ট্রীট্রিটমেন্ট প্রোপারলি শেষ করতে পারব। ও Sarowar Tamim এর তত্ত্বাবধানে আছে।

21/02/2025

কুকুরটাকে গতকাল রেস্কিউ করে আমাদের রেস্কিউয়ার Tanvirul Islam ও Ovi Dey । ওর জন্য ইনফর্ম করে Rumana Rifat Rimki আপু৷ ওকে রেস্কিউ করে না হয় বিটাক থেকে৷ এক আপু আনাই ও নকি এক্সিডেন্ট করছিল। যার কারনে উঠতে পারছিল না মুভ ও করতে পারছিল না। ওকে গতকাল ও আজ প্রাথমিক ট্রিটমেন্ট দেয়া হইসে৷ ও শেল্টারে Sarowar Tamim এর তত্ত্বাবধানে আছে। ওকে এখনো ভেট দেখানো হয় না। সবাই যদি ফান্ডিং সাপোর্ট দেন তাইলে ওকে ভেট দেখাতে

আমরা দাদির আত্মার শান্তি কামনা করি
27/01/2025

আমরা দাদির আত্মার শান্তি কামনা করি

07/01/2025

আপডেট:কিছুদিন আগে কুকুরটিকে নিয়ে পোস্ট করি৷ সবাই ওর জন্য হেল্প করেছেন। আজ ওকে সিভাসু নিয়ে যাওয়া হয়, এম্পুটেশন ও করানো হয় আলহামদুলিল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ এগিয়ে আসার জন্য। আশা করি সবসময় এইভাবে আমাদের পাশে থাকবেন।

07/01/2025

#ফান্ডপোস্ট

১.ট্রাইজন ৫০০ গ্রাম-১০০×৭=৭০০
২.গজ - ১২০ টাকা ১ প্যাক।
৩. ভায়োডিন অয়েল্মেন্ট-৫০ টাকা
টোটাল:৮৭০ টাকা
বিকাশ/নগদ:01643805484(ref:niyam)
কুকুরটিকে নিয়ে গতকাল এক আপু পোস্ট করে। সন্ধায় অভি গিয়ে নয়াবাজার থেকে ওকে রেস্কিউ করে নিয়ে আসে। ওর গলায় রাবার লাগিয়ে দিয়েছিল কেউ৷ যা দীর্ঘদিন থাকার কারনে, মাংস কেটে গভীরে চলে যায়। শেল্টারে নিয়ে আসলে। আমার এক ছোট ভাই। ওর রাবার টা বের করে। আমি এসে যখন চেক করি, দেখি বেশ গভীর ক্ষত। মাংস কেটে গভীরে চলে যায়। যা শুকোনোর জন্য এন্টিবায়োটিক + ড্রেসিং প্রয়োজন। হাতে একদমই ফান্ড নেই। কেইস ও প্রচুর। সবাই যট্টুক পারেন হেল্প করেন। যাতে বাচ্চাটাকে সুচিকিৎসা দিতে পারি।

06/01/2025


#ফান্ডপোস্ট
Bkash/Nogod:01643805484(ref:shelter)
শেল্টারের বাচ্চাদের খাবার শেষ, এখন মাসের শুরু ঘরভাড়াও দিতে হবে এছাড়া কারেন্ট বিল,গ্যাস বিল সব্ মিলিয়ে ৪০-৪৫ হাজার টাকা লাগবে।ঘরভাড়া ১০ হাজার,কারেন্ট বিল ১০০০ গ্যাস বিল ১৫০০,ওষুধ ৪-৫ হাজার। এছাড়া খাবার ৩ বস্তা চাল ৭৫০০ টাকা আর মাংস ৮০ টাকা কেজি ধরে ৮০×২৪০=১৯২০০ টাকা। বিশাল এমাউন্ট। হাতে একদম ফান্ড নাই। ২ টা কুকুরের সার্জারি কাল। আমাদের একদম নাজেহাল অবস্থা। সব মিলিয়ে ফান্ড লাগবে ৪৪২০০। এখানে দিন দিন পারভো পেশেন্ট ও বাড়তেছে। যাদের এন্টিবায়োটিক এ বড় একটা এমাউন্ট চলে আসে। আর আমাদের শেল্টার ফ্রী হওয়ায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ফান্ডিং সাপোর্ট পাই না। যেই এক ভাইয়া শেল্টারের পুরো খরচ বহন করে। তা আমাদের গত কিছু কেইস + কম্বল + খাচা কিনতে খরচ হয়ে যায়। যার কারনে হাত একদম ফাকা সবাই যট্টুক পারেন হেল্প করেন। নাহোয় বাচ্চাদের নিয়ে অনেক দূর্দশায় পড়তে হবে।

03/01/2025

The dog's leg was crushed by the car wheel, causing it to rot and expose the bone.

