15/06/2022
"কবুতর" নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দিক।
যারা কবুতরের ব্যবসা করে থাকেন তাদের উদ্দেশ্য কিছু কথা বলা যাক----
(!) আমার মতো অনেকে আছেন শখের বশে কবুতর পালন করেন, আবার অনেকে ব্যবসা করে থাকেন।অনেকের ব্যবসার ধরন আবার ভিন্ন রকমের হয়ে থাকে। কাউকে আপনি ঠকিয়ে শান্তি পেয়ে থাকেন আবার অন্য কেউ আপনাকে ঠকিয়ে শান্তি পায়।
(!) এই ঠকাঠকির মাঝখানে রিয়েল ব্যবসায়িরা সমস্যার মধ্যে পড়ে যায়। বিভিন্ন গ্রুফে দেখা যায় নানান জনের নানা সমস্যা, যার কোন সমাধান নেই। সমাধান থাকবেই বা কেমনে কারণ এটা অনলাইন, যেখানে হাজারো মুখোশধারি ব্যবসায়ি প্রতি ন্যানো-সেকেন্ডে ঘুরে বেড়ায়, যা রিয়েল ব্যবসায়ীদের হতাশ করে।
(!) আপনি ক্রেতা চিনবেন কি করে? এটা অনেকে সহজে বুঝতে পারে আবার অনেকে পারেন না, আর যারা পারেন না তাঁরা দীর্ঘক্ষণ কথা বলার পড়ে যখন বুঝতে পারেন যে আপনার ক্রেতা আসল নয় ঠিক তখনি আপনি হতাশ হয়ে যান।তখন মনে হয় অনলাইন ফেইক,আসলে কি অনলাইন ফেইক? আসলে অনলাইন ফেইক না, ফেইক হলো সেই ক্রেতা। যখন আমরা কবুতর বিক্রি করতে যায় তখন, বিভিন্ন ধরনের মানুষ দেখা যায়, যার মধ্যে অনেকে আছে এরকম -- ভাই কবুতর ভালো হবে? দাম বেশি না? ডিম দিবে? রানিং? ইত্যাদি বলার পড়ে বলে আচ্ছা ভাই আমি আপনাকে যানাবো🙄। তার আর হদিস পাওয়া যায় না 😁।এরকম অনেক লোক পাবেন 😁, এরকম বহু কিছু আছে যা আপনাকে নিরুৎসাহিত করতে যথেষ্ট। তবে এটা হওয়া যাবে না। যারা অরিজিনাল কবুতর ক্রয় করে তারা এতবেশী কথা বলে না।
(!) কোন ধরনের মানুষ থেকে সাবধান থাকবো? অনেকেই এটা বুঝতে পারেন না বলেই টাকা হাতিয়ে দেয়,এটা বিরাট সমস্যা। দেখা যায় কিছু মানুষ অগ্রিম টাকা চেয়ে বসে থাকে যা মোটেই কাম্য নয়। এই কাজ মোটেই কেউ করবেন না, তবে হা ব্যাক্তি বিশেষে চাইলে করতে পারেন, যদি পরিচিত কেউ হয়। অন্যথায় এটা করবেন না।
(!) সর্বশেষ, আপনি ব্যবসা করুন তবে সেটা যেন সৎ-ব্যবসা হয়। ভালো খারাপ সব জায়গায় বিরাজমান। সবাই প্রতারণা চক্র থেকে সাবধান থাকবেন।
SH Pigeon Loft