29/01/2025
কবুতরের পর বলতে কি বুঝায়?
পর গণনা করা?
পর কি?
পর বলতে মূলত বোঝায় যে পাখা বা পালক এর দ্বারা কবুতর উড়ে।
এর মাঝে সামনের শুরুর বড় পাখার ১-১০ নং পর্যন্ত পাখাকে আবশ্যক এবং রাজ পর বলে।
কারন এই রাজ পর না থাকলে কবুতর উড়তে পারে না।
অন্য পর না থাকলে কবুতর উড়তে পারে।
তাই দেখবেন আমরা সাধারনত পর কাটলে বা বেধে দিলে এই ১০ পর বাধি বা কিনারের ২ টা রেখে বাকি ৮ টা করে কেটে দেই।
এই পর দিয়ে আমরা বয়স নির্ণয় করি।
বাচ্চার বয়স ৪০/৪৫ দিন হলে এরপর ১ টি করে পর ঝড়ে পড়ে, ১ টি পড়ে গেলে ১ পর এর বাচ্চা বলি, এইভাবে ১ পর ২ পর করে ১০ পর ঝড়ে। সবগুলো পর ঝড়তে প্রায় ৫/৬ মাস সময় নেয়।
মোটামুটি ১৫ দিন পরপর ১ টি পর ঝড়ে আরেকটি নতুন পর গজায়। এই ভাবে একবার ১০ টি পর ঝড়ে আবার নতুন করে উঠলে তাকে এক দশক বা এক পাট্টহা কবুতর বলে আবার পুনরায় আরও ৫ টি পর পরলে বা আরো ১০টি পর নতুন করে পরলে তাকে দুই দশক বা দুই পাট্টহা কবুতর বলে।