সদস্য সংগ্রহ চলছে সদস্য সংগ্রহ চলছে ARTC টিম এর সদস্য প্রয়োজন। শুধু মাত্র চট্টগ্রাম শহরে।যারা যারা সদস্য হতে চান আমাদের ...
23/11/2024

সদস্য সংগ্রহ চলছে সদস্য সংগ্রহ চলছে
ARTC টিম এর সদস্য প্রয়োজন।
শুধু মাত্র চট্টগ্রাম শহরে।
যারা যারা সদস্য হতে চান আমাদের ফেইসবুক পেইজ Animal Rescue Team Chittagong - ARTC এর ইনবক্সে করুন অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করুন।

Rice: 50kg x 2 = 4800 takaMeat: 100kg x 150 taka/kg = 15000 takaCat food: 1kg = 350 takaGas: 1450 takaBkash: 01818157396...
29/09/2024

Rice: 50kg x 2 = 4800 taka

Meat: 100kg x 150 taka/kg = 15000 taka

Cat food: 1kg = 350 taka

Gas: 1450 taka

Bkash: 01818157396 Nagad: 01810174189

Note: These figures represent the approximate monthly food expenses for the dogs at our shelter. Due to a decrease in the number of dogs, our food costs have also reduced. We currently have 9 large dogs and 14 puppies (4 of the puppies can eat solid food, while the rest are on milk).

Thanks to your generous donations, we've been able to manage the shelter for the past few weeks. However, our funds are now depleted. Recently, we've taken in several new dogs with various health issues. They require special care and treatment, including a nutritious diet.

The above figures give a rough estimate of the monthly food costs for around 10-15 large dogs. Your contributions will help us ensure that these animals are well-fed. In the past, due to a lack of funds, our dogs often had to go hungry or survive on biscuits and water. We want to prevent this from happening.That's why we're asking for your support

28/08/2024

HUMANITY ❤️
©Nabiba Islam

   বিকাশ:01818157396/নগদ :01810174189. (Ref:Fhn) সবাই ইতোমধ্যে জানেন। চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট ও ফটিকছড়ির বেশ কিছ...
22/08/2024



বিকাশ:01818157396/নগদ :01810174189. (Ref:Fhn)
সবাই ইতোমধ্যে জানেন। চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট ও ফটিকছড়ির বেশ কিছু জায়গায় খালের বাধ ভেংগে গিয়েছে। যার কারনে সন্ধার পর থেকে এই সকল এরিয়াতে পানি ঢুকছে। আমার গ্রামের বাড়িও নাজিরহাট। আজ আব্বা বাড়ি গিয়ে আটকা পড়েছে।।সন্ধার আগে কোমড় পরিমান পানি থাক্লেও এখন পানির উচ্চতা ৭ ফুট। প্রতি ঘন্টায় পানির পরিমান বাড়ছে। অনেক মানুষ আটকা পড়েছে। অনেক বোবা বাচ্চা মারা পড়ছে। এছাড়া গৃহপালিত পশুপাখিও ক
ঝুকিতে আছে। রাতে পানি বিপদসীমার উপর যেত্ব পারে। ৪-৯ নং ওয়ার্ড এ রেড এলার্ট জারি করেছে। মানুষ দের আশ্র‍্য় কেন্দ্রে আসার আহবান জানালেও
স্রোতের সাথে পানি বাড়ার কারনে কেউ বাহির হতে পারেনি।যেতেও পারিনি। বেশকয়েকজন কে খূজে না পাওয়ার কথাও শুনা যাচ্ছে। রাতে পরিস্থিতি খারাপের দিকে যাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি।কাল সকালে বোবা প্রানীগুলো ও আটকে পড়া মানুষদের উদ্বার করতে আমরা সেখানে যাবো। যার জন্য আমাদের ফিন্যন্সিয়াল সাপোর্ট খুব প্রয়োজন। শুক্নো খাব্বার ও নিয়ে যেতে হবে।আমদের উদ্দেশ্য প্রানীগুলো ও মানুষ দের নিরপস আশ্র‍্য এ ছেড়ে দেয়ার। কোনো গুরুতর অসুস্থ বাচ্চা থাকলে আমরা শেল্টারে নিয়ে আসব। আপ্নারা জানেন। আমাদে শেল্টারের কাজ চলমান থাকায়। আমরা ফিন্যন্সিয়াল ক্রাইসিস এ আছি। শেল্টারের বাচ্চাদের খাবারের জন্য্ও ডেইলি ফান্ড কালেক্ট করছি। এই মূহুর্তে আমাদের এই মিশন পরিচালনার জন্য আপ্নাদের সাহায্য এর প্রয়োজন৷ ফান্ড উঠে গেলে কাল সকালেই রওনা দিব ইনশাআল্লাহ। সবাই পোস্টটি শেয়ার করে৷ আপনাদের পরিচিত দের জানিয়ে দিন। যাতে তারাও এগিয়ে আস্তে পারে
©Nahi An

