09/06/2024
এই পোস্ট ও পোস্টার দেখে এত বিরক্ত হচ্ছি; আমার কেবলই মনে হচ্ছে, আল্লাহ মানুষকে কতভাবেই নেয়ামত দেন—মানে কিছু মানুষের ব্রেইনও নাই, টেনশনও নাই।
‘একদিনের কসাই’ কী কারণে ব্যবহার করা যাবে না? এটা কি ফিকহি বা শরয়িভাবে নিষিদ্ধ? ইসলামি কোনো শিআরকে নীচ হিসেবে উপস্থাপন করে? এতে কীভাবেই-বা তাকওয়ার লঙ্ঘন হয়?
মানে এটাতে কীভাবে ইবরাহিম আলাইহিস সালামের কুরবানির আবেগ লঙ্ঘিত হচ্ছে? অথচ হাদিসে কুরবানির পশুকে গলায় মালা পরিয়ে সুসজ্জিত করতে পর্যন্ত বলা হয়েছে।
কথা উঠতে পারে এ ধরনে টি-শার্টে গরুর মাথা আঁকা নিয়ে; তা না বলে কীসব আকুম-বাকুম বাকবাকুম করে যায় কিছু মানুষ!
দ্বিতীয় কথা হলো, একদিনের কসাই টি-শার্ট, গরু-পার্টিসহ বিভিন্ন এক্টিভিটি কেন হচ্ছে, এরা কি সে সম্বন্ধে বেখবর? এতটুকু বোঝার মতো ব্রেইনও কি আল্লাহ এদের দেননি যে, এই ভারত উপমহাদেশে গরু জবাই এখন রাজনৈতিক ইস্যুও হয়ে দাঁড়িয়েছে! বহু বছর ধরে আমরা এগুলো নিয়ে ভুগছি এবং কথা বলছি!
বিভিন্ন কারণে হীনম্মন্যতায় ভোগা তরুণ প্রজন্মের ভেতর উদ্দীপনা জাগাতেও যে এ ধরনের এক্টিভিটিগুলো কার্যকরী, এসব সহজ হিসাব-নিকাশ কি এরা বোঝে না!
ওমর আলী আশরাফ।