আপডেট : ওকেও গতকাল রেস্কিউ করা হয়। গতকাল ওকে নিয়ে পোস্ট দেখলে Tanvirul Islam ও Ovi Dey স্পটে গিয়ে ওকে রেস্কিউ করে নিয়ে আসে।ওর মুখের উপর দিয়ে অটোরিকশা যাওয়ার কারনে ওর নিচের চোয়াল দু ভাগ হয়ে যায়।ওকে এখনো ভেট দেখায় নাই৷ আপাতত পেইন কিলার ও প্রাইমারি কিছু মে দেয়া হচ্ছে৷ এন্টিবায়োটিক শুরু করতে হবে৷ হাত একদমই ফান্ড নাই। সবাই যদি হেল্প করেন। ওর ট্রীট্রিটমেন্ট প্রোপারলি শেষ করতে পারব। ও Sarowar Tamim এর তত্ত্বাবধানে আছে।
কুকুরটাকে গতকাল রেস্কিউ করে আমাদের রেস্কিউয়ার Tanvirul Islam ও Ovi Dey । ওর জন্য ইনফর্ম করে Rumana Rifat Rimki আপু৷ ওকে রেস্কিউ করে না হয় বিটাক থেকে৷ এক আপু আনাই ও নকি এক্সিডেন্ট করছিল। যার কারনে উঠতে পারছিল না মুভ ও করতে পারছিল না। ওকে গতকাল ও আজ প্রাথমিক ট্রিটমেন্ট দেয়া হইসে৷ ও শেল্টারে Sarowar Tamim এর তত্ত্বাবধানে আছে। ওকে এখনো ভেট দেখানো হয় না। সবাই যদি ফান্ডিং সাপোর্ট দেন তাইলে ওকে ভেট দেখাতে
আপডেট:কিছুদিন আগে কুকুরটিকে নিয়ে পোস্ট করি৷ সবাই ওর জন্য হেল্প করেছেন। আজ ওকে সিভাসু নিয়ে যাওয়া হয়, এম্পুটেশন ও করানো হয় আলহামদুলিল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ এগিয়ে আসার জন্য। আশা করি সবসময় এইভাবে আমাদের পাশে থাকবেন।
#ফান্ডপোস্ট
#fundpost
১.ট্রাইজন ৫০০ গ্রাম-১০০×৭=৭০০
২.গজ - ১২০ টাকা ১ প্যাক।
৩. ভায়োডিন অয়েল্মেন্ট-৫০ টাকা
টোটাল:৮৭০ টাকা
বিকাশ/নগদ:01643805484(ref:niyam)
কুকুরটিকে নিয়ে গতকাল এক আপু পোস্ট করে। সন্ধায় অভি গিয়ে নয়াবাজার থেকে ওকে রেস্কিউ করে নিয়ে আসে। ওর গলায় রাবার লাগিয়ে দিয়েছিল কেউ৷ যা দীর্ঘদিন থাকার কারনে, মাংস কেটে গভীরে চলে যায়। শেল্টারে নিয়ে আসলে। আমার এক ছোট ভাই। ওর রাবার টা বের করে। আমি এসে যখন চেক করি, দেখি বেশ গভীর ক্ষত। মাংস কেটে গভীরে চলে যায়। যা শুকোনোর জন্য এন্টিবায়োটিক + ড্রেসিং প্রয়োজন। হাতে একদমই ফান্ড নেই। কেইস ও প্রচুর। সবাই যট্টুক পারেন হেল্প করেন। যাতে বাচ্চাটাকে সুচিকিৎসা দিতে পারি।
#fundpost
#ফান্ডপোস্ট
Bkash/Nogod:01643805484(ref:shelter)
শেল্টারের বাচ্চাদের খাবার শেষ, এখন মাসের শুরু ঘরভাড়াও দিতে হবে এছাড়া কারেন্ট বিল,গ্যাস বিল সব্ মিলিয়ে ৪০-৪৫ হাজার টাকা লাগবে।ঘরভাড়া ১০ হাজার,কারেন্ট বিল ১০০০ গ্যাস বিল ১৫০০,ওষুধ ৪-৫ হাজার। এছাড়া খাবার ৩ বস্তা চাল ৭৫০০ টাকা আর মাংস ৮০ টাকা কেজি ধরে ৮০×২৪০=১৯২০০ টাকা। বিশাল এমাউন্ট। হাতে একদম ফান্ড নাই। ২ টা কুকুরের সার্জারি কাল। আমাদের একদম নাজেহাল অবস্থা। সব মিলিয়ে ফান্ড লাগবে ৪৪২০০। এখানে দিন দিন পারভো পেশেন্ট ও বাড়তেছে। যাদের এন্টিবায়োটিক এ বড় একটা এমাউন্ট চলে আসে। আর আমাদের শেল্টার ফ্রী হওয়ায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ফান্ডিং সাপোর্ট পাই না। যেই এক ভাইয়া শেল্টারের পুরো খরচ বহন করে। তা আমাদের গত কিছু কেইস + কম্বল + খাচা কিনতে খরচ হয়ে যায়। যার কারনে হাত একদম ফাকা সবাই যট্টুক পারেন হেল্প করেন। নাহোয় বাচ্চাদের নিয়ে অনেক দ
The dog's leg was crushed by the car wheel, causing it to rot and expose the bone.
HUMANITY ❤️
©Nabiba Islam
The dog had an accident 💔
Takbir Absar
Spot treatmet Takbir Absar
.
.
The dog was suffering from canine distemper
আসসালামু আলাইকুম।
ইদানিং আমাকে অনেকজন ক্নক দিছে। তাদের কথা এখন তো তাপদাহ চলছে। রাস্তার বাচ্চারা পরিস্কার পানি পাচ্ছে না। আর ড্রেন গুলাও শুকায় গেছে। ঢাকায় তো অনেকেই পানির পাত্র দিচ্ছে। পানির ব্যাবস্থা করছে। #ARTC থেকে এমন কিছু কি হচ্ছে না?হ্যা আমরাও এই বিষয়টা খেয়াল করছি। ওর প্রয়োজনীয়তাও বোধ করছি। কিন্তু এইভাবে বোতল কেটে দেয়া টা কেন জানি আমার পছন্দ হচ্ছে না। এর পিছনে বেশ কিছু কারন আছে।
১.আমি টাকা তুলে ৪০-৫০ টা বোতল কেটে পানির ব্যাবস্থা করলাম। তারপরের দিনই কোনো টুকায়,কেউ প্রসাব এর জন্য,কেউ নিজেদের প্রয়োজন এ এইগুলা নিয়া যায়। পরের দিন গিয়ে বোতল গুলা আর পাওয়া যায় না।গতবছর এইগুলা অনেক ফেইস করছি। আবার গরম তো আর এই কয়েকদিন পড়ছে না। আরো ৪-৫ মাস পড়বে। কেননা বাংলাদেশ ৬ ঋতুর দেশ হলেও।বাংলাদেশে ৩ টা ঋতু বিদ্যমান। গ্রীষ্ম, বর্ষা ও শীত। এতে গ্রীষ্মের আদিপত্যই বেশি। ত
Takbir Absar
#sporttreatment_by_artc
Takbir Absar & Nahian Nakib
#spottreatmeant_by_artc