   .১.মাংস-১২০×৩০=৩৬০০ টাকা(কেজি১২০টাকা২. পাখ,পা,মাথা-৮০×১৫০=১২০০০টাকা।(কেজি৮০টাকা)৩.সুরমা মাছ-১৫০×২০=৩০০০টাকা।(কেজি১৫০ট...
21/08/2024

.
১.মাংস-১২০×৩০=৩৬০০ টাকা(কেজি১২০টাকা
২. পাখ,পা,মাথা-৮০×১৫০=১২০০০টাকা।(কেজি৮০টাকা)
৩.সুরমা মাছ-১৫০×২০=৩০০০টাকা।(কেজি১৫০টাকা)
৪.চাউল-৬০×৬০=৩৬০০টাকা।(কেজি৬০টাকা)
টোটাল:২২২০০টাকা
বিকাশ :01818157396.(রেফ:food)
নগদ:01810174189.

আপডেট: গত দুইদিনে আর কোনো ফান্ড আসেনি।মাংস স্টকে আছে, পাউচ ও আছে। প্রয়োজন আরো ৪০ কেজি চাউল সাথে ৮ কেজি মাছ। কুকুর বিড়াল নতুন যোগ হয়েছে ১৩ টি৷ যার ফলে খাবার ও বেশি দেয়া লাগছেকরেন৷ ১৫ তারিখ এর জন্য স্টক করলেও তার আগেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে৷ আপনারা যট্টুক পারেন হেল্প করেন।
আপডেট : এখন পর্যন্ত ফান্ড এসেছে ১৬১৭২ টাকা। খাবার প্রায় স্টক করা হয়েছে। আরো ৪০ কেজি আল, ৪০ কেজি মাংস আর ৮ কেজি মাছ লাগবে।তাহলে আমরা আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত চালিয়ে যেতে পারব।আশা করি সবাই আমাদের সম্পুর্ন ফান্ড তুলতে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে

আপডেট:আলহামদুলিল্লাহ আমাদের কাছে টোটাল৫৪৬৭ টাকা এসেছে এই পর্যন্ত।অসংখ্য ধন্যবাদ ভাই বোনদের যারা ওদের জন্য এগিয়ে এসেছেন। আজকে ২০ কেজি মাংস ও ২৫ কেজি চাল কেনা হয়েছে। এই টাকা থেকে। সম্পূর্ণ ফান্ড উঠে গেলে সব খাবার স্টক করে ফেলব ইনশাআল্লাহ । যদি স্টক করতে পারি আশা করি। আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত খাবার লাগবে না আর।

বলতে খুব খারাপ লাগছে। আজ সকালে যখন ওদের খাবার দেই।মাংস খুব অল্প ছিল। প্রতি বাটিতে ২ টা করে মাথা দিতে পারছি।ওরা মাংস টাই খুব পছন্দ করে আমি খাওয়াতে পারিনি ওদের মন ভরে।ভাত ওইভাবেই ফেলে রেখেছে না খেয়ে। বিকালে গেলে পিক দিব কমেন্টে।আজ ৩ দিন কি পরিমান ভাত যে নষ্ট হইছে। দেখলেই বুঝবেন।খুব অসহায় লাগে নিজেকে।কাল এলাকার এক বড় ভাই ৫০০ টাকা দিসে যা দিয়ে বিড়ালের জন্য ৩ কেজি তালাপিয়া মাছ কিনছি।কুকুরের খাবার একদমই নেই।ওইদিন পোস্ট থেকে ৭৬৫ টাকা আসছে চাউল কিনছিলাম।আরো ৩ দিন যাবে এই চাউল।আমাদের কাছে সাহায্য আসলে আমরা খাবার টা স্টকে রাখতে পারতাম।
উপরে শেল্টারের এক মাসের খাবারের খরচ দেয়া আছে।আমাদের প্রতিদিন ৬ কেজি মাংস ১ কেজি মাংস, ৫ কেজি পাখ,পা মাথা, ৩ কেজি চাউল,মাছ ৭০০গ্রাম।আজ থেকে ৩ দিন আগেও ২ কেজি চাউল,৫ ৫ কেজি মাংস,৩০০ গ্রাম মাছে হয়ে যেত। কিন্তু এখন প্রতিদিন শেল্টারে নতুন নতুন বাচ্চ আসতেছে। আজকেও ২ টা বিড়াল ৪ টা কুকুর আসল। এই নিয়ে মোট কুকুর বিড়াল ২৭ টা। আমারা যেহেতু ফ্রী শেল্টার দিচ্ছি।খাব্বার, মেডিসিন,যাবতীয় খরচ(কারেন্ট বিল,ভাড়া,গ্যাস বিল) নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারন আমাদের মেম্বাররা সবাই স্টুডেন্ট। সবাই টুকিটাকি যা পারে সাপোর্ট দেই।আমাদের এখানে কোনো কর্মচারী নেই পরিস্কার থেকে শুরু করে স

