Combined Pigeon Loft

Combined Pigeon Loft pigeon accessories

১/ চুইঠাল ময়না লাল দোবাজ ২ টা মাদি দরকার।২/ কালো গড়রা সাফ চোঁখের ২ টা নর দরকার।৩/ চুইঠাল কালদম ২ টা নর দরকার।৪/ চুইঠাল ক...
24/06/2025

১/ চুইঠাল ময়না লাল দোবাজ ২ টা মাদি দরকার।
২/ কালো গড়রা সাফ চোঁখের ২ টা নর দরকার।
৩/ চুইঠাল কালদম ২ টা নর দরকার।
৪/ চুইঠাল কালো মুশলদম ২ টা মাদি দরকার।
৫/ চুইঠাল লাল মুশলদম ১ টা মাদি দরকার।
৬/ চুইঠাল মাক্সি মুসলদম ২ টা নর দরকার।

ফ্রেশ ও রানিং হতে হবে সবগুলো।

নিচে আমার গুলোর ছবি দেয়া হলো।

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 🤲
24/06/2025

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 🤲

22/06/2025
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 🕊️
02/06/2025

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 🕊️

🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
30/05/2025

🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️

🕊️ বৃষ্টির দিনে কবুতরের যত্ন: যারা কবুতরকে ভালোবাসেন, তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ!📅 বর্তমান পরিস্থিতি:সাগরে ...
29/05/2025

🕊️ বৃষ্টির দিনে কবুতরের যত্ন: যারা কবুতরকে ভালোবাসেন, তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ!

📅 বর্তমান পরিস্থিতি:
সাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের মধ্যাঞ্চলসহ সারা বাংলাদেশে গত দুই দিন ধরে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত চলছে। আবহাওয়ার এই বিরূপ অবস্থা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। এমন পরিস্থিতিতে যারা ছাদে বা বাড়ির উঠানে কবুতর পালন করেন, তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জের সময়।

🌧️ বৃষ্টির সময় কবুতরের যেসব সমস্যার সম্মুখীন হতে পারে:

1. ভিজে যাওয়া ও ঠান্ডা লেগে যাওয়া

সর্দি, কাশি, কণ্ঠনালির সমস্যা, শ্বাসকষ্ট পাখা গুমসে যায়, ওড়ার শক্তি হারায় খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যেতে পারে

2. ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণ

ভেজা অবস্থায় কবুতরের দেহে ছত্রাক ও ব্যাকটেরিয়ার জন্ম হয়

ডায়রিয়া, রেসপিরেটরি ইনফেকশন, ক্যানডিডিয়াসিস হতে পারে

🛡️ প্রতিরোধমূলক ব্যবস্থা:

✅ বাসার ব্যবস্থা

☆ছাদে বা উঠানে যারা পালন করেন, দয়া করে প্লাস্টিক কভার, ত্রিপল, বা স্লোপযুক্ত টিনের ছাউনি ব্যবহার করুন

☆বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন, কিন্তু ঠান্ডা হাওয়া যেন সরাসরি কবুতরে না লাগে

✅ ভিজে গেলে কী করবেন?

☆শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন

☆হালকা হিটার/বাল্বের আলো দিয়ে কিছুক্ষণ গরম দিন

☆যদি নিস্তেজ হয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ চিকিৎসা দিন

💊 বৃষ্টির দিনে কবুতরের ওষুধ ও চিকিৎসা:

1. Oxytetracycline বা Enrofloxacin (এন্টিবায়োটিক)

পানি বা খাবারের সাথে ৩-৫ দিন

শ্বাসকষ্ট হলে: Respimin Drops বা Vet Rx

2. Anti-Cold Powder

বাজারে “Pigeon Cold Cure” নামে পাউডার পাওয়া যায়

3. Multivitamin & Electrolyte

খাবারে “Electro-C” বা “Pigeon Tonic” দিন

4. Antifungal Drops (Nystatin)

যদি পেটে ছত্রাক বা খিচুনি দেখা যায়

📌 ডোজ সবসময় একজন অভিজ্ঞ পোল্ট্রি ডাক্তার বা কবুতর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিন।

🥣 বৃষ্টির দিনে কবুতরের আদর্শ খাবারের মেনু:

✅ সকাল:

ভেজানো গম + ভুট্টা সাথে

১ চা চামচ কালোজিরা + মেথি (সপ্তাহে ২ দিন)

✅ দুপুর:

কবুতরের স্পেশাল মিক্স ফিড (মটর, ছোলা, সূর্যমুখী বীজ, কালাই, সরিষা)

✅ বিকাল:

☆ভেজানো চালের কুঁড়া + ভিটামিন পাউডার, সঙ্গে “Probiozyme” বা যেকোনো গুড ব্যাকটেরিয়া প্রোবায়োটিক,