Last night a civilian called us for a sick dog. We told him to bring it in our shelter. The dog was in a miserable condi...
25/06/2024

Last night a civilian called us for a sick dog. We told him to bring it in our shelter. The dog was in a miserable condition. We tried our best to save him. But the Almighty had planned something else for it.
Sadly this morning the dog passed away.
গত রাতে একজন আমাদের একটি অসুস্থ কুকুরের জন্য কল করেছিল। আমরা তাকে আমাদের শেল্টারে নিয়ে আসতে বলি। কুকুরটির অবস্থা শোচনীয় ছিল। আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু সর্বশক্তিমান এর জন্য অন্য কিছু পরিকল্পনা করেছিলেন। দুঃখজনকভাবে আজ সকালে কুকুরটি মারা গেল।

আসসালামু আলাইকুম।  অনেকেই জানেন, অনেকেই জানেন না। কিছুদিন আগে আমাদের চট্টগ্রামে সিটি ককরপোরেশন এর পক্ষ থেকে র‍্যাবিস ভ্য...
14/05/2024

আসসালামু আলাইকুম।
অনেকেই জানেন, অনেকেই জানেন না। কিছুদিন আগে আমাদের চট্টগ্রামে সিটি ককরপোরেশন এর পক্ষ থেকে র‍্যাবিস ভ্যাক্সিন ক্যাম্পেইন চলছিল। অনেকেই আতংকিত হয়ে আমাদের জানিয়েছিলেন সিটি করপোরেশন কুকুর নিধনে নেমেছে। আমরা আপনাদের ভ্যাক্সিন ব্যাপারটি অবগত ও করেছিলাম।যা ভ্যাক্সিনেশন এর পূর্ব আলোচনায় জেলা প্রানী অধিদপ্তর কর্মকর্তা ডা : মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের অবগত করেছিলেন। আমরা যে ভ্যাক্সিন ক্যাম্পেইন করেছি তা সম্পর্কেও আমরা উনাকে অবগত করেছিলাম। সবকিছু মাথায় রেখে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শেষ হলো। আজকে আবার আলোচনা শেষে মহোদয় আমাদের ১০ ভায়াল ভ্যাক্সিন প্রদান করেন। আপনারা যারা যারা আপনাদের এলাকার কুকুরদের ভ্যাক্সিন এর আওতায় আনতে চান,যদি আপনাদের এরিয়া বিগত দিনের ক্যাম্পেইন থেকে বাদ পড়ে বা কোনো এরিয়ায় ভ্যাক্সিন প্রদান করা হয় নি এমন থাকে। তাহলে আমাদের সাথে যোগাযোগ করে উক্ত স্থানের কুকুরদের ভ্যাক্সিন করিয়ে নিতে পারেন বা জায়গা গুলোও মেনশন করে দিতে পারেন।
ধন্যবাদ।

আজ বিশ্ব মা দিবস। বিশ্বের সকল মায়েদের প্রতি রইলো শ্রোদ্ধা ও ভালোবাসা। ছবিতে অবলা প্রাণীদের যে মা দেখতে পাচ্ছেন তাঁর নাম ...
12/05/2024

আজ বিশ্ব মা দিবস।
বিশ্বের সকল মায়েদের প্রতি রইলো শ্রোদ্ধা ও ভালোবাসা।

ছবিতে অবলা প্রাণীদের যে মা দেখতে পাচ্ছেন তাঁর নাম রাইতা জেরিন। ছবিটি তুলেছেন প্রবীর দাস।

Address

Colonelhat, Proshanti Abashik
Chittagong
1234

Telephone

+8801643805484

Website

Alerts

Be the first to know and let us send you an email when Animal Rescue Team Chittagong - ARTC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Animal Rescue Team Chittagong - ARTC:

Videos

Share