✅ পানি:

☆সর্বদা পরিষ্কার পানি,

☆সপ্তাহে ২ দিন হালকা লেবু পানি,

☆গরমে দিনে ১ বার ইলেক্ট্রোলাইট পানি দিন,

🛑 যা করবেন না:

বৃষ্টির মধ্যে কবুতর উড়তে দেওয়া ❌

ভিজে খাবার খাওয়ানো ❌

ঘরের মধ্যে ভেজা তক্তা বা ভেজা মাটি রাখা ❌

❤️‍🔥 শেষ কথা:

কবুতর শুধু পাখি না এটা আমাদের আত্মার অংশ, ভালোবাসার প্রতিচ্ছবি। তাই বৃষ্টির দিনে তাদের প্রতি একটু বেশি যত্ন, একটু বেশি ভালোবাসা এইটুকুই তো প্রয়োজন!

🔁 শেয়ার করে ছড়িয়ে দিন, যেন সবার কবুতর নিরাপদ থাকে এই দুর্যোগে। আপনি কবুতরের বন্ধু হলে এই পোস্টটা আপনার জন্যই!

21/05/2025

নর (পুরুষ) কবুতর চেনার লক্ষণ: ✨

1. মাথা বড় ও গলা মোটা হয়।

2. বুক চওড়া ও ফুলে থাকে।

3. পা মোটা ও শক্তিশালী হয়।

4. গলা ফুলিয়ে "গরগর" শব্দ করে।

5. প্রেম নিবেদনের সময় পাখা ছড়িয়ে নাচে।

6. অন্য পুরুষ কবুতরের সঙ্গে ঝগড়া করে।

7. মাদির পেছনে ঘোরে ও মিলনের চেষ্টা করে।

8. এলাকা দখলে রাখতে আগ্রাসী হয়।

9. ডিম পাড়ে না, কেবল সঙ্গী দেয়।

---

মাদি (স্ত্রী) কবুতর চেনার লক্ষণ: ✨

1. মাথা ও গলা তুলনামূলক সরু ও ছোট।

2. বুক চিকন ও কম চওড়া হয়।

3. পা সরু ও তুলনামূলক দুর্বল।

4. চুপচাপ স্বভাবের হয়।

5. প্রেম নিবেদনের সময় পুরুষকে গ্রহণ করে, নিজে থেকে আগায় না।

6. একা বসে সময় কাটায় বেশি।

7. ডিম পাড়ে (অবশ্যই মাদি হলে)।

8. ঝগড়ায় অংশ নেয় না, শান্ত থাকে।

9. জোড়া বাঁধার সময় নিচে থাকে (পুরুষ উপরে উঠে)।

---

বিশেষ টিপস: ❤️

৫-৬ মাস বয়সের পর এই লক্ষণগুলো ভালোভাবে বোঝা যায়।।।

07/05/2025

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 🤲
আমার অনেক পছন্দের আফসান বাঘা চুইঠাল পেয়ার 💞

মাশাআল্লাহ্ আলহামদুলিল্লাহ্ 💞সাদা মানেই শুভ্র নির্মল সুন্দর 🛎️আমার অনেক পছন্দের একটা পেয়ার ✅
06/05/2025

মাশাআল্লাহ্ আলহামদুলিল্লাহ্ 💞
সাদা মানেই শুভ্র নির্মল সুন্দর 🛎️
আমার অনেক পছন্দের একটা পেয়ার ✅

রমজানুল মোবারক! 🕌মাহে রমজানের পবিত্রতা সকলের জীবনে বয়ে আনুক অনন্ত শান্তি ও সমৃদ্ধি। মহিমান্বিত এই মাসে আপনার সকল ইবাদত ও...
28/02/2025

রমজানুল মোবারক! 🕌
মাহে রমজানের পবিত্রতা সকলের জীবনে বয়ে আনুক অনন্ত শান্তি ও সমৃদ্ধি। মহিমান্বিত এই মাসে আপনার সকল ইবাদত ও দোয়া কবুল হোক। 🤲

মাশাআল্লাহ 😍Combined Pigeon Loft Combined Pets & Birds কম্বাইন্ড পেটস্ এন্ড বার্ডস্ জান্নাতের ছাদ বাগান Puchu the Little...
15/01/2025

মাশাআল্লাহ 😍

Combined Pigeon Loft Combined Pets & Birds কম্বাইন্ড পেটস্ এন্ড বার্ডস্ জান্নাতের ছাদ বাগান Puchu the Little Star 🌿🌱🥀🥰

মাশাআল্লাহ্ 🕊️
23/05/2024

মাশাআল্লাহ্ 🕊️

Address

Barishal

Telephone

+8801724005006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Combined Pigeon Loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Combined Pigeon Loft:

Share